লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৩ - সেপ্টেম্বর
প্রযুক্তির আগামী সড়কে
এখন প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নানা মহলে চলছে নানা সংশয়। ভোক্তা, উদ্যোক্তা ও ভেন্ডার ক্যাপিটেলিস্ট সবাই সে সংশয়ে কিছুটা সংশয়ী। তবে সুখের কথা, এ সংশয় ধীরে ধীরে কেটে যাচ্ছে। আশা করা যাচ্ছে, এর ফলে আগামী বছর প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়বে। কাটবে প্রযুক্তির এগিয়ে চলার ধীরগতি। আসলে প্রযুক্তি বরাবর মন্দার মধ্য দিয়েই এগিয়ে চলেছে। অতএব প্রযুক্তির সাময়িক মন্দা নিয়ে ভয়ের কিছু নেই। এ বিষয়টি নিয়েই এবারের প্রচ্ছদ কাহিনী লিখেছেন গোলাপ মুনীর।