• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ই-মেইল ইনবক্সকে স্প্যাম মুক্ত করা
লেখক পরিচিতি
লেখকের নাম: তাসনীম মাহ্‌মুদ
মোট লেখা:১২৭
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ই-মেইল
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ই-মেইল ইনবক্সকে স্প্যাম মুক্ত করা



বর্তমানে প্রতিদিন লাখ লাখ স্প্যাম মেসেজ নেটের মাধ্যমে বিভিন্ন মেইল অ্যাকাউন্টের ইনবক্সে জমা হয়। স্প্যাম ভাইরাসের মতো ধ্বংসাত্মক নয়। এটি সিস্টেমে বা ডাটার কোনো ক্ষতি করে না। তবে মূল্যবান ব্যান্ডউইডথ ও স্টোরেজ স্পেস নষ্ট করে ব্যবহারকারীর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, স্প্যাম অনেকক্ষেত্রেই প্রতারণামূলক এবং আপত্তিকর পণ্যের প্রচারমূলক।

হোম ইউজারদের জন্য স্প্যাম বিরক্তির কারণ ছাড়া তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য স্প্যাম বেশ ক্ষতিকর। সম্প্রতি সিকিউরিটি ফার্ম সোফোস ‘সিকিউরিটি থ্রেড পেপার ২০০৮’ শিরোনামে এক ডকুমেন্ট প্রকাশ করে। এতে উল্লিখিত হয় যে, যত ই-মেইল আসে তার ৯৫ শতাংশই হচ্ছে স্প্যাম (www.sophos.com/security/whitepapers/ sophos-security-report-2008)। মজার ব্যাপার হলো এই স্প্যাম রেসের তালিকায় শীর্ষস্থানটি আমেরিকার দখলে, আর ভারতের অবস্থান ১১। আমাদের অবস্থান এখনো তেমন প্রকট আকারে ধারণ না করলেও ক্রমেই তা বাড়ছে।

সাধারণ যে কমপিউটার স্প্যাম পাঠায় তাকে আমরা আপোসপ্রবণ কমপিউটার বা মেশিন হিসেবে অবহিত করে থাকি। স্প্যাম ই-মেইল সৃষ্টিকারী বা রচয়িতা ব্যক্তিরা ইন্টারনেট মাফিয়ার সদস্য হিসেবে বিবেচিত হওয়ায় তারা এখন ভয়ঙ্কর অপরাধী। যখন স্প্যাম গ্রহীতা মেসেজের লিঙ্কে ক্লিক করেন অথবা ডাউনলোড ও অ্যাটাচমেন্ট ওপেন করেন, তখনই আক্রান্ত হন।



মেইল অ্যাকাউন্টের সঞ্চিত স্প্যাম পরিষ্কার করা এবং পিসির নিরাপত্তা বিধানের বিভিন্ন উপায় রয়েছে। কোনো ডিভাইস যথাযথভাবে সেটআপ এবং স্প্যাম ফিল্টার বাস্তবায়িত করে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে স্প্যাম ব্লক করতে পারবেন কার্যকরভাবে।

নিচে স্প্যাম ব্লক করার জন্য কয়েকটি কার্যকর টুলের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হয়েছে।

স্প্যামিহিলেটর

স্প্যাম মেসেজের হেডারের দিকে নিবিড়ভাবে লক্ষ করুন, তাহলে বুঝতে পারবেন যে কখনই দুটি স্প্যাম মেসেজ প্রেরণকারীর ই-মেইল অ্যাড্রেস একই রকম হয় না। তার কারণ মেইল প্রোভাইডারের স্প্যাম ব্লকারকে প্রবঞ্চিত করার জন্য বা ধোঁকা দেয়ার স্প্যামাররা সবসময় তাদের অ্যাড্রেস বদল করে ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, abc@web.com অ্যাড্রেস থেকে একটি স্প্যাম মেসেজ মেইল প্রোভাইডার গ্রহণ করলে ইনবক্সে দ্বিতীয়বার এটি ব্লক হয়ে যাবে। সুতরাং পরবর্তী সময়ে স্প্যামার xyz@web.net অ্যাড্রেস ব্যবহার করে তাকে আরেকটি স্প্যাম মেসেজ পাঠাবে যাতে করে স্প্যাম ফিল্টারকে এড়িয়ে যেতে পারে। ফিল্টারকে এড়িয়ে যাবার জন্য স্প্যামাররা তাদের ই-মেইলে বিশেষ ক্যারেক্টার ঢুকিয়ে আরেকটি প্রক্রিয়া ব্যবহার করে অথবা অস্বাভাবিক মেইল ফরমেটে মেসেজ তৈরি করেন। ফলে প্রোভাইডারের ফিল্টার কীওয়ার্ডের জন্য মেসেজ চেক করে, তখন ফিল্টার বিভ্রান্ত হয়ে স্প্যাম মেসেজকে ছেড়ে দেয়।

স্প্যামিহিলেটর নামের টুল ব্যবহার করে ইউজাররা চমৎকারভাবে স্প্যাম ফিল্টার করতে পারেন। স্প্যাম মেসেজ শনাক্ত করার জন্য এতে রয়েছে কিছু সহজ নীতি এবং এর ফাংশনালিটি সম্প্রসারিত করা যায় প্লাগ-ইন-এর মাধ্যমে। তবে এই টুল শুধু মেইল ক্লায়েন্টের সাথে ব্যবহার করা যেতে পারে। যেমন- আউটলুক বা থান্ডারবার্ড। কারণ স্প্যামিহিলেটর অবস্থান করে প্রোভাইডারের ই-মেইল সার্ভার ও মেইল ক্লায়েন্টের মাঝে এবং প্রক্সি সার্ভারের মতো আচরণ করে। ব্যবহারকারী যখন তার প্রোভাইডারের মেইল সার্ভার হতে ই-মেইল মেসেজ ডাউনলোড করার জন্য Send/Receive বাটনে প্রেস করেন, তখন সেগুলো স্প্যামিহিলেটের মাধ্যমে চেক হয় সন্দেহজনক কনটেন্ট শনাক্ত করার জন্য। যদি কোনো সন্দেহজনক কনটেন্ট অর্থাৎ স্প্যাম পায়, তাহলে তা তাৎক্ষণিকভাবে ডিলিট করবে এবং অবশিষ্ট ই-মেইলগুলো ইনবক্সে প্রেরণ করবে। এভাবে স্প্যামিহিলেটর টুল ব্যবহার করে ব্যবহারকারী সফলতার সাথে অনাকাঙ্ক্ষিত ই-মেইলকে ব্লক করতে পারবেন যেগুলো প্রোভাইডারের ফিল্টার ব্লক করতে ব্যর্থ হয়েছে। ওয়েবসাইট : www.spamihilator.com

স্প্যাম পরিষ্কার করা

আউটলুক : সিরিলিক ক্যারেক্টার, পিডিএফ এটাচমেন্ট অথবা অস্বাভাবিক ফরমেট ইত্যাদি ই-সম্বলিত ই-মেইল ব্লক করার জন্য দরকার বাড়তি কিছু পন্থা অবলম্বন করা, যা তাৎক্ষণিকভাবে স্প্যাম মেসেজ ডিলিট করতে পারে। অন্যথায় ব্যবহারকারীর জাঙ্ক ই-মেইল ফোল্ডার যেকোনো মুহূর্তে পরিপূর্ণ হয়ে যেতে পারে। আউটলুক ব্যবহারকারীরা প্রোগ্রামের Junk E-Mail অপশন থেকে বাড়তি সুবিধা পেতে পারেন। এজন্য ব্যবহারকারীকে ActionJunk E-MailJunk E-Mail Option-এ গিয়ে হোয়াইট লিস্ট নির্দিষ্ট করতে হবে, যা ধারণ করে আপনার আউটলুক অ্যাড্রেস বুকের সব কনট্যাক্ট লিস্ট। এই অপশনটি রয়েছে Safe Senders ট্যাবে।

থান্ডারবার্ড : মজিলার এই মেইল ক্লায়েন্ট একটি লিস্ট ধারণ করে, যা ব্যবহারকারীর দৃষ্টিতে স্প্যাম হিসেবে বিবেচিত। প্রাপ্ত জাঙ্ক ই-মেইল নিয়ে কিভাবে কাজ করতে হবে তা জানার জন্য ব্যবহারকারীকে মেইল ক্লায়েন্টকে অবহিত করতে হবে। এজন্য ব্যবহারকারীকে ToolsOptionsPrivacyJunk অপশন সিলেক্ট করে ‘When I mark Messages as Junk Delete them’ অপশনকে চেক করতে হবে। এবার পরিবর্তসমূহ সেভ করে উইন্ডো বন্ধ করতে হবে। এর ফলে কোনো জাঙ্ক ই-মেইল আসলে সেই মেসেজকে সিলেক্ট করে টুলবারের ‘Junk’ আইকন সিলেক্ট করলেই হবে। এভাবে আপনি থান্ডারবার্ডের মাধ্যমে স্প্যাম উপড়ে ফেলতে পারবেন।

নিরাপত্তা বেষ্টনী : উপরে উল্লিখিত সব পদ্ধতি বাস্তবায়ন করতে পারলে বলা যেতে পারে আপনার সিস্টেম সব ধরনের হুমকি থেকে নিরাপদ, তবে আপনি ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না স্প্যামাররা নতুন কোনো স্প্যাম মেসেজ ডেলিভার করছে। আপনার মেইল বক্স সবসময়ের জন্য স্প্যাম ফ্রি রাখতে চাইলে, মেইল অ্যাড্রেসকে এমনভাবে সংরক্ষণ করুন যাতে করে সুনিশ্চিত ব্যক্তি ছাড়া অন্য কারো জানা না থাকে।

হস্তান্তরযোগ্য অ্যাড্রেস : যদি কোনো কিছু ওয়েব ফোরামে পোস্ট করতে চান, তাহলে আপনাকে সম্ভবত রেজিস্ট্রি করতে হবে এবং ই-মেইল অ্যাড্রেস দিতে হবে। এর ফলে স্প্যামারের কাছে সব ই-মেইল অ্যাড্রেস উন্মোচিত হবে এবং স্প্যামাররা খুব সহজেই তা কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারবে। তাই সব বিষয়ে নিশ্চিত হয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বিশেষ করে ব্লগ হ্যান্ডেলিং ও ওয়েব ফোরামের জন্য। তবে এক্ষেত্রে মাল্টিপল ই-মেইল অ্যাকাউন্টকে ট্র্যাক করা বেশ ঝামেলাদায়ক হয়। এজন্য ব্যবহারকারীর উচিত হবে ফ্রি সার্ভিস যেমন Spamgourmet। ওয়েবসাইট : www.spamgourmet.com অথবা ১০ মিনিট মেইল http:1/10 minutemail.com ব্যবহার করা।

স্প্যামগ্রুমেটে আপনাকে প্রকৃত ই-মেইল অ্যাড্রেস দিতে হবে এবং সার্ভিস প্রোভাইডার আপনার জন্য তৈরি করবে একটি মেকি অ্যাকাউন্ট (ই-মেইল আইডি), যেখান থেকে আপনি আপনার প্রকৃত ইনবক্সে ২০টি ই-মেইল ফরওয়ার্ড করতে পারবেন। নিশ্চিতকরণ বার্তা এবং ওয়েব ফোরাম মাস্টারের কাছ থেকে অ্যাক্টিভিশন ই-মেইল পাবার পর সেগুলো ফরওয়ার্ড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া।

ই-মেইল ইনবক্সকে স্প্যামমুক্ত রাখার অনেক টুল রয়েছে। সব টুল দিয়ে যে স্প্যাম শতভাগ দূর করা যায়, তা সবসময় হয়তো সত্য নাও হতে পারে। কেননা স্প্যামাররা সবসময় নতুন নতুন স্প্যাম তৈরি করছে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। সুতরাং কার্যকরভাবে স্প্যাম প্রতিরোধ করতে চাইলে সংশ্লিষ্ট সফটওয়্যারকে নিয়মিতভাবে আপডেট রাখতে হবে।

কজ ওয়েব

ফিডব্যাক : swapan52002@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৯ - মে সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস