একবার ভাবুন তো, আপনার পরিচিত একজন পুরুষ মানুষকে যদি মেয়ে মানুষে রূপান্তর করা যায়, তাহলে তাকে দেখতে কেমন লাগবে? অথবা আপনার পরিচিত কোনো মহিলাকে বলিষ্ঠ পুরুষে রূপান্তর করে দিলে দেখতে কেমন হবে? কল্পনায় একবার ছবিটা ভাবুন৷ আপনার এই মজার ভাবনাটিকে কমপিউটারের পর্দায় তৈরি করে সেই মানুষটিকে দেখিয়ে আনন্দ নিতে পারেন সহজেই৷ অ্যাডোবি ফটোশপের মাধ্যমে খুব সহজেই এ কাজ করা যায়৷ যারা ছবি নিয়ে মজা করতে চান, এই লেখা তাদের উপকারে আসবে৷ আর হ্যাঁ, এই চেহারা পরিবর্তন করার নামই জেন্ডার ব্লেন্ডিং৷
আপনি যার চেহারা পরিবর্তন করতে চান, প্রথমে তার একটি ভালো পোর্ট্রেট ছবি সংগ্রহ করুন৷ অর্থাৎ সেই মানুষটির সরাসরি তোলা ছবি হলে কাজ করতে সুবিধা হবে৷ ছবির ব্যাকগ্রাউন্ড কম থাকলে ভালো, তাহলে চেহারায় ফোকাস আনা সম্ভব হবে৷ এখানে Resee Witherspoon-এর একটি পোর্ট্রেট ছবি নিয়ে কাজ করে দেখানো হলো৷ ছবিটি একটি পোর্ট্রেট ছবি যাতে তার মুখ সামনাসামনি আছে৷ এরকম ছবি নির্বাচন করলে কাজ করতে সুবিধা হবে৷ ছবির ব্যাকগ্রাউন্ড কম থাকলে ভালো, তাহলে এবার কাজে আসা যাক, প্রথমেই ছবিতে যে ব্যাপারটি চোখে পড়বে তা হলো চুল৷ সাধারণত ছেলেদের চুল ছোট হয়, তাই প্রথম টার্গেট হবে রীসীর চুল ছেলেদের মতো ছোট করে দেয়া৷ হেয়ার কাট দেয়ার জন্য lasso tool দিয়ে কেটে নিতে হবে৷ lasso tool-এ একটু বেশি করে feathering করে নিতে হবে৷ lasso করার সময় তার কপাল এবং মাথার shape ঠিকমতো দেখে নিতে হবে৷ কারণ এই layer কপালের ওপরে চলে আসবে৷ এবার একে একই লেয়ারের ওপর কপি করুন৷ এটি করতে LayerNewLayer Via Copy-এ ক্লিক করুন৷ দেখবেন লেয়ারটি কপি হয়ে লেয়ার প্যালেটে সংযোজিত হয়েছে এবং একটি আয়তাকার বক্স এসেছে৷ এবার ধীরে ধীরে এটিকে Rotate করুন৷ দেখুন চুল এখন পুরুষ মানুষের ছোট চুলের মতো পরিবর্তিত হয়েছে৷ এভাবে চুলের বাকি অংশের আকার দেয়ার চেষ্টা করুন৷ ব্যাকগ্রাউন্ড যদি এক কালার না হয়ে থাকে, তাহলে ক্লোন করে ব্যাকগ্রাউন্ড সমন্বয় করুন৷ এবার মুখমণ্ডলে দাড়ির ছাপ আনা৷ এটি একটু সাবধানে করতে হবে৷ না হলে পুরো ব্যাপারটি গোলমেলে হয়ে যাবে৷ পুরুষ মানুষের দাড়ি, মোচ শেভ করা থাকলেও গাল বা ঠোঁটের উপরিভাগ একটু রুক্ষ থাকে৷ তাই এই রুক্ষভাব আনতে হলে গাল ও ঠোঁটের উপরের চামড়া lasso tool দিয়ে সিলেক্ট করতে হবে৷ এটির পরিসীমা আপনাকেই নির্ধারণ করতে হবে৷ অতিরিক্ত যেন না হয়ে যায়৷ এবার নির্বাচিত অংশে সামান্য কিছু Noise যুক্ত করতে হবে৷ এর জন্য FilterNoiseAdd Noise-এ ক্লিক করুন৷ এক্ষেত্রে Uniform ব্যবহার করতে হবে৷ কারণ Gaussian ছবিটির স্কিন-এ ঘোলা ইফেক্ট এনে দিতে পারে৷ এখানে Amount এমনভাবে দিন যাতে সেটি ভালো লাগে৷ এভাবে আরো কয়েকবার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মোচ-দাড়ি থাকে সেখানে Grain যুক্ত করুন৷ থুঁতনির দিকে একটু Burn tool ব্যবহার করে রঙটাকে গাঢ় করুন যাতে রুক্ষতা বাড়ে৷ এবার Grain-কে একটু ফেইড আউট করলে আলাদা করে Grain বুঝা যাবে না৷ এভাবে গালে একটু Ruagh Skin তৈরি করুন৷ গ্রাফিক্সের কাজ মানেই হলো কল্পনাশক্তির প্রতিফলন৷ আপনি কি দেখতে চাচ্ছেন সেই ব্যাপারটাই বড়৷ তাই এই ছবিতে যতক্ষণ না আপনি সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ চেষ্টা করে যান৷
এবার ঠোঁট নিয়ে কাজ করার পালা৷ ঠোঁটে যদি লিপস্টিক লাগানো থাকে তাহলে ক্লোন টুলের মাধ্যমে তা তুলে নিন৷ পুরো ছবিতে যেন কোনো কোমল ভাব না থাকে তার জন্য ছবির প্রতিটি অংশ যেমন- চোখ, নাক এসব ঠিক করে নিতে হবে৷ ঠোঁটের কিনারায় একটু গাঢ় রঙয়ের স্কিন টোন ব্যবহার করুন৷ কালার পিকার দিয়ে রঙ সিলেক্ট করে সফট ব্রাশ ব্যবহার করুন এবং এর উজ্জ্বলতা কমিয়ে পুরো ছবিটিতে যেন সামঞ্জস্য থাকে সেভাবে কারেকশন করুন৷ ছবিটিতে ফাইনাল টাচ হিসেবে পোশাক ঠিক করে নিন৷ নয়তো রূপান্তর স্পষ্ট হবে না৷
এতক্ষণ আপনাদের একটি মহিলার ছবিকে কি করে পুরুষ মানুষের ছবিতে রূপান্তর করা যায় তা দেখানো হলো৷ এবার পরবর্তী সংখ্যায় একজন পুরুষকে কি করে নারী রূপে দেখানো যায়, তা দেখানো হবে৷
আগামী সংখ্যায় কি করে একটি ছবির Edge গুলোকে সূক্ষ্মভাবে আনা যায় তা নিয়ে আলোচনা করা হবে৷ আমরা প্রায়ই বিভিন্ন পশুপাখির ছবি তুলে থাকি৷ কিন্তু এদের ছবিতে লক্ষণীয় ব্যাপার হলো, এদের প্রকৃতির সাথে মিশে যাওয়া৷ অর্থাৎ এদের গায়ের রঙ লোম ব্যাকগ্রাউন্ডের সাথে এমনভাবে মিশে যায় যে এদের আলাদা করে চেনা যায় না৷ এরকম অবস্থায় যদি পশুটিকে ছবি থেকে আলাদা করতে হয় তাহলে দেখা যায় সেই পশুটির লোমসহ আনা যাচ্ছে না- কিছুটা কৃত্রিম মনে হবে তখন৷ এই রকম ছবি থেকে পশুটির লোমসহ আলাদা করার প্রক্রিয়া দেখানো হবে৷
.............................................................................
সমস্যা সমাধান
সমস্যা : একটি ছবি থেকে কিছু অংশ Extract করতে Polygonal lasso tool ব্যবহার করলে ছবিটির কোনাগুলো আলাদা করে বুঝা যায়, এটিকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেয়ার উপায় কি? কি করে লেয়ারকে হালকাভাবে উপস্থাপন করা যায়? অর্থাৎ একটি লেয়ারের ভেতরে কি করে অন্য লেয়ারকে স্পষ্ট করে তোলা যায়৷
(প্রশ্নটি পাঠিয়েছেন East West University থেকে রাসেল)
সমাধান : আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির জন্য৷ আমরা প্রায়শই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি৷ যেকোনো ছবি থেকে lasso টুল দিয়ে বা অন্য যেকোনোভাবে কিছু অংশ কেটে নিলে তার Edge সমূহ স্পষ্টত আলাদা থাকে৷ ব্যাকগ্রাউন্ডের সাথে কোনাগুলো বেশ কয়েকভাবে মিশিয়ে দিতে পারেন৷ প্রথমত Crop করার সময়ই feathering toolটি ব্যবহার করতে পারেন৷ এটি Selection-এর চার পাশের অংশকে ব্যাকগ্রাউন্ডের সাথে চমত্কারভাবে মিলিয়ে দেয়৷ যতদূর পর্যন্ত fade out চাচ্ছেন তত পিক্সেল feathering করে দিলেই হয়ে যাবে৷ সাধারণত একটি ছবিতে ৫ থেকে ৭ পিক্সেল পর্যন্ত feathering করলে ভালো হয়৷ এছাড়াও Blur tool দিয়ে ঊফমবগুলোকে ব্যাকগ্রাউন্ডের দিকে fade out করে দিতে পারেন৷
লেয়ারকে হালকাভাবে দৃশ্যমান করার জন্য প্রথমে লেয়ার সিলেক্ট করুন৷ এরপর উপরে টুলবার থেকে অপাসিটিকে কমিয়ে নিয়ে আসুন৷ যতটুকু দৃশ্যমান করা দরকার ততটুকু অপাসিটি সিলেক্ট করুন৷ এভাবে দুই বা তিনটি লেয়ারকে হালকাভাবে উপস্থাপন করতে চাইলে একইভাবে প্রতিটি লেয়ারের অপাসিটি কমিয়ে নিয়ে আসতে পারেন৷ দুই বা তিনটি লেয়ার থাকলে নিচের লেয়ারকে স্পষ্ট আনতে হলে লেয়ারকে ১০০% রেখে বাকিগুলো ৪০% বা ৫০% করিয়ে দিন৷ আশা করি আপনার সমস্যার সমাধান পেয়েছেন৷ আরো কোনো প্রশ্ন থাকলে ই-মেইল করতে পারেন ফিডব্যাক ঠিকানায়৷
ফিডব্যাক : ashraf.ical@gmail.com