কমপিউটারের এ দুর্বার জয়যাত্রার যুগেও তৃতীয় বিশ্বের দেশগুলোতে কমপিউটারের প্রচলন একেবারেই কম৷ বলতে গেলে মাত্র দু’চারটি নামকরা কোম্পানির ব্র্যান্ড মেশিনই সামন্ত প্রভূদের মতো আধিপত্য বিস্তার করে আছে এসব দেশে৷ সে ক্ষেত্রে ব্র্যান্ড মেশিন হিসেবে সনি এবং টিউলিপ কমপিউটারের আগমন সত্যিই আনন্দজনক৷ কিভাবে, কোন বৈশিষ্ট্য নিয়ে সনি এবং টিউলিপ কমপিউটার বাজারে এল আজম মাহমুদ সে বিষয়েই তথ্য উপস্থাপন করেছেন এ লেখায়৷