• ভাষা:
  • English
  • বাংলা
হোম > গেম চিটকোড
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
গেম চিটকোড
সুপার স্ট্রিট ফাইটার ৪ আর্কেড এডিশন চিটকোড

গেমে চিটকোড ব্যবহার করার অপশন এখনো বের হয়নি। তবে গেমে লুকায়িত ৪টি বস আনলক করা যায় খেলার সময় কিছু শর্ত মেনে মেনে চললে। যেকোনো প্লেয়ারকে নিয়ে খেললে শেষ বস হিসেবে আসবে সেথ। কিন্তু নিচের নিয়ম অনুযায়ী খেলতে পারলে সাথে যোগ হবে আরো কয়েকটি বস। এগুলো হচ্ছে- আকুমা, ইভিল রিয়ু, গোওকেন ও ওনি। প্রথমে আকুমাকে আনলক করার জন্য কোনো রাউন্ডে হারা যাবে না এবং একটি পারফেক্ট ভিক্টরি (নিজের হেলথ মিটারের একবিন্দু হেলথ না খুইয়ে) পেতে হবে। তাহলেই সেথের পরে আকুমার সাথে লড়াই করতে পারবেন। একইভাবে কোনো রাউন্ড না হেরে, একটি পারফেক্ট ভিক্টরি পাওয়ার পর সেথকে সুপার বা আল্ট্রা কম্বো দিয়ে মারতে পারলে আকুমার পরে ইভিল রিয়ুর মোকাবেলা করতে পারবেন। গোওকেনকে থার্ড লাস্ট বস হিসেবে পেতে আগের কাজগুলোর পাশাপাশি ১০টি ফার্স্ট অ্যাটাক (রাউন্ডের শুরুতেই প্রতিপক্ষকে প্রথমে আঘাত করা) ও ৫টি সুপার বা আল্ট্রা কম্বো ব্যবহার করে রাউন্ড ক্লিয়ার করতে হবে। গোওকেনকে বস হিসেবে পাওয়ার জন্য যা করতে হবে তা করে সেথকে সুপার বা আল্ট্রা কম্বো দিয়ে মারতে পারলে চতুর্থ বস হিসেবে ওনিকে পাওয়া যাবে। কাজগুলো করা কিছুটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তাই চেষ্টা করতে থাকুন, নিজের দক্ষতা যাচাই করে ডেকে নিন নতুন লাস্ট বস।

টু ওয়ার্ল্ডস ২ চিটকোড

গেমটিতে চিটকোড প্রয়োগ করার জন্য গেম মেনুর মধ্যে একটি অপশন রয়েছে। সেখানে গিয়ে কিছু কোড প্রয়োগ করলে কিছু বাড়তি অস্ত্র পাওয়া যাবে। এগুলোকে চিটকোড না বলে বোনাস কোড বলাটাই বেশি যুক্তিযুক্ত। কোডগুলোর প্রথমে বোনাস উইপনসের নাম লেখা হলো। তারপর কোড দেয়া হলো-

Anathros sword: 6770-8976-1634-9490
Axe: 1775-3623-3298-1928
Dragon scale armor: 4149-3083-9823-6545
Elexorien two-handed sword: 3542-3274-8350-6064
Hammer: 6231-1890-4345-5988
Labyrinth map: 1797-3432-7753-9254
Lucienda sword: 9122-5287-3591-0927 or 6624-0989-0879-6383
Scroll bonus map: 6972-5760-7685-8477
Two-handed hammer: 3654-0091-3399-0994

ডেড রাইজিং ২ চিটকোড

জম্বি মারা নিয়ে হরর গেমের অভাব নেই। তবে ডেড রাইজিং গেমটি বেশ ভালোই নাম কামাতে পেরেছে। গেমের মূল আকর্ষণ হচ্ছে জম্বি মারার জন্য ব্যবহার হওয়া হরেক রকমের অস্ত্র। কয়েকটি আইটেম মিলিয়ে বানানো যায় নতুন আরো ভয়ানক অস্ত্র। এখানে কিছু কম্বো আইটেমের নাম উল্লেখ করা হলো, যাতে খুব সহজেই নতুন নতুন অস্ত্র বানিয়ে তা প্রয়োগ করতে পারেন।

Claws=Boxing Gloves + Bowie Knife
Improvised Explosive Device=Box of Nails + Gas Can
Drill Bucket=Bucket + Drill
Molotov=Newspaper + Booze
Electric Rake=Car Battery + Rake
Gem Blower=Gems + Leaf Blower
Defiler=Axe + Sledgehammer
Air Horn=Traffic Cone + Aerosol Spray
Hail Mary=Football + Grenade
Snowball Cannon=Extinguisher + Super Soaker
Tenderizers=Box of Nails + MMA Gloves
Fountain Lizard=Lizard Head Mask + Pipe
Dynameat=Human Hand + TNT
Fire Spitter=Tiki Torch + Light Machine Gun
Freedom Bear=Giant Teddy Bear + Light Machine Gun
Flamethrower=Gas Can + Super Soaker
Rocket Launcher=Pipe + Fireworks
Exsanguinator=Vacuum Cleaner + Saw Blade
Blambow=Bow And Arrows + TNT
Beer Hat=Bottle of Beer + Hard Hat
Heliblade=Toy Helicopter + Machete
Power Guitar=Guitar + Amp
Light Saber=Gems + Flashlight
Pitchfork Shotgun=Pitchfork + Shotgun
Paddlesaw=Canoe paddle + Chainsaw
Testla Ball=Hamster Ball + Car Battery
Letrci-Rake=Rake + Car Battery
Propeller Hat=Serve-Bot Head + Propeller
Moto-Saw=Dirt Bike + Chainsaw
Zombie Eater=Push Lawn Mower + 2X4
Wheelchair-Machinegun=Wheelchair + Machinegun
Hacker=Flashlight + Computer case

জম্বিদের হাত থেকে গেমের নায়ক চাককে রক্ষা করার জন্য বেশ কিছু আইটেম বানিয়ে নেয়া যাবে। এগুলোর মধ্যে রয়েছে শক্তি বাড়ানোর জন্য এনার্জাইজার, কুইন জম্বিকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য নেক্টার, ফিজিক্যাল ড্যামেজ কমানোর জন্য পেইন কিলার, মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য কুইক স্টেপ, বমি করার জন্য র্যা মনডমাইজার, জম্বির হাতের নাগাল থেকে দূরে থাকার জন্য রিপালস, আগুনে থুথু দিয়ে জম্বি মারার জন্য সি্প্লটফায়ার, জম্বিদের প্রকোপের হাত থেকে বাঁচার জন্য আনটাচেবল ও জম্বিদের নিজের কাছে নিয়ে আসার জন্য জম্বাইট। নিচে আইটেমগুলো বানানোর জন্য কী কী লাগবে তার তালিকা দেয়া হলো-

Energizer: Chili + Chili
Energizer: Taco + Hamburger
Nectar: Orange Juice + Orange Juice
Nectar: Jelly Beans + Beer
Nectar: Onion Rings + Orange Juice
Pain killer: Beer + Beer
Pain Killer: Vodka + Vodka
Quick Step: Milk + Jelly Beans
Quick Step: Wine + Beer
Quick Step: Bacon + Pie
Randomizer: Beer + Cooking Oil
Randomizer: Wine + Vodka
Repulse: Bacon + Chili
Repulse: Chili + Large Soda
Repulse: Chili + Ketchup
Repulse: Chili + Onion Rings
Repulse: Chili + Pie
Spitfire: Bacon + Onion Rings
Spitfire: Ketchup + Ketchup
Spitfire: Bacon + Orange Juice
Spitfire: Chili + Orange Juice
Untouchable: Bacon + Bacon
Untouchable: Pizza + Large Soda
Untouchable: Bacon + Milk
Untouchable: Chili + Milk
Untouchable: Onion Rings + Milk
Untouchable: Onion Rings + Pie
Untouchable: Pie + Orange Juice
Untouchable: Orange Juice + Milk
Zombait: Jelly Beans + Chili
Zombait: Apple + Taco
Zombait: Pie + Milk

মেট্রো ২০৩৩ চিটকোড

গেমে গড মোড ও আনলিমিটেড অ্যামো পাওয়ার জন্য গেমের নির্দিষ্ট ফাইলে কোডের কিছু পরিবর্তন করতে হবে। কাজটি করার জন্য গেমটি যেখানে ইনস্টল করা আছে সে স্থানে যেতে হবে। উদাহরণস্বরূপ এখানে ডিফল্ট পাথ দেখানো হলো- C:/Program Files/THQ/Metro 2033-এ গিয়ে Open User.ini ফাইলটি নোটপ্যাডের সাহায্যে খুলে line g_god and g_unlimitedammo নামের লাইনটি খুঁজে বের করুন এবং ভ্যালু বদল করে On করে দিয়ে সেভ করে দিন। এরপর গেম চালু করে দেখুন চিটকোড কাজ করেছে কি না।

ইলেমেন্টাল- ওয়ার অব ম্যাজিক চিটকোড

এ গেমে চিটকোড প্রয়োগ করার ব্যাপারটি বেশ মজার। গেমে চিটকোড প্রয়োগ করার জন্য কোড ইন্টার না করে কিছু শর্টকাট কী ব্যবহার করলেই হয়। শর্টকাট কী ও তাদের ফলে প্রয়োগিত ইফেক্টগুলোর তালিকা নিচে দেয়া হলো-

+1000 to all Resouces: CTRL + M
Autosave: CTRL + S
Completes buildings projects: CTRL + B
Completes units projects: CTRL + J
Converts Enemy (selected) party: CTRL + D
Copy selected party (leaders): CTRL + C
Gives you a spouse and children: CTRL + F
Hide/Show Interface: CTRL + X
Kill selected party: CTRL + K
Level Up (aka lots of XP) Party leaders: CTRL + P
Research Current Tech: CTRL + R
Research Spells (A Little): CTRL + Q
Research Spells (A Lot): CTRL + E
Reveal Map (Note: Can sometimes cause major lag): CTRL + U
Starts/Stops Auto Turn (Turns just fly by until you stop it): CTRL + Z


কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস