• ভাষা:
  • English
  • বাংলা
হোম > এইচপির অত্যাধুনিক নতুন পণ্য অবমুক্ত
লেখক পরিচিতি
লেখকের নাম: এম. এ. হক অনু
মোট লেখা:২৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৭ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
এইচপি
তথ্যসূত্র:
রির্পোট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
এইচপির অত্যাধুনিক নতুন পণ্য অবমুক্ত

রিজিওনাল কনজ্যুমার ফল মিডিয়া লঞ্চ ২০০৭ এইচপির অত্যাধুনিক ও ব্যবহারবান্ধব নতুন পণ্য অবমুক্ত

এম. এ. হক অনু, সিঙ্গাপুর থেকে ফিরে

ঙ্গিপুরের পুরনো পার্লামেন্ট ভবন এবং ঐতিহ্যবাহী সিটি হলে ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এইচপি কনজ্যুমার ফল মিডিয়া লঞ্চ ২০০৭৷ এতে উপস্থিত ছিলেন এইচপি এশিয়া প্যাসিফিক ও জাপানের ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার মরগান এবং পার্সোনাল সিস্টেম গ্রুপ, এশিয়া প্যাসিফিক ও জাপানের কনজ্যুমার প্রডাক্টস অ্যান্ড মোবাইল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হন চেং চিন৷ এরা ইমেজিং ও প্রিন্টিং গ্রুপ এবং পার্সোনাল সিস্টেম গ্রুপের ২৬টি নতুন পণ্য ও সেবার পরিচিতি দক্ষিণ-পূর্ব এশিয়াসহ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে আমন্ত্রিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন৷ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন মাসিক কমপিউটার জগত্-এর সহকারী সম্পাদক এম. এ. হক অনু৷ হিউলেট-প্যাকার্ড তথা এইচপি বিশ্বের অন্যতম সেরা আইটি হার্ডওয়্যার কোম্পানি৷ গত ৩১ জুলাইয়ে শেষ হওয়া রাজস্ব বছরে তাদের মোট আয়ের পরিমাণ ছিল ১০০.৫ বিলিয়ন ডলার৷



কনজ্যুমার লঞ্চ অনুষ্ঠানে শিল্পখাতে নেতৃত্বদানকারী ব্যাপকভিত্তিক ডিজিটাল প্রিন্টিং সলিউশন্স, হোম, অনলাইন এবং রিটেইলের ক্ষেত্রে উঁচুমানের প্রিন্ট ও ছবি নিশ্চিত করতে এইচপি ক্রেতাবান্ধব ডিজাইনের পণ্য অবমুক্তের ঘোষণা দিয়েছে৷ কোম্পানিটি সহজে ব্যবহারযোগ্য এবং তারহীন প্রিন্টার বাজারে ছাড়ার মাধ্যমে হোম প্রিন্টিংকে আরো জোরদার করবে৷ এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্ন্যাপফিশ অবমুক্ত করা এবং এইচপি রিটেইল ফটো সলিউশন্সের ক্রমাগত প্রাণসঞ্চারের মাধ্যমে এইচপির শীর্ষ কনজ্যুমার অনলাইন অফার সম্প্রসারণ করবে৷ এইচপি বেশকিছু পার্সোনাল মোবাইল এবং ডেস্কটপ কমপিউটিং পণ্য অবমুক্ত করেছে৷ এইচপি পরবর্তী প্রজন্মের ডিজাইনারদের এইচপি নোটবুক পিসির ভিন্নমাত্রার ডিজাইন করতে উত্সাহ দিতে বিশ্বব্যাপী এক ডিজাইন প্রতিযোগিতার আয়োজনের জন্য এমটিভির সাথে অংশীদারিত্বেরও ঘোষণা দিয়েছে৷ এইচপির ব্যাপকভিত্তিক নতুন পার্সোনাল কমপিউটিং পণ্যের মধ্যে রয়েছে নোটবুক পিসি, ৫টি নতুন আইপ্যাক, প্যাভিলিয়ন এলিট এম৯০০০ সিরিজ ডেস্কটপ পিসি এবং সর্বাধুনিক হাই ডেফিনেশন ওয়াইড িস্ক্রন মনিটর৷ এইচপি মূলত দুই ভাগে তাদের ব্যবসায় এবং পণ্য বাজারজাত করে থাকে৷ একটি হচ্ছে ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ, যাকে সংক্ষেপে বলা হয় আইপিজি এবং অপরটি হচ্ছে পার্সোনাল সিস্টেম গ্রুপ, যাকে সংক্ষেপে বলা হয় পিএসজি৷ তাই রিজিওনাল কনজ্যুমার ফল অনুষ্ঠানে দুই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন৷

ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ

অনুষ্ঠানে এইচপি এশিয়া প্যাসিফিক ও জাপানের ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার মরগান যেসব সেবা ও নতুন প্রযুক্তিসম্বলিত পণ্য তুলে ধরেন, সেগুলো হলো স্ন্যাপফিশ অনলাইন ফটো সার্ভিস, এইচপি রিটেইল ফটো সার্ভিসের এইচপি ফটোস্মার্ট পিএম১০০০ মাইক্রোল্যাব প্রিন্টার ও এইচপি ফটোস্মার্ট পিএস২০০০ স্টুডিও, ওয়্যারলেস প্রিন্ট এক্সেসরিজের এইচপি ওয়্যারলেস প্রিন্টিং আপগ্রেড কিট, এপ্লায়েন্স প্রিন্টার্সের এইচপি ফটোস্মার্ট এ৬২৬, এ৮২৬, এ৫২৬, এ৩২০, সিঙ্গেল ফাংশন প্রিন্টার্সের এইচপি ফটোস্মার্ট ডি৭৪৬০, ডি৭২৬০, ডি৫৩৬০ এবং অল-ইন-ওয়ানর্স সিরিজের এইচপি ফটোস্মার্ট সি৮১৮০, সি৭২৮০, সি৬২৮০, সি৫২৮০, সি৪৮৩৫, সি৪২৮০৷



ক্রিস্টোফার মরগান বলেন, এইচপির নতুন প্রিন্ট ২.০ কৌশলের মাধ্যমে আমাদের ডিজিটাল পাবলিশিং প্লাটফর্ম সম্প্রসারিত হবে, যার ফলে ব্যবহারকারীরা যেকোনো জায়গায় যখন ইচ্ছে তখন তাদের কনটেন্ট প্রিন্ট বা শেয়ার করতে সক্ষম হবেন৷ এইচপির প্রিন্ট ২.০ কৌশলের মাধ্যমে ব্লগ এবং ট্রাভেল সাইটের মতো ওয়েবসাইটগুলো থেকে খুব সহজেই প্রিন্ট নিতে ক্রেতাদের সহায়ক হবে৷ এজন্য রয়েছে এইচপি স্মার্ট ওয়েব প্রিন্টিং৷ এর বিশেষ ডিজাইন ক্রেতাদের ওয়েবভিত্তিক কনটেন্ট প্রিন্টকে সহজ করে দেবে৷ তিনি বলেন, আমরা আগের মতোই হোম, অনলাইন রিটেইলের ক্ষেত্রে সহজ ও সবচেয়ে ভালো প্রিন্টিং অভিজ্ঞতার অফার দিয়ে যাবো৷

এশিয়া প্যাসিফিক অঞ্চলে এইচপির ১ কোটি ২০ লাখ ক্রেতা রয়েছে৷ এর মধ্যে প্রতি মাসে অনলাইনে যোগাযোগ হয় ৩০ লাখ ক্রেতার সাথে৷ জাপানসহ এশিয়া প্যাসিফিকে প্রায় ৩২ হাজার রিটেইল আউটলেট আছে এবং এর সংখ্যা দিন দিন বাড়ছে৷ এছাড়াও এইচপির সাথে ক্রেতা অংশীদার চুক্তি রয়েছে এমটিভি, নোকিয়া, ইন্টেল, মাইক্রোসফট, ড্রিম ওয়ার্কস এবং ইয়াহুর৷

