• ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইডিসির পরিসংখ্যান বৈশ্বিক মন্দায়ও দ্বিতীয় কোয়ার্টারে ট্র্যাডিশনাল পিসি শিপমেন্ট বাড়ছেই
লেখক পরিচিতি
লেখকের নাম: নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
পিসি
তথ্যসূত্র:
রির্পোট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
আইডিসির পরিসংখ্যান বৈশ্বিক মন্দায়ও দ্বিতীয় কোয়ার্টারে ট্র্যাডিশনাল পিসি শিপমেন্ট বাড়ছেই
আইডিসির পরিসংখ্যান বৈশ্বিক মন্দায়ও দ্বিতীয় কোয়ার্টারে ট্র্যাডিশনাল পিসি শিপমেন্ট বাড়ছেই

এম. তৌসিফ

২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টার বা
চর্তুকটি (এপ্রিল-জুন) ভালোভাবেই
কেটেছে প্রচলিত পিসি বাজারের জন্য। প্রচলিত
পিসি বাজার বলতে বুঝি ডেস্কটপ, নোটবুক
ও ওয়ার্কস্টেশনের বাজারকে। এই সময়ে
এ বাজারে পূর্ববর্তী বছরের একই সময়ের
তুলনায় শিপমেন্ট বা চালান ১১.২ শতাংশ
বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২৩ লাখ ইউনিটে।
এই তথ্য পাওয়া গেছে ইন্টারন্যাশনাল ডাটা
করপোরেশনের (আইডিসি) ‘ওয়ার্ল্ডওয়াইড
কোয়ার্টারলি পার্সোন্যাল কমপিউটিং ডিভাইস
ট্র্যাকার’-এর প্রাথমিক ফলাফল থেকে।
এই দ্বিতীয় চর্তুক বা এপ্রিল-জুন সময়ের
প্র ম কয় সপ্তাহে বিশ্বব্যাপী বিধিনিষেধ বেড়ে
যায়, তখন নোটবুকের চাহিদা বাড়তে থাকে
অব্যাহতভাবে। কারণ, তখন ব্যবসায়িক ও
বিভিনড়ব সমাজের স্কুলগুলোর কার্যμম চালু রাখতে
অনলাইন যোগাযোগ অপরিহার্য হয়ে পড়ে।
আলোচ্য কোয়ার্টারে আনুষঙ্গিক সমস্যা
থাকা সত্তে¡ও বিমান ও জাহাজ ভাড়ার খরচ
ও ফ্রিকুয়েন্সি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে
আসে, অর্থাৎ নেমে আসে করোনাভাইরাসের
প্রাদুর্ভাবের আগের পর্যায়ে। এর অর্থ হচ্ছে, বিশ্বব্যাপী খুচরা বিμেতা ও
অন্য পরিবেশকেরা প্রচুর পরিমাণে সরবরাহ সুযোগ পেয়েছে এবং তারা
প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য প্রস্তুত ছিল।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০২০ - জুলাই সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস