এমন ইউজার খুঁজে পাওয়া যাবে না, যার কমপিউটার কখনোই ভাইরাস আক্রান্ত হয়নি৷ আসলে এই ক্ষতিকর প্রোগ্রামগুলো সবাইকে কমবেশি ভুগিয়েছে৷ ভাইরাস ও এর প্রতিরোধ-প্রতিকার নিয়ে কমপিউটার জগৎ-এ বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে৷ কিন্তু এ লেখায় একটু ভিন্ন ধরনের সতর্কতামলক ব্যবস্থা নেয়ার ওপর আলোকপাত করা হয়েছে৷ প্রকৃত ভালো মানের ও হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাসের আক্রমণ অনেকটাই ঠেকানো যায়৷
ইদানীং অনেকের পিসিতে একটি সমস্যা দেখা দিয়েছে, সে সমস্যাটি হলো হার্ডডিস্কের ড্রাইভ আইকনগুলোতে মাউস ক্লিক করে প্রবেশ করা যাচ্ছে না৷ এমনকি ড্রাইভ আইকনের ওপর মাউস রাইট বাটন ক্লিক করে পাওয়া পুলডাউন মেনুর মধ্যে ওপেন বা এক্সপ্লোরার অপশনগুলোর বদলে অটোপে ও বিভিন্ন দুর্বোধ্য লেখা দেখা যায় (চিত্র-১)৷ এ পরিস্থিততে স্টার্ট > রান > ড্রাইভ, স্টার্ট > রান > এক্সপ্লোরার অথবা মাই কমপিউটার > অ্যাড্রেস বার-এ গিয়ে ড্রাইভগুলোতে অ্যাক্সেস করতে হয়৷ দৈনন্দিন কমপিউটিংয়ে এটি নিঃসন্দেহে বিরক্তির কারণ৷ Autorun -এর এই সমস্যা গত অক্টোবর সংখ্যায় লেখা হয়েছিলো৷ পাঠকদের অনুরোধে আবারো বিস্তারিত আলোচনা করা হলো৷
যে ভাইরাসটির কারণে এই ঘটনাটি ঘটছে সেটি RavMon.exe বীব বা ৠাভমন৷ যদি পিসির প্রতিটি ড্রাইভ খুলতে সমস্যা হয় তবে বুঝতে হবে ড্রাইভগুলো ৠাভমন আক্রান্ত৷ ভাইরাসটি পেনড্রাইভের মাধ্যমে সহজে ছড়ায়৷ আর ৠাভমন আক্রান্ত পেনড্রাইভ ডবল ক্লিক করে খুলতে গেলেই সংশ্লিষ্ট পিসিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ে৷ যেসব ড্রাইভ ৠাভমন আক্রান্ত সেগুলোর রুট-এ RavMon.exe এবং Autorun.inf নামে দুটি ফাইল হিডেন অবস্থায় থাকে।পিসিকে ৠাভমনমুক্ত করার জন্য এই ভাইরাস সংশ্লিষ্ট ফাইলগুলো ডিস্ক থেকে মুছে ফেলা জরুরি৷ ড্রাইভগুলো থেকে ফাইলগুলো ডিলিট করার জন্য প্রথমে অপারেটিং সিস্টেমের সাথে ৠাভমনের সংশ্লিষ্টতা বন্ধ করতে হবে৷ উইন্ডোজ টাস্ক ম্যানেজার চালু করার জন্য কন্ট্রোল ও অল্টার কী চেপে ডিলিট কী চাপুন অথবা স্টার্ট মেনু থেকে রান-এ গিয়েঃ ধংশসমৎ লিখে ওকে করুন৷ এই উইন্ডোর প্রসেস ট্যাবে ক্লিক করুন৷ উইন্ডোজে যেসব প্রোগ্রাম বর্তমানে চলছে তা ইমেজ নেম কলামের অধীনে দেখাবে৷ এখানে লোকাল সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস বা সিস্টেমের সাথে সংশ্লিষ্ট SVCHOST.EXE এবং svchost.exe নামে কয়েকটি প্রোগ্রাম দেখা যাবে৷ কিন্তু ইউজার নেমের সাথে সংশ্লিষ্ট SVCHOST.EXE (ক্যাপিটাললেটার)সিলেক্ট করে এন্ড প্রসেস বাটনে ক্লিক করে ফের উইন্ডো ক্লোজ করে দিন৷ চিত্র-২-এ iprince ইউজার নেমের অধীনে SVCHOST.EXE -এর প্রসেস বন্ধ করা হয়েছে৷ এ পর্যায়ে এসে র্যাভমন ফাইলগুলো ডিলিট করতে হবে৷
ৠাভমন ফাইলগুলো হিডেন অবস্থায় থাকে৷ এমনকি এগুলো সিস্টেম-ফাইল হিসেবেও হিডেন থাকে৷ এর মানে হলো সাধারণ হিডেন ফাইল দেখার পদ্ধতি অবলম্বন করে সিস্টেম-ফাইলগুলো দেখা যায় না৷ তাই সাধারণভাবে এগুলো দেখা বা মুছে ফেলাও সম্ভব নয়৷ এই ফাইলগুলো আনহাইড করার জন্য মাই কমপিউটার উইন্ডো খুলুন৷ মেনুবারের টুল মেনু থেকে ফোল্ডার অপশনস ক্লিক করুন৷ ফলে ফোল্ডার অপশনস উইন্ডো খুলবে৷ এই উইন্ডোর ওপর দিকের ট্যাবগুলো থেকে ভিউ সিলেক্ট করুন৷ ভিউ-এ অ্যাডভান্সডসেটিংস-এর অধীনে থাকা শোহিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারস-এর সাম রেডিও বাটনটি সিলেক্ট করুন৷ এ অপশনটি সিলেক্ট করার মাধ্যমে সাধারণ হিডেন ফাইলগুলো দৃশ্যমান হয়৷ এরপর হাইডপ্রোটেক্টেড অপারেটিং সিস্টেম ফাইলস-এর চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকে করুন৷ এবার ড্রাইভগুলোতে অ্যাক্সেস করে দেখুন RavMon.exe এবং Autorun.inf ফাইল দেখা যাচ্ছে কিনা৷ বিভিন্ন ড্রাইভে অ্যাক্সেস করে ফাইল দুটি ডিলিট করে দিন। ৠাভমন ভাইরাস প্রতিটি ড্রাইভে অবস্থানের সাথে সাথে অপারেটিং সিস্টেমেও তার প্রভাব বিস্তার করে৷ ফলে বেশিরভাগ ক্ষেক্ষেই হিডেন ফাইল দেখার অপশনগুলো এসময় কার্যকর করা যায় না৷ অর্থাৎ, ৠাভমন ভাইরাস সংশ্লিষ্ট ফাইল দুটি হিডেন থেকেই যায়৷ এই সমস্যা এড়িয়ে ফাইল দুটি ডিলিট করার জন্য WinRAR সফটওয়্যারটি ইনস্টল করতে হবে৷ ফাইল কম্পরেশনের জন্য খুব জনপ্রিয় একটি সফটওয়্যার উইনরার৷ এটির ট্রায়াল ভার্সন ইন্টারনেট থেকে বিনামল্যে ডাউনলোড করা যায়৷ সফটওয়্যারটির জন্য www.download.com ব্রাউজ করা যেতে পারে৷ উইনরার ইনস্টল করে চালু করুন৷ উইনরারের অ্যাড্রেসবারের ডাউন বাটনে ক্লিক করলে পুলডাউন মেনু খুলবে৷ এখান থেকে বিভিন্ন ড্রাইভ সিলেক্ট করে ফাইল দুটি ডিলিট করতে হবে৷ উদাহরণ হিসেবে এইচ ড্রাইভ সিলেক্ট করা হয়েছে (চিত্র-৩)৷ এখানে এমন কিছু ফাইল বা ফোল্ডার দেখা যাচ্ছে, যা সাধারণ অবস্থায় দেখা যায় না৷ এখানে RavMon.exe এবং autorun.inf ফাইল দুটিও দেখা যাছে৷ এবার ফাইল দুটি ডিলিট করে দিন। একইভাবে অন্যান্য ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট করুন৷ অপারেটিং সিস্টেমের উইন্ডোজ ফোল্ডার খুলুন৷ এখান থেকে SVCHOST.EXE, SVCHOST.dll এবং MDM.EXE ফাইলগুলো সাবধানে ডিলিট করে দিন৷
উইন্ডোজ চালু হবার সময় প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম লোড হয়৷ ৠাভমন আক্রান্ত পিসিতে উইন্ডোজ চালু হবার সময় ৠাভমন কার্যকর করার জন্য আরো কিছু প্রোগ্রাম লোড হয়৷ এ প্রোগ্রামগুলো স্টার্টআপ থেকে মুছে ফেলা জরুরি৷ অল প্রোগ্রামস> রান-এ গিয়ে msconfig লিখে এন্টার চাপুন৷ ফলে সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি উইন্ডো খুলবে৷ এখান থেকে স্টার্টআপ ট্যাব সিলেক্ট করুন৷ স্টার্টআপ আইটেম কলারে অধীনে MDM-এর সামনে চেকবক্স থেকে মাউস ক্লিক করে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকে করুন (চিত্র-৪)৷সিস্টেম কনফিগারেশন নামে একটি ছোট্ট উইন্ডো আসবে৷ এই উইন্ডোর রিস্টার্ট বাটনে ক্লিক করে পিসি রিস্টার্ট করুন৷ এবার দেখুন ড্রাইভ আইকনগুলোতে ডবল ক্লিক করে অ্যাক্সেস করতে কোনো সমস্যা হয় কি না, কিংবা আইকনগুলোতে রাইট ক্লিক করে পাওয়া পুলডাউন মেনুতে আগের মতো বিদঘুটে লেখা রয়েছে কি না৷
ফিডব্যাক : prince.buet@yahoo.com