এইচপির নতুন এক্সএল হাই ক্যাপাসিটি ইঙ্ক কার্ট্রিজ, এইচপি ৭৪ ব্ল্যাক ইঙ্কজেট প্রিন্ট কার্ট্রিজ এবং এইচপি ৭৫ ট্রাইকালার ইঙ্কজেট প্রিন্ট কার্ট্রিজ যেসব প্রিন্টারে ব্যবহার হয় সেগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে৷ এইচপির এক্সএল কার্ট্রিজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে করে যেসব ক্রেতা অনেক বেশি পরিমাণ প্রিন্ট করে তারা স্ট্যান্ডার্ড কার্ট্রিজের চেয়ে ৪০ শতাংশ সাশ্রয়ে প্রিন্ট করতে পারবে৷ এইচপির নতুন সাপ্লাই পোর্টফোলিওর অংশ হচ্ছে এই এইচপি এক্সএল প্রিন্ট কার্ট্রিজ৷ এইচপির নতুন পণ্যগুলো নীল, সবুজ এবং লাল কালার কোডে ইঙ্কজেট প্রিন্ট কার্ট্রিজ প্যাকেজিং হয়ে বাজারে আসবে৷ ফলে ক্রেতারা দ্রুত ও সহজেই তাদের প্রয়োজনীয় কালি সরবরাহ পেয়ে যাবে এবং ছাপার সর্বোত্তম চাহিদা মেটাবে৷ নতুন ফটোস্মার্ট প্রিন্টার ব্যবহারকারীকে দেবে সবচেয়ে সহজ ও দ্রুত প্রিন্টিং সুবিধা
এর মাধ্যমে ঘরে বসেই সহজে ও দ্রুত প্রিন্ট করা যাবে প্রচলিত ল্যাবের মানের ছবি৷ এইচপি ফটোস্মার্ট সি৮১৮০ কার্যত ব্যবহারকারীদের কাছে একটি ‘অল-ইন-ওয়ান’ ডিভাইস৷ এই অল-ইন-ওয়ান ডিভাইসটির রছে অধিকতর পারফরমেন্স ও ফাংশনালিটি এবং তা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক৷ ৯৬-বিট এবং ৬ রঙ স্ক্যানিং টেকনোলজিসমৃদ্ধ এই প্রিন্টারে যথাযথ সঠিক মানে ছবি রিপ্রডাকশন করা যায়৷ এতে রয়েছে বিল্ট-ইন সিডি/ডিভিডি রাইটার৷ ফলে পিসি ছাড়াই সিডি/ডিভিডতে ছবি সরাসরি সংরক্ষণ করা যায়৷ এতে রয়েছে সাড়ে ৩ ইঞ্চি মাপের টাচ-এ িক্টভেটেড ডিসপ্লে প্যানেল৷ এর ফলে ব্যবহারকারী সহজেই ছবি বাছাই ও ঘুরানো, ক্রপ, জুম ও সরাসরি রেডআই মুছে দিতে পারে এবং অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন্টারনেট ও ওয়্যারলেস নেওয়ার্কিং৷ পিকব্রিজ কমপ্যাটিবল ডিজিটাল ক্যামেরা এবং ব্লুটুথ এনাবল মোবাইল ফোন থেকে সরাসরি এই প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করা যাবে৷

পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে এইচপি ফটোস্মার্ট ডি৭৪৬০ প্রিন্টার৷ এর রয়েছে ৩.৫ ইঞ্চি টাচ্‌ স্ক্রিন ডিসপ্লে প্যানেল৷ এতে এইচপি ভিভেরা প্রযুক্তির ৬টি আলাদা আলাদা ইঙ্ক কার্ট্রিজ ব্যবহার করা হয়েছে, যা থেকে পাওয়া যাবে লেজার প্রিন্টার কোয়ালিটির প্রিন্ট৷ মাত্র ১০ সেকেন্ডে ৪ ইঞ্চি স ৬ ইঞ্চি ছবি প্রিন্ট করা যাবে৷ এটি হচ্ছে নতুন ওয়্যারলেস প্রযুক্তি সম্বলিত প্রিন্টার৷ এইচপি ফটোস্মার্ট ডি৭৪৬০ প্রিন্টারের রয়েছে বৃহত্ আকারের নেটওয়ার্ক প্রিন্টের সুবিধা৷ তাই ইথারনেট বিল্ট-ইন রয়েছে এই প্রিন্টারে৷ পিকব্রিজ কমপ্যাটিবল ডিজিটাল ক্যামেরা এবং ব্লুটুথ এনাবল মোবাইল ফোন থেকে সরাসরি এই প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করা যাবে৷ এছাড়াও রয়েছে অফশনাল এইচপি ব্লুটুথ এডাপ্টার৷



ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য প্রথম টাচ্‌ স্ক্রিন কম্প্যাক্ট ফটো প্রিন্টার্স হচ্ছে এইচপি ফটোস্মার্ট এ৮২৬ এবং এইচপি ফটোস্মার্ট এ৬২৬৷ যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ করতে সক্ষম হবে৷ এইচপি ফটোস্মার্ট এ৮২৬-এ আছে ৭ ইঞ্চি ডিসপ্লে টাচ্‌ স্ক্রিন এবং এইচপি ফটোস্মার্ট এ৬২৬-এ আছে ৪.৮ ইঞ্চি ডিসপ্লে টাচ্‌ স্ক্রিন৷ অর্থাত্ যা প্রিন্ট হবে তাই দেখা যাবে স্ক্রিনে৷ তাই উভয় প্রিন্টারের বৃহত্ ডিসপ্লে থেকে ছবিগুলো সুন্দরভাবে প্রদর্শিত হয়৷ এছাড়াও রয়েছে দুইশরও অধিক আকর্ষণীয় ক্লিপার্ট গ্রাফিক্স, ফ্রেম এবং প্রি-ডিজাইন অ্যালবাম পেজ৷ পিসি ছাড়াও যেকোনো ধরনের ফ্ল্যাশ কার্ড থেকে সরাসরি প্রিন্ট করা যাবে৷

এইচপি সিঙ্গেল ফাংশন প্রিন্টারের তিনটি মডেল রয়েছে৷ এইচপি ফটোস্মার্ট ডি৭৪৬০, ডি৭২৬০, ডি৫৩৬০ প্রিন্টার৷ এতে রয়েছে সাড়ে ৩ ইঞ্চি টাচস্ক্রিন ইন্টারফেস, নতুন ফটোস্মার্ট এক্সপ্রেস ইন্টারফেস৷ এগুলো ব্যবহার সহজসাধ্য এবং উন্নত প্রিন্টিং দেয়৷

এইচপি ফটো কিয়োস

এইচপি রিটেইল ফটো সার্ভিসের আওতায় এইচপি ফটোস্মার্ট পিএম১০০০ মাইক্রোল্যাব প্রিন্টার অবমুক্ত করেছে৷ এটি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল মাইক্রোল্যাব৷ যার প্রধান গুণ হচ্ছে এটি বহুমুখী, সাশ্রয়ী মূল্য, সহজে ব্যবহারযোগ্য এবং স্বল্প জায়গায় ৪ ইঞ্চি স ৬ ইঞ্চি ছবি প্রিন্ট দিয়ে থাকে৷ এই মাইক্রোল্যাব থেকে এইচপির ইঙ্ক এবং পেপার ব্যবহার করে ছবি প্রিন্ট করে অ্যালবামের ভেতর রাখলে ২০০ বছরেরও অধিক সময় পর্যন্ত ছবির কালার ঠিক থাকবে৷ বিষয়টি প্রমাণিত হয়েছে বিখ্যাত রিসার্চ কোম্পানি হুইলম ইমেজিং রিসার্চ ল্যাবে৷ প্রতি ছবি প্রিন্ট দিতে ৫ সেকেন্ড সময় লাগবে৷ প্রতি ঘণ্টায় ৭০০ ছবি প্রিন্ট দেয়া যাবে৷ ৩৩০০ সিট একসঙ্গে প্রিন্টের জন্য রাখা যাবে ট্রেতে৷ ছবির মান অক্ষুণ্ন রাখার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন এইচপি থারমাল ইঙ্কজেট ৬ ইঙ্ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে৷ এটা ব্যবহার করা খুবই সহজ এবং এতে কোনো ধরনের ফটোগ্রাফিক কেমিক্যাল ব্যবহারের প্রয়োজন হয় না৷ পিএম১০০০ মাইক্রোল্যাব প্রিন্টারের সাথে এইচপি ১৯ ইঞ্চি টাচ্‌ স্ক্রিন কনজুমার স্টেশনকে একত্রিত করে এইচপি ফটো কিয়োস তৈরি করা যায় সহজে৷ এইচপি অনলাইন

সার্ভিস : স্ন্যাপফিশ এক্সিলারেশন



স্ন্যাপফিস হচ্ছে ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপের ভোক্তা সাধারণের জন্য এইচপির অনলাইন ফটো সার্ভিস৷ স্ন্যাপফিসের লক্ষ্য হচ্ছে মানুষের প্রতিটি আনন্দঘন মুহূর্তের প্রতিটিক্ষণ বিশ্বের মানুষের সাথে শেয়ার করা, যা ইতোমধ্যে আমেরিকাতে অনলাইন ফটো সার্ভিসে প্রথম স্থান অধিকার করেছে৷ আমেরিকায় অনলাইন প্রিন্ট আউটপুট এবং শেয়ারের ৫০ শতাংশের অধিক সার্ভিস নেয়া হয় স্ন্যাপফিশ থেকে৷ বর্তমানে স্ন্যাপফিসের রেজিস্টার্ড ব্যবহারকারীর সংখ্যা চার কোটি৷ দুইশ কোটিরও বেশি ছবি সংরক্ষিত আছে সাইটটিতে৷ সাইটির ধারণক্ষমতা ৪ পেটাবাইটসেরও অধিক৷ যার রয়েছে সর্ববৃহত্ রিটেইল প্রিন্টিং নেটওয়ার্ক এবং ৭ হাজারেরও অধিক স্টোরস রয়েছে আমেরিকা, ইউরোপ এবং এশিয়া প্যাসিফিকে৷

স্ন্যাপফিসের সদস্যসংখ্যা দিন দিন বেড়েই চলেছে৷ প্রতিমাসে যুক্ত হচ্ছে ২৫ কোটি ছবি এবং প্রতিদিন ই-মেইলে ৩ লাখ ছবি শেয়ার করা হয়৷ স্ন্যাপফিসের সার্ভিস বর্তমানে বিশ্বের ১৮টি দেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে দেয়া হচ্ছে৷ ২০০৭ সালে চীন, ভারত এবং ২০০৮ সালে জাপানসহ পর্যায়ক্রমে এশিয়ার অন্য দেশগুলোতে উদ্বোধন করা হবে৷

স্ন্যাপফিসের আরো কিছু সুবিধা রয়েছে যেমন- ফ্রি মেম্বারশিপ৷ ফ্রি ছবি সংরক্ষণ করা যায়, ফ্রি ফটো শেয়ারিং করা যায়, খুব সহজেই মেইল থেকে প্রিন্ট করা যায়৷ আরো রয়েছে ফটো বুকস, গিফটস্‌, পোস্টার, ক্যালেন্ডার, উপহার কার্ড এবং ফান সাইট৷ আর ইন্টারফেসটি হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি ৷ পার্সোনাল সিস্টেম গ্রুপ

এইচপির এশিয়া প্যাসিফিক এবং জাপানের পার্সোনাল সিস্টেম গ্রুপের কনজ্যুমার প্রোডাক্টস অ্যান্ড বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হন চেং চিন তরুণদের আকৃষ্ট করতে ‘টেক অ্যাকশন, মেক আর্ট’ ােগারে আওতায় এইচপি এবং এমটিভি গ্লোবাল নোটবুক পিসি ডিজাইন কমপিটিশনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন৷ তিনি এন্টারটেইনমেন্ট ডেস্কটপ পিসি সিরিজের এইচপি প্যাভিলিয়ন এলিট এম৯০০০ সিরিজ ডেস্কটপ পিসি, এইচপি প্যাভিলিয়ন ডিভি৬৫০০ সিরিজ এন্টারটেইনমেন্ট নোটবুক পিসি, এইচপি প্যাভিলিয়ন ডিভি২৬০০ সিরিজ এন্টারটেইনমেন্ট নোটবুক পিসি এবং কমপ্যাক প্রেসারিও নতুন লোগো সংযুক্ত বি১২০০ নোটবুক পিসি, ৫টি হ্যান্ডহেল্ড নতুন পণ্য এইচপি আইপ্যাক ৬১২ বিজনেস নেভিগেটর, এইচপি আইপ্যাক ৯১২ বিজনেস ম্যানেজার, এইচপি আইপ্যাক ৩১২ ট্রাভেল কম্প্যানিয়ন, এইচপি আইপ্যাক ১১২ ক্লাসিক হ্যান্ডহেল্ড এবং এইচপি আইপ্যাক ২১২ এন্টারপ্রাইজ হ্যান্ডহেল্ড বাজারজাতের ঘোষণা দেন৷ হন চেং চিন বলেন, এইচপির নতুন পণ্য কমপিউটিংয়ের ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতার আরো বেশি সুযোগ সৃষ্টি করছে৷ এইচপি তার পণ্যের ডিজাইন করছে এমনভাবে যাতে ক্রেতার ব্যক্তি ও পেশাগত জীবনে পরিলক্ষিত হয়৷ এইচপি তার দ্য কমপিউটার ইজ পার্সোনাল এগেইন- স্লোগানের প্রতি অঙ্গীকারাবদ্ধ৷ আর তাই উদ্বোধন করা হয়েছে এইচপি এবং এমটিভির সমন্বিত কর্মসূচি টেক অ্যাকশন, মেক আর্ট৷ পরবর্তী প্রজন্মের ডিজাইনারদের জন্য এইচপি নোটবুক পিসির ডিজাইন প্রতিযোগিতার আয়োজন এটি৷ বিজয়ী ডিজাইনগুলোর বিশেষ সংস্কার করে পরবর্তী সময়ে এশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা অঞ্চলে ৪টি বিশেষ ডিজাইন এবং সব মিলিয়ে যে ডিজাইনটি বিজয়ী হবে সেটি সারা বিশ্বে বাজারজাত করা হবে৷ এছাড়াও এইচপি পণ্য বহনের জন্য নতুন এবং চমত্কার ডিজাইনের প্যাকেজের ক্ষেত্রেও বিনিয়োগ করা হবে৷

এইচপি সাফল্যের সাথে চীন, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রত্যেকটি দেশে এগিয়ে যাচ্ছে৷ চীনে কনজ্যুমার পিসি এবং নোটবুক বিক্রিতে ২০০৫-২০০৬ অর্থবছরে এইচপির মার্কেট শেয়ারের প্রবৃদ্ধি ছিল ১০৮ শতাংশ৷ পিসিতে সাংহাই শহরে এইচপির অবস্থান প্রথম এবং অন্যান্য ৪৫টি শহরে তাদের স্থান দ্বিতীয়৷ ভারতে কনজ্যুমার পিসি এবং নোটবুক বাজারে ২০০৫-২০০৬ অর্থবছরে এইচপির শেয়ারের প্রবৃদ্ধি ছিল ৭৭ শতাংশ৷ ভারতের নোটবুক এবং পিসির বাজারে এইচপির অবস্থান প্রথম৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার কনজ্যুমার পিসি এবং নোটবুক বিক্রির ক্ষেত্রে একই অর্থবছরে এইচপির মার্কেট শেয়ারে প্রবৃদ্ধি ছিল ৬৬ শতাংশ৷ এখানে পিসির অবস্থান প্রথম এবং নোটবুকের ক্ষেত্রে তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে৷

আকর্ষণীয় ডিজাইনে কম্প্যাক প্রেসারিও বি১২০০ নোটবুক পিসি

নতুন লোগো সম্বলিত স্টাইলিস ও কম্প্যাক্ট, কম্প্যাক প্রেসারিও বি১২০০ নোটবুক পিসি কম্প্যাকের নতুন আকর্ষণ৷ এশিয়ার তরুণ ডায়নামিক প্রফেশনাল ও ছাত্রদের জন্য ডিজাইন করা হয়েছে কম্প্যাকের প্রেসারিও বি১২০০ নোটবুক পিসি৷ এটি ডিজিটাল লাইফ স্টাইলের সব শক্তি ফাংশনালিটি এবং স্টাইল ধারণ করে৷
প্রেসারিও নোটবুক হচ্ছে চমত্কার স্টাইল, সৃজনশীলতা ও মজার অভিব্যক্তির প্রতীক৷ এর ব্যাটারির আয়ু চমত্কার হওয়ায় যেকোনো জায়গা থেকে উইন্ডোজ ভিসতা রান করা সম্ভব হবে৷ অপশনাল ৮ সেল প্রাইমারি ব্যাটারি দিয়ে ৭ ঘণ্টা এবং ভিসতার জন্য ৫০ মিনিট সময় পাওয়া যায় কাজ করার জন্য৷ ফলে পুনঃচার্জ না করেই দীর্ঘক্ষণ কাজ করা যায়৷ এতে ওয়েব ক্যাম ইন্টিগ্রেটেড৷ ইন্টিগ্রেটেড ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোনের চমত্কার সমন্বয় সবাইকে আকৃষ্ট করবে৷ ঘরের আলোতে কাজ করার উপযোগী করে একে ডিজাইন করা হয়েছে৷ ভিওআইপির মাধ্যমে ভিডিও কল এবং ভিডিওভিত্তিক আইঅ্যাম চ্যাট আরো উজ্জ্বল ও স্পষ্ট হবে৷



ইন্টেল সেন্ট্রিনো ডুয়ো টেকনোলজিসমৃদ্ধ এই নোটবুক সাপোর্ট করে নতুন প্রসেসর চিপসেট, যা পারফরম করতে পারে ২টি ৬৪বিট এক্সিকিউশন কোর উচ্চতর মাল্টি-টাস্কিং৷ এতে রয়েছে বিল্টইন ওয়্যারলেস নেটওয়ার্কিং, এনহ্যান্সড গ্রাফিক্স এবং ইন্টারনাল মেমরি যা পারফরম করতে পারবে উচ্চতর মোবাইল কমপিউটিং এক্সপেরিয়েন্স ৷
হন চেং চিন আরো বলেন, সে লক্ষ্যে এইচপি অবমুক্ত করেছে এইচপি ইজি ব্যাকআপ৷ এইচপি প্যাভিলিয়ন এলিট এম৯০০০ সিরিজ ডেস্কটপ পিসির এটি ওয়ানটাচ ব্যাকআপ সলিউশন৷ এই সলিউশন সবকিছুর ব্যাকআপ রাখতে পারে৷ নতুন এইচপি প্যাভিলিয়ন এলিট এম৯০০০ সিরিজ ডেস্কটপ পিসি হচ্ছে হাই ডেফিনেশন এন্টারটেইনমেন্ট ও ডিজিটাল ফটোগ্রাফির অনন্য এক উদাহরণ৷ এর রয়েছে গ্রাউন্ডব্রেকিং এইচপি সিগনেচার ডিজাইন, প্রিমিয়াম হাই ডেফিনেশন পারফরমেন্স এবং অসমান্তরাল এন্টারটেইনমেন্ট ও এক্সপান্ডেবিলিটি৷ ব্যবহারকারীর চলাচলের সাথে খাপ খাইয়ে তৈরি হয়েছে এইচপি প্যাভিলিয়ন এলাইট পিসি, এর মাধ্যমে পাওয়া যায় সত্যিকারের ওয়্যারলেস সুবিধা ও সত্যিকারের স্বাধীনতা৷ আরো রয়েছে ইনফ্রারেডসমৃদ্ধ চার্জের রিমোট কন্ট্রোল৷ ওয়াই-ফাইয়ের মাধ্যমে সংযোগ গড়ে তোলা যায় ইন্টারনেটে৷ এইচপি প্যাভিলিয়ন এলিট এম৯০০০ সিরিজের ডেস্কটপ পিসিতে রয়েছে ‘ণশণরর্হদধভথ ষদণরণ হমল ভণণঢ র্ধ’ ফিচার, যা েঅভিজাত কনজ্যুমারের জন্য পার্সোনাল স্টাইল ও চাহিদা মেটানো উদাহরণ সৃষ্টি করে৷ অভিজাত কনজ্যুমারের আস্থা ও সন্তুটি অর্জনের লক্ষ্যে ডিজাইন করা এইচপি প্যাভিলিয়ন এলিট এম৯০০০ সিরিজের ডেস্কটপ পিসি হাইগ্লস স্টাইলসমৃদ্ধ করা হয়েছে৷

অন্যদিকে এইচপি আইপ্যাক ৬১২ বিজনেস নেভিগেটরে রয়েছে স্মার্টটাচ নেভিগেশনাল হুইল এবং থ্রিওয়ে থাম্ব হুইল৷ তুমি যেখানে যাও না কেন তোমার ব্যবসা তোমাকে ফলো করবে- এই স্লোগানের আদলে তৈরি করা হয়েছে এইচপি আইপ্যাক ৬১২ বিজনেস নেভিগেটর৷ ফলে সহজেই ই-মেইল, মানচিত্রে জুম ইন/আউট এবং মিউজিক ও ভিডিও ফাইলে স্ক্রলিং করা যায়৷ নতুন এইচপি আইপ্যাক নির্মিত হচ্ছে সহজে ব্যবহারযোগ্য ফিচারসমৃদ্ধ করে৷ যেমন অলফানিউমারিক কীপেড, যা অধিকতর কার্যকর মাল্টিটাস্কিং সুবিধা দেয় এইচপি আইপ্যাক ৬১২ বিজনেস নেভিগেটরে৷ এতে আরো রয়েছে থ্রিজি মোবাইল ফোন, ৫-ইন-অন বিজনেস নেভিগেশন ডিভাইস, জিপিআরএস নেভিগেশন, থ্রি মেগা পিক্সেল ক্যামেরা৷
তোমার ব্যবসায়, তোমার বিশ্ব, তোমার আঙ্গুলে- এই স্লোগানের আদলে তৈরি করা হয়েছে এইচপি আইপ্যাক ৯১২ বিজনেস ম্যানেজার৷ শক্তিশালী ফিচার সম্বলিত এই হ্যান্ডহেল্ড ডিভাইস দিয়ে সঠিকভাবে এবং সহজে ব্যবসায় কন্ট্রোল করা যাবে৷ এতে রয়েছে থ্রিজি প্রযুক্তি, উইন্ডোজ মোবাইল ৬, ই-মেইল সুবিধা, জিপিএস নেভিগেশন, এইচএসডিপিএ ৭.২/৩.৬ এবং ইন্টিগ্রেটেড ওয়াই-ফাই নেটওয়ার্কিং৷ আরো রয়েছে সর্বাধুনিক অগ্রসর মানের কানেকটিভিটি টেকনোলজি, যাতে রয়েছে থ্রিজি এবং এইচএসডিপিএ প্রযুক্তি৷ এর পুরো কনজ্যুমার পোর্টফোলিওজুড়ে এইচপি সংযোজন করছে হিউম্যান ফিচার৷ যেমন টাচ ও ভয়েস, যাতে করে ইন্টারেকশন চলতে পারে নির্ঝামেলায় ও সহজতর উপায়ে৷

ভ্রমণপিপাসুদের জন্য এইচপি তৈরি করেছে ইনোভেটিভ ফিচারস্‌ সম্বলিত আকর্ষণীয় আইপ্যাক ৩১২৷ এতে রয়েছে হাই-ডেফিনেশন থ্রিডি নেভিগেশন সিস্টেম যা থেকে পাওয়া যাবে সচিত্র ছবি এবং চহিদামতো গন্তব্যস্থল৷ যার ফলে ভ্রমণকারীদের হারানো সম্ভাবনা থাকবে না৷ আরো রয়েছে এডভান্স জিপিএস নেভিগেশন, টেক্স-টু-স্প্রীচ ফাংশন, প্রি-লোডেড ডাটাবেজের বিভিন্ন ধরনের থ্রিডি ম্যাপ, যা ১০০০০ ফুট পর্যন্ত জুম করা যায়৷ ক্লান্তি দূর করার জন্য রয়েছে মিউজিক, ডিভিডিমানের ভিডিও এবং গেম খেলার সুবিধা৷ আরো রয়েছে ২ গিগাবাইট ফ্ল্যাশ ডাটা স্টোরেজসহ ইন্টিগ্রেটেড ব্লুটুথ৷
ব্যস্ততম জীবনকে অর্গানাইজ করতে এইচপি তৈরি করেছে আইপ্যাক ১১২ ক্লাসিক হ্যান্ডহেল্ড৷ এতে রয়েছে ব্যবহার উপযোগী দরকারী ফিচার৷ আউটলুকসহ উইন্ডোজ মোবাইল ৬ ও অফিস মোবাইল, ই িন্ট্রগ্রেটেড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ২.০ ইডিআর নেটওয়ার্কিং৷ যার বৃহত্ টাচ্‌ স্ক্রিন থেকে সব কাজ উপভোগ করা যায় সহজে৷
ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এইচপি আইপ্যাক ২১২ এন্টারপ্রাইজ হ্যান্ডহেল্ড৷ এতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে টাচ্‌ স্ক্রিন, ব্লুটুথ সম্বলিত এডভান্স ওয়াই-ফাই কানেকটিভিটি এবং শক্তিশালী ডাটা প্রসেসের সুবিধা৷ আলোচিত পণ্যগুলো ইতোমধ্যে আমেরিকা এবং ইউরোপের বাজারে ছাড়া হয়েছে৷ পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এসব পণ্য ও সেবা বাজারজাত করা হবে৷
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৭ - অক্টোবর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস