• ভাষা:
  • English
  • বাংলা
হোম > গার্টনারের গবেষণা প্রতিবেদন আইএএএস পাবলিক ক্লাউড সার্ভিস ২০১৯ সালে বেড়েছে ৩৭.৩ শতাংশ
লেখক পরিচিতি
লেখকের নাম: মুনীর তৌসিফ
মোট লেখা:৩৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
কমপিউটার জগৎ
তথ্যসূত্র:
রির্পোট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
গার্টনারের গবেষণা প্রতিবেদন আইএএএস পাবলিক ক্লাউড সার্ভিস ২০১৯ সালে বেড়েছে ৩৭.৩ শতাংশ
গার্টনারের গবেষণা প্রতিবেদন
বিশ্বে আইএএএস পাবলিক ক্লাউড সার্ভিস বাজার
২০১৯ সালে বেড়েছে ৩৭.৩ শতাংশ

মুনীর তৌসিফ

‘ভার্চ্যুয়াল গার্টনার আইটি
ইনফ্রাস্ট্রাকচার, অপারেশনস
অ্যান্ড ক্লাউড স্ট্র্যাটেজি কনফারেন্সেস’-এর
বিশ্লেষকেরা সম্প্রতি উদঘাটন করেছেন
সর্বশেষ ক্লাউড প্রবণতার বিষয়টি। বিশ্বের
শীর্ষস্থানীয় গবেষণা ও পরামর্শক কোম্পানি
গার্টনার জানিয়েছে বিশ্বব্যাপী আইএএএস
(IaaS : Infrastructure as a Service)
বাজারের পরিমাণ ২০১৯ সালে ৩৭.৩
শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫০ কোটি
ডলার। ২০১৮ সালে এই বাজারের পরিমাণ
ছিল ৩২৪০ কোটি ডালার। অ্যামাজন ২০১৯
সালে আইএএএস বাজারে এক নম্বর স্থানটি
ধরে রাখতে সক্ষম হয়েছে। এর পরপরই
রয়েছে মাইμোসফট, আলিবাবা, গুগল ও
টেনসেন্টের অবস্থান।
‘ডিজিটাল বিজনেসকে এগিয়ে নিতে
ক্লাউড একটি সহায়ক ভিত্তি গড়ে তুলেছে।
ডিজিটাল বিজনেস এখনো রয়ে গেছে সেরা
সিআইওদের অ্যাজেন্ডাÑ এমনটি বলেছেন
গার্টনারের রিসার্চ ভাইস প্রেসিডেন্ট সিড
নাগ। তিনি আরো বলেন, ‘অন্যান্য প্রযুক্তির
মধ্যে এটি এজ, এআই, মেশিন লার্নিং ও
ফাইভজির মতো প্রযুক্তিতে সক্ষমতা এনে
দেয়। সবকিছুর শেষে এসব প্রতিটি প্রযুক্তির
প্রয়োজন হয় পাবলিক ক্লাউড আইএএএসের
মতো একটি স্কেলেবল (বেড়ে উঠতে সক্ষম),
ইলাস্টিক (স্থিতিস্থাপক) ও হাই ক্যাপাসিটির
(উচ্চ ক্ষমতাসম্পনড়ব) ইনফ্রাস্ট্রাকচার
প্ল্যাটফরম। আর এ কারণেই আমরা দেখতে
পাচ্ছি, আইএএএস পাবলিক ক্লাউডের
বাজারের প্রবৃদ্ধি শক্তিশালী হয়ে উঠছে।’
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০২০ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস