করোনার সংক্রমণের প্রতিক্রিয়ায় সারা
বিশ্বের মতো আমরাও আমাদের শিক্ষা
প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ক্লাস নেয়ার জন্য
উদ্বুদ্ধ করছি। পূর্বপ্রস্তুতি না থাকার কারণে
শুরু থেকেই পদে পদে হোঁচট খেয়ে চলেছি
আমরা। কেমন করে ক্লাস হবে, শিক্ষকেরা
কীভাবে ক্লাস নেবেন, ছাত্র-ছাত্রীরা কীভাবে
এতে অংশ নেবে, ইন্টারনেটের কী হবে,
টিভিতে ক্লাস হবে নাকি ইন্টারনেটে ক্লাস হবে
এমন হাজারো প্রশড়ব সর্বত্র ঘুরপাক খাচ্ছে।
এরই মাঝে অনেকেই অনলাইন ক্লাস শুরু
করেছেন। সংসদ টিভির মাধ্যমে টিভিকে
ব্যবহার করে অনলাইন ক্লাসের সূচনা হয়।
তবে এখন জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন
বা গ্রামেও ইন্টারনেটভিত্তিক অনলাইন ক্লাস
চালু হয়েছে। আলোচনা চলছে রেডিওকমিউনিটি
রেডিও ব্যবহার করে ক্লাস করা
যায় কিনা। এমনকি সব পর্যায়ের অনলাইনে
ক্লাসের একটি সমন্বিত রূপদানের জন্যও চেষ্টা
চলছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, এটুআই,
টেলিকম সংস্থা, বিটিআরসি এবং ডাক ও
টেলিযোগাযোগ বিভাগ সমন্বিতভাবে একটি
স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার জন্য সর্বোচ্চ
অগ্রাধিকার দিয়ে কাজ করছে।