লেখক পরিচিতি
লেখকের নাম:
খন্দকার নজরুল ইসলাম
মোট লেখা:১৫
লেখা সম্পর্কিত
নেটওয়ার্ক সিস্টেম
সারা বিশ্বে এখন নেটওয়ার্ক সিস্টেমের প্রসার অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আশির দশকে পিসির সংখ্যা অনেক অনেক বেড়ে যাওয়া ফলে প্রতীয়মান হয় যে ব্যবহৃত পিসিগুলোকে সংযোগ করা গেলে তা খুবই সুবিধাজনক হবে। নেটওয়ার্ক সিস্টেম উদ্ভাবিত হওয়ায় একই হার্ডডিস্ক, প্রিন্টার ইত্যাদির কার্য ক্ষমতাকে ভাগ করে বহু পিসিতে ব্যবহার করা সম্ভব হলো। আর এভাবেই কম খরচে নেটওয়ার্ক সম্ভব হওয়ায় প্রযুক্তির সুফল পৌছাল সবার কাছে। বাড়লো এর কার্যক্রম ও পরিধি। পিসিকে করা হলো অধিক ব্যবহার উপযোগী ও শক্তিশালী। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সিস্টেম এবং আগামী দিনে এর বিস্তৃতির সম্ভাবনা নিয়ে এ প্রবন্ধ।