মোস্তাফা জব্বার
মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
২০১৯ সালে স্পেনের বার্সিলোনায় আয়োজিত বিশ্ব মোবাইল
কংগ্রেসের ৮ নাম্বার হলে আমাদের এক টুকরো বাংলাদেশÑ
রিভ সিস্টেমের স্টল দেখতে যাবার পথে করিডোরের বা দিকে
হঠাৎ একটি বাক্য দেখে চোখ আটকে গিয়েছিল। বাক্যটির বাংলা
অর্থ হচ্ছে কাতালুনিয়া: ডিজিটাল বিপ্লবীদের দেশ। এর আগে আর
কোথাও বা কখনও ডিজিটাল বিপ্লবী শব্দ দুটি দেখিনি বা শুনিনি।
আমরা ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ব্রিটেন, ডিজিটাল পাকিস্তান
বা ডিজিটাল ভিয়েতনাম বা ডিজিটাল ইন্ডিয়ার কথা শুনেছি। কিন্তু
ডিজিটাল রূপাšÍে রর জন্য ডিজিটাল বিপ্লবী হওয়া যায় এই ধারণাটি
কাতালুনিয়াতেই প্র ম পেলাম। ’১৯ সালে স্পেনের কাতালুনিয়ার
বার্সিলোনায় যাবার মতোই ’১৮ সালে বার্সিলোনায় যাই যখন প্র
মবারের মতো আমার সাথে দেখা হয় মোবাইলের পঞ্চম প্রযুক্তির
সাথে। সেই প্রযুক্তির নাম ৫জি যাকে আমার কাছে এক অসাধারণ,
অভাবনীয় ডিজিটাল প্রযুক্তি বলে মনে হয়েছে। ’৮৭ সালের ২৮ এপ্রিল
কমপিউটারের বোতাম ছুয়ে যে নতুন জগতে পা রেখেছিলাম তার
সর্বশেষ পরশ এই ৫জিতে পেয়েছিলাম। সেই বছরই গিয়েছিলাম
জাপানে-জাপান আইটি উইকে। সেদিন মনে হয়েছিল, সেটি যেন
বার্সিলোনার পরের সিঁড়ি। এটি খুব স্পষ্ট করে বলা দরকার যে, এই
দুটি সফরতো বটেই ’১৯ সালে আবারও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে
যোগদান বা সুইজারল্যান্ডের জেনেভায় উইসিস ফোরামে চেয়ারম্যান
হবার কোনো ঘটনাই ঘটতো না যদি ’১৮ সালের ২ জানুয়ারি থেকে
আমি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন না করতাম। মাঝখানে
এক মাসের বিরতি দিয়ে আমার পছন্দের বিষয় ডিজিটাল রূপান্তর
নিয়ে আমার কয়েকটি ভ্রমণের বিষয়গুলো নিজের চিন্তা ভাবনার সাথে
যুক্ত বলে এর কাহিনীগুলো লিখে রাখা দরকার বলেই মনে করছি।
কোন এক সময়ে এই ভ্রমণসমূহের অভিজ্ঞতা ইতিহাসের বাইরেও কিছু
নবীনতম উপাত্তের যোগান দিতে পারে।