অপারেটিং সিস্টেমের উদ্ভাবন, বিকাশ, উন্নয়ন আর অগ্রযাত্রার সাথে মাইক্রোসফট একাত্ম। ডস উদ্ভাবনের মাধ্যমে মাইক্রোসফট বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে, তা এখনও বিলীন হয়নি। ডসের পথ ধরেই উইন্ডোজ উদ্ভাবনের মাধ্যমে অপারেটিং সিস্টেমের ভুবনে নতুন ধারা সংযোজন করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ও উইন্ডোজ এন্টির বিভিন্ন ভার্সনে রয়েছে বিভিন্নমুখী প্রয়োগ সুবিধা। উইন্ডোজের ডেটোনা, শিকাগো, কায়রো প্রতিটি সিস্টেমই স্বকীয়তার ভাস্বর। এর মধ্যে এ বছরে শেষ নাগাদ বাজারে আসছে শিকাগো নামের মাইক্রোসফটের উইন্ডোজ ৪.০। এ সম্পর্কে লিখেছেন মোহাম্মদ হাসান শহীদ।