দেশের কমপিউটারের ব্যবহার বাড়ানোর সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে গড়ে উঠেছে কমপিউটার সেণ্টার৷ একটা প্রতিষ্ঠানের কমপিউটারায়নের সার্থকতা সম্পূর্ণভাবে সেণ্টারের পরিচালনার ওপর নির্ভরশীল৷ কিন্তু উপযুক্ত প্রশিক্ষণের অভাবে দেশের বেশির ভাগ কমপিউটার সেণ্টারের পরিচালানাই আশানুরূপ নয়৷ এ প্রেক্ষাপটে আইইউবিএটি আয়োজিত এই বিশেষ সেমিনারের ওপর কামাল আরসলানের প্রতিবেদন৷