লেখক পরিচিতি
লেখকের নাম:
মো: আব্দুল কাদের
মোট লেখা:৬০
লেখা সম্পর্কিত
লেখার ধরণ:
মাইক্রোপ্রসেসর
পেন্টিয়াম প্রো
মাইক্রোপ্রসেসর হচ্ছে কমপিউটারের মস্তিষ্ক৷ এই মাইক্রোপ্রসেসর প্রযুক্তির উন্নতি প্রসেঙ্গ বিশেষজ্ঞগণ যে ভবিষ্যতবাণী করেছিলেন, তা মিথ্যা প্রমাণিত হয়েছে৷ তাঁরা যা ভাবতেও পারেননি আমেরিকার ইণ্টেল কর্পো. তাই ঘটিয়েছে৷ তাঁরা যে ক্ষমতার মাইক্রোপ্রসেসরের কথা বলেছিলেন বাজারে আসবে ২০০০ সালে, ইণ্টেল উদ্ভাবিত সর্বশেষ প্রসেসর পেণ্টিয়াম প্রো তাঁদের বলা সেই ক্ষমতাকে ছাড়িয়ে গেছে৷ শুধু তাই নয়, আরো দু’দুটো ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ইণ্টেলের সর্বশেষ প্রসেসরটিকে ঘিরে, যা দুনিয়ার অন্য অনেক পত্রিকার আগেই কমপিউটার জগৎ-এর পাঠকদের জন্য পরিবেশন করা হয়েছে৷ এছাড়াও লেখাটিতে ‘পেন্টিয়াম প্রো’ এর গঠন এবং এর ব্যবহারের কথাও বলা হয়েছে৷ আরো বলা হয়েছে এযাবতকালে উল্লেখযোগ্য সিপিইউ-এর যতো সংস্করণ বাজারে এসেছে তাদের নাম, প্রবর্তন সময়কাল এবং গঠন প্রণালী৷ সব মিলিয়ে তৈরি এবারের প্রচ্ছদ প্রতিবেদন৷ লিখেছেন মো: আবদুল কাদের।