• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সাধারণ মানুষের ই-জিপিতে অংশগ্রহণ
লেখক পরিচিতি
লেখকের নাম: কাজী সাঈদা মমতাজ
মোট লেখা:১৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - সেপ্টেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ই-গভর্নেন্স
তথ্যসূত্র:
রির্পোট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সাধারণ মানুষের ই-জিপিতে অংশগ্রহণ
২০১১ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা www.eprocure.gov.bd উদ্বোধন করেন। প্রথমে RHD, LGED, BREB ও WDE পাইলট হিসেবে ই-জিপিতে দরপত্র আহবান করে। ৫০ কোটি টাকা পর্যন্ত এই চারটি প্রতিষ্ঠানকে বিশ্বব্যাংক কিছু টার্গেট বেঁধে দেয় এবং চারটি সংস্থাই বিশ্বব্যাংকের টার্গেট সম্পন্ন করে। ওই চারটি প্রতিষ্ঠান ছাড়া আরও ১৫টি প্রতিষ্ঠান ই-জিপি কার্যক্রম ইতোমধ্যে শুরু করছে।
যেকোনো সাধারণ মানুষ www.eprocure.gov.bd-এ ক্লিক করলে উপরের স্ক্রিন পাবেন। এখন সেই ব্যক্তি যদি জানতে চান ই-জিপিতে কত দরপত্র আছে, তবে e-Tenders-এ ক্লিক করতে হবে। তখন একটি তালিকা দেখতে পাবেন।
কাজটি সম্পর্কে সম্পূর্ণ জানতে Procurement Nature-এর ওপর ক্লিক করলে Details Notice দেখতে পাবেন এবং সেই অনুযায়ী অংশ নিতে পারবেন। আবার যদি জানতে চান এ বছর কী কী দরপত্র ই-জিপির মাধ্যমে আহবান করা হবে, তবে Home Page এবং Annual Procurement Plan-এ ক্লিক করলে দেখা যাবে কোন কোন সময় কী কী দরপত্র কোন কোন সংস্থা আহবান করবে এবং সেই অনুযায়ী ঠিকাদার প্রস্ত্ততি নিতে পারবেন। আবার ই-জিপি কী এটা জানতে হলে Home Page-এ About e-GP-তে ক্লিক করতে হবে। কোন কোন ব্যাংক ই-জিপিতে Enlisted সেটা জানতে হলে Home Page Reports-এ ক্লিক করতে হবে এবং তখন Registered Bank-এর তালিকা পাওয়া যাবে এবং ব্রাঞ্চের ওপর ক্লিক করলে উক্ত ব্যাংকের Registered Bank-এর লিস্ট ঠিকানাসহ পাওয়া যাবে এবং পছন্দমতো ব্যাংক ব্যবহার করা যাবে।
আবার কোন কোন সংস্থার কোন কোন অফিস ই-জিপিতে Enlisted জানতে চাইলে Home Page Reports-এ ক্লিক করে Registration Details-এর অধীনে Registered Ministry-তে ক্লিক করে জানা যাবে।
আবার কেউ যদি e-Contract অর্থাৎ e-GP-এর মাধ্যমে কতজন ঠিকাদার কতগুলো NoA পেয়েছে জানতে চাইলে e-Contracts – Then Advance Search –Then Select Office – Search যেমন : RHD-তে এ পর্যন্ত ৪৮৯২টি দরপত্র ই-জিপিতে করা হয়েছে, তার মধ্যে ৩৮৫৫টির NoA দেয়া হয়েছে। কোন কোন ঠিকাদার পেয়েছেন তাও জানা যেতে পারে। কেউ যদি ই-জিপিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন জানতে চান তাহলে Home Page-এ User Registration Flow Chart ক্লিক করে জানতে পারেন। এখন কেউ বাংলা/ইংরেজি যে মাধ্যমেই জানতে চান সবই পাওয়া যাবে। Help Desk-এর ঠিকানা পাওয়া যাবে এবং যেসব প্রতিষ্ঠান ই-জিপিতে দরপত্র আহবান করছে তাদের ঠিকানা পাওয়া যাবে। আর এসবই ঘরে বসে ক্লিক করে জানা যাবে। কোথাও যেতে হবে না। আর এটাই ই-জিপির সুফল
লেখক : কমপিউটার সিস্টেম অ্যানালিস্ট, সওজ
ফিডব্যাক : momtazk@rhd.gov.bd

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৫ - সেপ্টেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস