কমপিউটারভিক্তিক পদ্ধতিগুলোর মধ্যে ডাটাবেসের গুরুত্ব অপরিসীম৷ ডাটাবেসের পরিচয়, ডাটাবেস সৃষ্টির উপায়, ডাটাবেস ব্যবস্থাপনা পদ্ধতি, ডাটাবেসের প্রয়োগ ইত্যাদি সম্বন্ধে তথ্য উপস্থাপন করা হয়েছে এ লেখায়৷ কেন্দ্রীভূত ডাটাবেস, বন্টিত ডাটাবেস, রেপলিক্যাটেড ডাটাবেস, বিচ্ছিন্ন ডাটাবেস-ডাটাবেসের এসব প্রকারভেদ সম্বন্ধে ও বিস্তারিত আলোচনা রয়েছে এ নিবন্ধে৷ নিবন্ধটি তৈরি করেছেন এস.এম. সালামতউল্যা ভূঁইয়া এবং মোহাম্মদ শাহ আলম চৌধুরী৷