বেশ কয়েক সংখ্যায় কমপিউটার জগৎ-এর সিকিউরিটি বিভাগে বিভিন্ন ধরনের সিকিউরিটি টুল ও অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ওপর অনেক আলোচনা করা হয়েছে। অনেক ব্যবহারকারী অনুরোধ করেছেন শীর্ষ সারির অ্যান্টিভাইরাসসহ নতুন নতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ও সিকিউরিটি টুল সম্পর্কে যেনো আলোচনা করা হয়। বর্তমান বিশ্বে কমপিউটার ও সব ধরনের প্রয়োজনীয় ফাইল ফোল্ডারকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন কোম্পানি উঠেপড়ে লেগেছে। এর প্রভাব দেখা যাচ্ছে ইন্টারনেট ও কমপিউটার বাজারে। বাজারে গিয়ে কোনো অ্যান্টিভাইরাস আছে কি না জানতে চাইলে বিক্রেতা আপনার সামনে অনেক ধরনের অ্যান্টিভাইরাসের সিডি/ডিভিডি এগিয়ে দেবে। কোন অ্যান্টিভাইরাস রেখে কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন এই নিয়ে অনেকেই চিন্তিত। ইন্টারনেটে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা সিকিউরিটি টুল দিয়ে সার্চ দিলে পরিচিত ও অপরিচিত অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা সিকিউরিটি টুলের লিঙ্ক দেখতে পাবেন। এখানেও চিন্তা করতে হবে কোন অ্যান্টিভাইরাস আপনার কমপিউটারের জন্য ভালো হবে। খোঁজ নিলে দেখা যায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ও ইন্টারনেট সিকিউরিটি টুল প্রচুর থাকলেও এর মধ্যে কিছু সিকিউরিটি টুল ও অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের মনে দাগও কাটতে পেরেছে। এবারের সংখ্যায় এমনই এক নতুন সিকিউরিটি টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে।
নতুন এই সিকিউরিটি টুলের নাম হচ্ছে ওয়েবরুট (Webroot), যার কাজই হচ্ছে ইন্টারনেটকে সিকিউরিটি দেয়া। বিশাল ইন্টারনেট বিশ্বকে সিকিউরিটি দেয়া এক কঠিন কাজ হলেও আসলে তা নয়। এখানে আপনার কমপিউটারকে ইন্টারনেটের ক্ষতিকর ভাইরাস, স্পাইওয়্যার, ওয়ার্মের হাত থেকে সুরক্ষা দেবে।
বর্তমানে অনেক ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করে থাকেন এবং অনেক ব্যবহারকারীকে প্রতিনিয়ত ইন্টারনেটের সাথে যুক্ত থেকে কাজ করতে হয়। ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কাজ করার ক্ষেত্রে আপনার কমপিউটারের জন্য ক্ষতির কারণ হতে পারে। এর জন্য প্রয়োজন ভালো কোনো সিকিউরিটি টুল বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা ও নিয়মিত তা অনলাইন থেকে আপডেট করা।
ওয়েবরুট ইন্টারনেট সিকিউরিটি টুল প্রস্তুতকারকের ভাষ্যমতে, কমপিউটারকে বিভিন্ন ধরনের হুমকি ও বিপজ্জনক আক্রমণ থেকে ওয়েবরুট ইন্টারনেট সিকিউরিটি টুল আপনাকে রক্ষা করবে। এখানে লক্ষ করুন, ম্যালিসিয়াস সফটওয়্যারের হাত থেকে কমপিউটারকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। আবার অন্যদিকে নেটওয়ার্কভিত্তিক আক্রমণের হাত থেকে রক্ষা ও মনিটরিং করার জন্য ফায়ারওয়াল ব্যবহার করা হয়ে থাকে। এই দুটি সুবিধা পাওয়ার জন্য আলাদা দুটি টুলের প্রয়োজন নেই, তবে ওয়েবরুট ইন্টারনেট সিকিউরিটি টুলের সাথে এই দুটি টুলসহ অ্যান্টিফিসিং প্রোটেকশন ও জাঙ্ক ই-মেইল ফিল্টারের সুবিধাও পাবেন।
ওয়েবরুটের প্রধান ফিচারগুলো
ওয়েবরুট ইন্টারনেট সিকিউরিটি টুলের প্রধান ফিচারগুলো নিচে দেয়া হলো :
০১.
সম্পূর্ণ থ্রেট প্রটেকশন সুবিধা দেয়ার সাথে সাথে অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্পাইওয়্যার, ফায়ারওয়্যার সিকিউরিটিও এর সাথে যুক্ত থাকবে।
০২.
ফাইল, ছবি ব্যাকআপ করার জন্য অনলাইন স্টোরেজ হিসেবে ১০ গিগাবাইট স্পেস পাবেন। এসব ফাইল যেকোনো স্থান থেকে ডাউনলোড ও অনলাইন স্টোরেজে আপলোড করে রাখতে পারবেন।
০৩.
কমপিউটারের পারফরমেন্স বাড়ানোর জন্য রয়েছে সিস্টেম ক্লিনআপ অপশন।
০৪.
আপনার কমপিউটার ও আইডেন্টিকে সুরক্ষা করবে।
সিস্টেম রিকোয়্যারমেন্ট :
অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি, ভিস্তা, উইন্ডোজ ৭-এ এই টুল ব্যবহার করা যাবে। ৩০০ মেগাবাইট হার্ড ডিস্কের খালি জায়গা প্রয়োজন এবং ফায়ারফক্স ৩.০ বা এর বেশি ও ইন্টারনেট এক্সপ্লেvরার ৬.০ বা এর বেশি ভার্সনের ব্রাউজার প্রয়োজন হবে।
সফটওয়্যার ডাউনলোড ও সাইজ :
ওয়েবরুট টুলটি ডাউনলোড করার জন্য ভিজিট করুন http://www.webroot.co.uk সাইটে। সাইজের দিক থেকে ওয়েবরুট টুলের সাইজ মাত্র ৫.৬ মেগাবাইট যা ইন্টারনেট থেকে খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
ইনস্টলেশন ও ব্যবহার :
ওয়েবরুট ইন্টারনেট সিকিউরিটি টুল ইনস্টলেশন পদ্ধতি খুবই সহজ। ইন্টারনেট থেকে ট্রায়াল ভার্সন কমপিউটারে ডাউনলোড করে ইনস্টল করার জন্য ডবল ক্লিক করে কয়েক মিনিটের মধ্যে টুলটি কমপিউটারে ইনস্টল করে নিতে পারবেন। ওয়েবরুট টুল ইনস্টল করার ক্ষেত্রে বৈধ কোনো ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে টুলটির ইনস্টলেশন সম্পন্ন করতে হবে। ইনস্টল হবার পর এর সাহায্যে কমপিউটারের ডাটা অনলাইনে ব্যাকআপ রাখতে পারবেন এবং ইন্টারনেটের পাসওয়ার্ড প্রোটেক্টেড ও পাসওয়ার্ডকে ম্যানেজ করতে পারবেন। টুলটি ওপেন করার জন্য ডেস্কটপের সিস্টেম ট্রে থেকে ওয়েবরুট ইন্টারনেট সিকিউরিটি টুলের ওপর ডবল ক্লিক করে টুলটি ওপেন করুন। এবার এক এক করে My Account, Manage My Account, Create Account-এর অংশগুলোতে ক্লিক করে এর ফাংশনগুলো দেখে নিন।
আপনি যদি ওয়েবরুটে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়ে থাকেন, তাহলে অনলাইন স্টোরেজ হিসেবে আপনি ১০ গিগাবাইটের মতো স্পেস পাবেন এবং সাথে দ্রুত ব্যাকআপ করার অপশনও পাবেন। ফাইল ব্যাকআপ ও শেয়ারিংয়ের জন্য আপনাকে Sync & Sharing অপশনটি ব্যবহার করতে হবে। ফাইল ব্যাকআপ রাখার সুবিধা হচ্ছে আপনার জরুরি কোনো ফাইল ভাইরাস আক্রান্ত হলে অনলাইন স্টোরেজ থেকে ডাউনলোড করে সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন ব্যাকআপ কপি দিয়ে।
ওয়েবরুট টুলের সব প্রোগ্রামের আইকনগুলোর ফাংশন আপনি দেখতে পারবেন, যেমন : PC Security, Sync and Sharing, System Cleaner and Identity Protection। এই সব প্রোগ্রামের কোনোটিতে যদি সমস্যা না থাকে, তাহলে এটিতে সবুজ টিক চিহ্ন দেয়া থাকবে। ফলে আপনি কালার দেখেই বুঝে নিতে পারবেন কোন কোন অংশে সমস্যা আছে বা সমস্যা নেই।
ওয়েবরুট ইন্টারনেট সিকিউরিটি টুল হিসেবে নামকরণ করা হলেও এর মধ্যে উপরের সব ফিচার বিদ্যমান। ওয়েবরুট টুল সম্পর্কে জানতে উপরে দেয়া সাইটে ভিজিট করুন অথবা নিচের সাইটগুলোতে ভিজিট করুন : http://rony-blog.co.nr, http://www.serversolution4u.com
কজ ওয়েব
ফিডব্যাক : rony446@yahoo.com