পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট (পিসিআই) স্লট হচ্ছে কমপিউটার আর্কিটেকচারের একটি সমন্বিত অংশ, যা বেশিরভাগ কমপিউটার ব্যবহারকারীই ব্যবহার করে থাকেন৷ অনেক বছর ধরে মাদারবোর্ডের সাথে সাউন্ড কার্ড, ভিডিও কার্ড এবং নেটওয়ার্ক কার্ডের সংযোগ স্থাপনের কাজে পিসিআই ব্যবহার হয়ে আসছে৷ কিন্তু পিসিআই’র কিছু সীমাবদ্ধতা রছে৷ প্রসেসর, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড এবং নেটওয়ার্ক কার্ড ক্রমশ দ্রুততর ও আরো শক্তিশালী হচ্ছে৷ কিন্তু পিসিআই সেই একই অবস্থায় রয়েছে৷ এর ৩২ বিটের একটি নির্ধারিত প্রস্থ রয়েছে এবং এটি একই সময়ে সর্বোচ্চ ৫টি ডিভাইস ধারণ করতে পারে৷ পিসিআই এক্সপ্রেস নামের একটি নতুন প্রটোকল এসব সীমাবদ্ধতার অনেক কিছুই দূর করছে৷ অধিকতর ব্যান্ডউইডথ সরবরাহের মাধ্যমে সে এই কাজগুলো করছে৷ পিসিআই এক্সপ্রেস বর্তমানে প্রচলিত অপারেটিং সিস্টেমগুলোর সাথে সঙ্গতিপূর্ণ৷ এ লেখায় আলোচনা করা হয়েছে কী কী বিষয় পিসিআই এক্সপ্রেসকে পিসিআই থেকে আলাদা করেছে৷ এ লেখায় আমরা আরো দেখব যে, কিভাবে পিসিআই এক্সপ্রেস কমপিউটারকে আরো দ্রুতগতিসম্পন্ন করে তোলে, গ্রাফিক্স পারফরমেন্স যোগ করে এবং এজিপি স্লট প্রতিস্থাপন করে৷
উচ্চগতির সিরিয়াল সংযোগ :
কমপিউটিংয়ের প্রাথমিক যুগে সিরিয়াল সংযোগের মাধ্যমে প্রচুর পরিমাণ ডাটা স্থানান্তর করা হতো৷ কমপিউটার ডাটাগুলো প্যাকেট আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করত৷ সিরিয়াল সংযোগ বেশ দৃঢ়, কিন্তু খুব ধীরগতিসম্পন্ন৷ তাই উত্পাদনকারীরা একই সাথে অনেক ডাটা স্থানান্তরের জন্য প্যারালাল সংযোগ ব্যবহার শুরু করে৷ কিন্তু প্যারালাল সংযোগের গতি উচ্চ থেকে উচ্চতর হওয়ায় বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়৷ যেমন-তারগুলো বিদ্যুৎ চুম্বকীয়ভাবে একটি আরেকটির সাথে মিশে যায়৷ আর তাই এখন আবার উচ্চমানসম্পন্ন সিরিয়াল সংযোগের ব্যবহার হচ্ছে৷ হার্ডওয়্যারের উন্নতি এবং ডাটা প্যাকেটের লেবেলিং ও অ্যাসেম্বলিংয়ের উন্নততর পদ্ধতির কারণে এখন বেশ দ্রুতগতির সিরিয়াল সংযোগ পাওয়া যাচ্ছে৷ যেমন-ইউএসবি ২.০ এবং ফায়ারওয়্যার৷
পিসিআই এক্সপ্রেস হলো একটি সিরিয়াল সংযোগ, যা অনেকটা নেটওয়ার্কের মতো কাজ করে৷ কিন্তু বাসের মতো নয়৷ একটি বাসের পরিবর্তে (যাবিভিন্ন উত্স থেকে প্রাপ্ত ডাটা হ্যান্ডেল করে) পিসিআই এক্সপ্রেস স্যুইচ ব্যবহার করে, যা কয়েকটি পয়েন্ট টু পয়েন্ট সিরিয়াল সংযোগ নিয়ন্ত্রণ করে৷ স্যুইচ থেকে বের হয়ে আসা এই সংযোগগুলো যেসব ডিভাইসে ডাটা যাওয়া দরকার সেসব ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়৷ প্রতিটি ডিভাইসেরই নিজস্ব উচ্চগতিসম্পন্ন সংযোগ রয়েছে৷ তাই বাসের মতো এই ডিভাইসগুলোর ব্যান্ডউইডথ শেয়ার করতে হয় না৷
পিসিআই এক্সপ্রেস লেন :
যখন কমপিউটার চালু হয়, তখন পিসিআই এক্সপ্রেস শনাক্ত করে যে কোন ডিভাইসটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়েছে৷ এটি পরে ডিভাইসগুলোর মধ্যকার লিঙ্কগুলো শনাক্ত করে৷ ডিভাইস ও সংযোগসমূহের শনাক্তকরণের এই প্রক্রিয়ার জন্য পিসিআই যে প্রটোকল ব্যবহার করে, পিসিআই এক্সপ্রেসও এই কাজের জন্য ঠিক একই প্রটোকল ব্যবহার করে৷ কাজেই পিসিআই এক্সপ্রেসের জন্য সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের কোনো পরিবর্তনের দরকার হয় না৷
পিসিআই এক্সপ্রেসের প্রতিটি লেন দুই জোড়া তার ধারণ করে একই ডাটা পাঠানোর জন্য ও ডাটা নেয়ার জন্য৷ লেনগুলোর মধ্যে ১ বিট/সাইকেল গতিতে ডাটাগুলো চলাচল করে৷ একটি x১ সংযোগের (সবচেয়েছোটপিসিআই এক্সপ্রেস সংযোগ) একটি লেন আছে, যা চারটি তার দিয়ে তৈরি৷ এটি প্রতিটি দিকে (direction) ১ বিট/সাইকেল হারে ডাটা বহন করে৷ একটি x২ লিঙ্ক আটটি তার ধারণ করে এবং একই সাথে দুই বিট ডাটা বহন করে৷ একটি x৪ লিঙ্ক একই সাথে চার বিট ডাটা বহন করে৷ পিসিআই এক্সপ্রেসের অন্য সংযোগগুলো হলো x১২, x১৬ এবং x৩২৷
ডেস্কটপ ও ল্যাপটপ কমপিউটারের জন্য পিসিআই এক্সপ্রেস সচরাচর পাওয়া যায়৷ এর ব্যবহারে মাদারবোর্ড তৈরিতে কম খরচ লাগে, কারণ এতে কিছু পিন রয়েছে যা পিসিআই সংযোগে থাকে৷ অনেক ডিভাইস যেমন-ইথারনেট কার্ড, ইউএসবি ২ এবং ভিডিও কার্ড ইত্যাদি সাপোর্ট করার ক্ষমতা এর রয়েছে৷
পিসিআই এক্সপ্রেস সংযোগের গতি : ৩২ বিট পিসিআই বাসের সর্বোচ্চ ৩৩ মেগাহার্টজ গতি থাকে, যা বাসের মধ্য দিয়ে গতি সেকেন্ডে সর্বোচ্চ ১৩৩ মেগাবাইট ডাটার চলাচল অনুমোদন করে৷ ৬৪ বিট পিসিআই X বাসের প্রস্থ পিসিআইর বাসের প্রস্থের দ্বিগুণ৷ বিভিন্ন ধরনের পিসিআই X প্রতি সেকেন্ড ৫১২ মেগাবাইট থেকে শুরু করে ১ গিগাবাইট পর্যন্ত বিভিন্ন গতির ডাটার চলাচল অনুমোদন করে৷ কিন্তু একটি ক্ষুদ্র পিসিআই এক্সপ্রেসে প্রতি সেকেন্ডে ২০০ মেগাবাইট ডাটা চলাচল করতে পারে৷
পিসিআই এক্সপ্রেস এবং অগ্রগামী গ্রাফিক্স :
পিসিআই এক্সপ্রেস এজিপি সংযোগের প্রয়োজনীয়তা দূর করতে পারে৷ বর্তমানে প্রচলিত একটি ৪x এজিপি সংযোগের তুলনায় একটি x১৬ পিসিআই এক্সপ্রেস স্লট আরো অধিক ডাটা সামলাতে পারে৷ এছাড়াও একটি x১৬ পিসিআই এক্সপ্রেস স্লট ভিডিও কার্ডে ৭৫ ওয়াট পাওয়ার সরবরাহ করতে পারে, যেখানে একটি ৪x এজিপি সংযোগ পারে ২৫ ওয়াট কিংবা ৪২ ওয়াট৷
দুটি x১৬ পিসিআই এক্সপ্রেস সংযোগের একটি মাদারবোর্ড একই সময়ে দুটি গ্রাফিক্স অ্যাডাপ্টার সাপোর্ট করতে পারে৷ অনেক উত্পাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে স্কেল্যাবল লিঙ্ক ইন্টারফেস (এলএলআই), ক্রসফায়ার, ভিডিও অ্যারে ইত্যাদি সুবিধা দেয়ার জন্য নিজ নিজ পণ্য তৈরি করছে যা পিসিআই এক্সপ্রেসের সঙ্গে সঙ্গতিপূর্ণ৷
ফিডব্যাক : rabbi 1982@yahoo.com