লেখক পরিচিতি
লেখকের নাম:
নির্মলচন্দ্র চৌধুরী।
মোট লেখা:৫
লেখা সম্পর্কিত
কমপিউটার ভাইরাস
কিছু প্রোগামার রয়েছেন যারা কমপিউটারের প্রায়োগিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে এমন সব প্রোগাম লিখেছেন, যা কমপিউটারকে প্রায়োগকালীন সময়ে অকেজো করে দেয় ডিস্কে রাখা তথ্যকে। এ প্রোগামকে বলা হয় কম্পিউটার ভাইরাস। এ সব ভাইরাসের পরিচিতি, প্রভাব ও প্রতিকার নিয়ে এ প্রবন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নির্মল চন্দ্র চৌধুরী।