২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টার বা
চর্তুকটি (এপ্রিল-জুন) ভালোভাবেই
কেটেছে প্রচলিত পিসি বাজারের জন্য। প্রচলিত
পিসি বাজার বলতে বুঝি ডেস্কটপ, নোটবুক
ও ওয়ার্কস্টেশনের বাজারকে। এই সময়ে
এ বাজারে পূর্ববর্তী বছরের একই সময়ের
তুলনায় শিপমেন্ট বা চালান ১১.২ শতাংশ
বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২৩ লাখ ইউনিটে।
এই তথ্য পাওয়া গেছে ইন্টারন্যাশনাল ডাটা
করপোরেশনের (আইডিসি) ‘ওয়ার্ল্ডওয়াইড
কোয়ার্টারলি পার্সোন্যাল কমপিউটিং ডিভাইস
ট্র্যাকার’-এর প্রাথমিক ফলাফল থেকে।
এই দ্বিতীয় চর্তুক বা এপ্রিল-জুন সময়ের
প্র ম কয় সপ্তাহে বিশ্বব্যাপী বিধিনিষেধ বেড়ে
যায়, তখন নোটবুকের চাহিদা বাড়তে থাকে
অব্যাহতভাবে। কারণ, তখন ব্যবসায়িক ও
বিভিনড়ব সমাজের স্কুলগুলোর কার্যμম চালু রাখতে
অনলাইন যোগাযোগ অপরিহার্য হয়ে পড়ে।
আলোচ্য কোয়ার্টারে আনুষঙ্গিক সমস্যা
থাকা সত্তে¡ও বিমান ও জাহাজ ভাড়ার খরচ
ও ফ্রিকুয়েন্সি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে
আসে, অর্থাৎ নেমে আসে করোনাভাইরাসের
প্রাদুর্ভাবের আগের পর্যায়ে। এর অর্থ হচ্ছে, বিশ্বব্যাপী খুচরা বিμেতা ও
অন্য পরিবেশকেরা প্রচুর পরিমাণে সরবরাহ সুযোগ পেয়েছে এবং তারা
প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য প্রস্তুত ছিল।