হোম > জি-মেইল ফিল্টার : ইনবক্স ডিক্লাটার করার সর্বোত্তম উপায়
লেখক পরিচিতি
লেখকের নাম:
লুৎফুন্নেছা রহমান
মোট লেখা:১৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
প্রোগ্রাম
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
জি-মেইল ফিল্টার : ইনবক্স ডিক্লাটার করার সর্বোত্তম উপায়
জি-মেইল ফিল্টার : ইনবক্স ডিক্লাটার করার সর্বোত্তম উপায়
লুৎফুন্নেছা রহমান
আপনার ইনবক্স এমন কোনো ক্যান্সারের মতো মনে হবে যা
খুব দ্রæত বৃদ্ধি পায়, যা আমাদের কল্পনার বাইরে। একদিন
অফিসের বাইরে থাকা অথবা পরপর দুদিন গুরুত্বপূর্ণ মিটিংয়ে
ব্যস্ত থাকার অর্থ আপনাকে শতাধিক আনরিড ই-মেইল গণনায়
ফিরে যেতে হবে। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, আপনার ইনবক্স
ক্লাটার তথা বিশৃঙ্খল হয়ে পড়েছে অথবা এক সময় হয়ে পড়বে।
তবে আপনার প্রতিদিন রিসিভ করা মবর্ধমান ই-মেইলের সঠিক
ম্যানেজমেন্ট কৌশল যদি রপ্ত করা যায়, তাহলে অধিকতর নিরাপদ
থাকতে পারবেন। তবে গবেষণা প্রতিষ্ঠান র্যাডিকাটি (Radicati)-এর
গবেষণায় দেখা যায়, ২০২০ সালে প্রতিদিন সেন্ড এবং রিসিভ করা
ব্যবসায়িক এবং কনজ্যুমার ই-মেইলের মোট সংখ্যা ৩০৬০ বিলিয়ন
ছাড়িয়ে যায়। এ ফলাফল অনেক কিছু ব্যাখ্যা করে কেন অনেক
লোক Quora সার্চ করে, কীভাবে তাদের ইনবক্স থেকে শত শত অথবা
হাজার হাজার ই-মেইল ডিলিট করা যায়।