কমপিউটার বিশ্বের সুপরিচিত ব্যক্তিত্ব একহার্ড ফেইফারের নেতৃত্বে সাফল্যের যাদুকাঠি হস্তগত করেছে পিসি প্রচলনের অগ্রদূত কম্প্যাক। কিন্তু কোনো প্রক্রিয়ায়? ব্যবসার ধারা পরিবর্তন, উৎপাদন চাহিদার সমন্বয় না মূল্যক্রম বাছাইয়ে বলিষ্ঠ নেতৃত্ব দেয়ার কারণে? এ নিবন্ধে সে কারণগুলো তথ্যসহ বিশ্লেষণ করেছেন আজম মাহমুদ।