হোম > দক্ষতার সাথে প্রয়োজনীর তথ্য অনুসন্ধানে কিছু গুগল সার্চ টিপস
লেখক পরিচিতি
লেখকের নাম:
লুৎফুন্নেছা রহমান
মোট লেখা:১৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ইনটারনেট
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
দক্ষতার সাথে প্রয়োজনীর তথ্য অনুসন্ধানে কিছু গুগল সার্চ টিপস
দক্ষতার সাথে প্রয়োজনীর তথ্য অনুসন্ধানে কিছু গুগল সার্চ টিপস
লুৎফুন্নেছা রহমান
ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই সার্চ ইঞ্জিন হিসেবে গুগল
ব্যবহার করেন। বিশ্বের ওয়েব সার্চের ৮৬ শতাংশই গুগলের
দখলের। স্মার্টফোনের ব্যাপক সম্প্রসারণের কারণে যেকোনো ব্যক্তি
যেকোনো জায়গা থেকে যেকোনো জিনিস সার্চ করতে পারেন। গুগল
আপনাকে আবহওয়া সম্পর্কে তথ্য দিতে পারে, ভাষা অনুবাদ করতে
পারে, শব্দের সংজ্ঞা দিতে পারে, দিকনির্দেশনা দিতে পারে ইত্যাদিসহ
আরো অনেক কাজ করতে পারে। তবে বেশিরভাগ ব্যবহারকারীই এই
সার্চ ইঞ্জিনের পূর্ণ শক্তি ব্যবহার করেন না কিংবা জানেন না।
এমনকি আপনি যদি দিনে একাধিকবার গুগল ব্যবহার করে
থাকেন, তাহলেও বলা যায় সম্ভবত গুগলের পূর্ণ শক্তি সম্পর্কে ধারণা
রাখেন না। এ বাস্তবতা উপলব্ধি করে এ লেখায় কিছু প্রয়োজনীয় গুগল
সার্চ টিপস তুলে ধরা হয়েছে, যা প্রয়োগ করে আরো ভালো গুগল সার্চ
ফলাফল পেতে পারেন ব্যবহারকারীরা।
গুগল সার্চ মোডিফায়ার ব্যবহার
আপনি যে তথ্য অনুসন্ধান করছেন, গুগলের সার্চ অ্যালগরিদম
তা ফেরত দেয়ার ক্ষেত্রে উল্লেযোগ্যভাবে পারদর্শী, এমনকি যেসব
সার্চ সম্পর্কে আপনি নিজেই নিশ্চিত হতে পারেন না। তবে যখন যা
প্রয়োজনÑ গুগল আপনাকে তা দিচ্ছে না বলে মনে হয়, তখন কিছু
উপায় অবলম্বন করে আপনার সার্চ ফলাফলকে পরিমার্জন করতে
পারবেন