অবিশ্বাস্য গতিতে বাড়ছে কমপিউটার মেমরির ধারণ ক্ষমতা। এক সময়ে মেমরিতে টেক্সটভিত্তিক তথ্যপুরেই সন্তুষ্ট থাকতেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে প্রথমে বিপ্লব নিয়ে এসেছে সিডি। সিডির গ্রাফিক্স সংরক্ষণের ক্ষমতা নিয়ে কমপিউটারের উত্তরণ ঘটেছে বিনোদন জগতে। কিন্তু এবার আরো বেশি কিছু দেয়ার অঙ্গীকার নিয়ে এসেছে ডিভিডি বা ডিজিটাল ভিডিও ডিস্ক। দেখতে সিডির মতো অথচ এর ধারণক্ষমতা সিডির তুলনায় অনেক বেশি। নতুন অনেক বৈশিষ্ট্য নিয়ে অনন্য এ ডিভিডি হয়ত কমপিউটার মেমরির ধ্যান ধারণাই পাল্টে দিবে। কারা উদ্ভাবন করেছে এ ডিভিডি? কোনো প্রযুক্তির কল্যাণে ডিভিডি ধারণ করতে পারছে এত বেশি তথ্য। এসব তথ্যের সমাবেশ ঘটেছে এ প্রচ্ছদ প্রতিবেদনে।