শক্তি, সমষ্টি, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তির গতি প্রকৃতি তথা গতিধারা সম্পর্কে যে উপলব্ধি থাকা একান্ত দরকার, কমপিউটার জগৎ শুরু থেকে সে উপলব্ধিকে লালন করে আসছে । তারই ধারাবাহিকতায় এবার প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করেছেন গোলাপ মুনীর৷