দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কমপিউটারের ব্যবহার প্রসার লাভ করছে। বাংলাদেশকেও প্রযুক্তির এই নতুন প্রবাহে অংশগ্রহণ করতে হবে। আর এ সুফলকে পুরোপুরিভাবে পেতে হলে কমপিউটারের সাথে তথ্য বিনিময়ের মাধ্যম হিসাবে এদেশে বাংলা ব্যবহার প্রয়োজন।কিন্তু বাংলা ভাষাকে যথার্থভাবে কমপিউটারে ব্যবহার করতে হলে এর কী বোর্ড, যুক্তাক্ষর সমস্যার একটা আশু সমাধান কাম্য।