বাংলাদেশে এই প্রথমবারের মতো মোবাইল ফোনের মাধ্যমে বিশববিদ্যালয়ে অনার্স ক্লাসে ভর্তির আবেদন করা যাচ্ছে। এই পদ্ধতিটি নতুন হওয়ায় বিশববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীদের সার্বক্ষণিক সাহায্যের জন্য ই-মেইল ও ওয়েবসাইটের পাশাপাশি পাঁচটি হটলাইনের ব্যবস্থা রেখেছে। আবেদন সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে যেকোনো সময় এসব হটলাইনে সরাসরি আলাপ করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার এ পদ্ধতির উদ্বোধন করেন। এ পদ্ধতিতে আগামী ২০ অক্টোবর ২০০৯ তারিখ পর্যন্ত ২০০৯-১০ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তির আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। তবে ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য যেকোনো মোবাইল ফোনের মাধ্যমে ২৭৭৭ নম্বরে এসএমএস করেও জানা যাবে।
ভর্তির আবেদন প্রক্রিয়া
০১.
একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এইচএসসি পাসের সাল, স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের কীওয়ার্ডটি লিখে ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ SYL123456 2009A? উদাহরণটি সিলেট বোর্ডের। এখানে 123456-এর জায়গায় আবেদনকারীর নিজের এইচএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ ২০০৮ সালে এইচএসসি পাস করে থাকলে 2009-এর জায়গায় 2008 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A-এর জায়গায় B লিখতে হবে। অন্যান্য বোর্ডের জন্য সিলেট (SYL) এর জায়গায় যথাক্রমে বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদ্রাসা (MAD), রাজশাহী (RAJ) লিখতে হবে।
০২.
উপরে উল্লিখিত এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, কাঙ্ক্ষিত ইউনিট, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ৭৮৭ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে YES, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য যেকোনো একটি মোবাইল নম্বর লিখে ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : YES65432101XXXXXXXXX। এখানে 654321-এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ PIN বসাতে হবে। উল্লেখ্য, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই শুধু আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেয়া হবে, অন্যথায় কোনো ফি কাটা হবে না।
০৩.
আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএসের মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। ভর্তি পরীক্ষার সময় দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবির পেছনে ওই রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে।
০৪.
কারিগরি বোর্ডের ক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় ডিপ্লোমা-ইন-কমার্সের জন্য DIC, বিজনেস ম্যানেজমেন্টের জন্য HBM এবং অন্যদের জন্য VOC লিখে উপরের নিয়ম অনুযায়ী ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : HBM123456 2009A। উদাহরণটি বিজনেস ম্যানেজমেন্টের জন্য। কেউ ২০০৮ সালে এইচএসসি পাস করে থাকলে 2009-এর জায়গায় 2008 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A-এর জায়গায় B লিখতে হবে।
০৫.
ও/এ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে বিশববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.sust.edu/admission) রেজিস্ট্রেশন করে একটি কোড নম্বর নিতে হবে। তারপর উপরের নিয়ম অনুযায়ী ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে। উদাহরণ : GCE1234562009A। এখানে 123456-এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ কোড নম্বরটি বসাতে হবে এবং কেউ ২০০৮ সালে এ-লেভেল পাস করে থাকলে 2009-এর জায়গায় 2008 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A-এর জায়গায় B লিখতে হবে।
বিভিন্ন তথ্যের জন্য যেকোনো মোবাইল ফোন থেকে SUST-এর পর একটি স্পেস দিয়ে যেকোনো একটি কীওয়ার্ড (Info, Date, Reqd GPA, Dept Unit A, Dept Unit B, Fees, Apply Unit A, Apply Unit B, Exam Subj A, Exam Subj B, Seat, Forgot Roll, Result, Help) লিখে ২৭৭৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ: SUSTHelp?
লক্ষণীয় বিষয়
০১.
একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে। ০২. দিনের বা রাতের যেকোনো সময় আবেদন করা যাবে। ০৩. উভয় ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে এসএমএস করে আবেদন করতে হবে। ০৪. ভুলবশত কোনো ইউনিটে এসএমএস করে রেজিস্ট্রেশন করে ফেললে তা প্রত্যাহার করা যাবে না। ০৫. B ইউনিটের যেকোনো একটি কীওয়ার্ড (B/B1/B2/B3/B4) ব্যবহার করে একবার রেজিস্ট্রেশন করার পর ওই ইউনিটে অন্য কীওয়ার্ড দিয়ে আর রেজিস্ট্রেশন করা যাবে না। ০৬. বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দুই ইউনিটেই (A এবং B) আবেদন করতে পারবে। অন্যরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে। ০৭. A এবং B ইউনিটের জন্য ভিন্ন ভিন্ন মেধাতালিকা তৈরি করা হবে। B ইউনিটের সায়েন্স-এপ্লায়েড সায়েন্স, লাইফ সায়েন্স এবং আর্কিটেকচারের জন্য ৩টি পৃথক মেধা তালিকা তৈরি করা হবে। ০৮. ভর্তি পরীক্ষার দিন দুই কপি সত্যায়িত ছবি ছাড়া কাউকে ভর্তি পরীক্ষা দিতে দেয়া হবে না। ০৯. ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে www.sust.edu/admission ওয়েবসাইটে, 01555555001-5 হটলাইনে কিংবা admission@sust.edu ই-মেইলে যোগাযোগ করা যাবে।
প্রধানমন্ত্রীর কার্যলয়ের ‘একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম’-এর প্রকল্প বাস্তবায়ন বিশেষজ্ঞ মুনির হাসান নতুন এ ভর্তি পদ্ধতি প্রসঙ্গে বলেন, ‘চার বছর ধরে আমরা ক্লান্তিহীন পরিশ্রম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের বোঝানের চেষ্টা করেছি যে অনলাইলনের মাধ্যমে কিভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করা যায়। চার বছর পর একমাত্র শাহ্জালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো সম্মত হয়েছে এ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করার জন্য। এর জন্য এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক মুহাম্মদ জাফর ইকবালের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর সহযোগিতা এবং আমাদের প্রচেষ্টার যৌথ ফলাফল ২০০৯-১০ সালে মোবাইলের মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। এবার আমরা বিষয়টিকে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে করার ব্যবস্থা করেছি, কারণ সময়ের স্বল্পতার কারণে অন্যান্য মোবাইল অপারেটদের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আগামীতে আমরা প্রতিটি মোবাইল অপারেটরকে অন্তর্ভূক্ত করব। আশা করি, আগামী বছরের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও এ পদ্ধতির অধীনে আসবে। আমরা গত ১০ সেপ্টেম্বর পত্র-পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছিলাম যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও এ বিষয়টার দিকে নজর দেয়। কিন্তু সময়েরে স্বল্পতা ও পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলোর কারণে তা সম্ভব হয়নি। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ভর্তি ফরম অনলাইনের দিতে পেরেছি। সবচেয়ে বড় কথা আমাদের মানসিকতার পরিবর্তন হলো, এই বিষয়গুলোর প্রয়োগ খুবই সহজ হবে।’