• ভাষা:
  • English
  • বাংলা
হোম > প্রত্যাশিত সময়ে আপডেট ডাউনলোড করা
লেখক পরিচিতি
লেখকের নাম: লুৎফুন্নেছা রহমান
মোট লেখা:১৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
উইন্ডোজ ‍এক্সপি
তথ্যসূত্র:
ব্যবহারকারীর পাতা
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
প্রত্যাশিত সময়ে আপডেট ডাউনলোড করা

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে উইন্ডোজ অন্যতম। এর অন্যতম কারণ উইন্ডোজ নিয়মিত এর ভার্সনগুলো আপডেট করে। এর সাম্প্রতিক ভার্সনগুলোর আপডেট সবসময় পাওয়া যায়। আপনার সিস্টেম ট্রেতে উইন্ডোজ লাইভ আপডেট আইকন দেখতে পাবেন। এটি নতুন আপডেট চেক করে এবং এরপর তা ডাউনলোড করে। তবে ইন্টারনেটের ধীর গতি এবং নেট সংযোগ বিচ্যুতির কারণে আমরা ডাউনলোডিং কার্যক্রমে প্রায়ই বাধাগ্রস্ত হই। আপডেট ডাউনলোড কার্যক্রম কয়েক সেশনে সম্পন্ন হয়। শুধু তাই নয়, সিস্টেম যদি ক্র্যাশ করে, তাহলে ডাউনলোডিং কার্যক্রমের পুনরারম্ভও তেমন সাবলীল হয় না।

উইন্ডোজ আপডেট ডাউনলোডার এসব সমস্যার সমাধান করে। উপরন্তু আপনি কোন আপডেট ডাউনলোড ও ইনস্টল করবেন তাও বেছে নিতে পারবেন। অন্যথায় সিস্টেমকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দিন। এ লেখায় ব্যবহারকারীর উদ্দেশে মাইক্রোসফটের রিলিজ করা আপডেট ব্রাউজিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত একটি সিলেক্ট করে সেগুলোর ডাউনলোড প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে।

অ্যাপ্লিকেশনের হোম স্ক্রিনে চারটি মূল স্ক্রিন রয়েছে। প্রথমটি উপস্থাপন করে আপডেট লাইন, যা সুনির্দিষ্ট অপারেটিং সিস্টেমের ভার্সনের জন্য সব আপডেটকে মেনে নেয়। আপনার মেশিনে ইনস্টল করা সব আপডেট লিস্ট ড্রপ ডাউন বক্সে তালিকাভুক্ত হবে। এ লিস্ট ছাড়াও Add, Refresh এবং Manage Update Lists বাটন পাবেন। এড-এ ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে উইন্ডোজ আপডেট ডাউনলোডারের অফিসিয়াল ওয়েবসাইটে। এটি একই ওয়েবসাইট, যেখান থেকে ডাউনলোডের জন্য অ্যাপ্লিকেশনের ইনস্টলার পাওয়া যায়। ম্যানেজ আপডেট লিস্ট-এ ক্লিক করলে আপনার মেশিনে ইনস্টল করা সব আপডেটের লিস্ট প্রদর্শিত হবে। ডাউনলোডের পর একটি আপডেট লিস্ট ইনস্টল করে রিফ্রেশ এ ক্লিক করলে ড্রপ ডাউন বক্সে আপডেট লিস্ট দেখা যাবে।

দ্বিতীয় সেকশনটি সাধারণ টেক্সট ফিল্ড, যা প্রদর্শন করে ফোল্ডার পাথ। সেখানে আপনার ডাউনলোডগুলো সেভ হবে। ডিফল্ট ডাউনলোড ফোল্ডারের অবস্থান হলো C:\Program Files\Windows Updates Downloader- এ। ডিফল্ট ফোল্ডার পাথ পরিবর্তন করতে চাইলে চেঞ্জ বাটন চাপুন। এরফলে ফোল্ডার ব্রাউজার উইন্ডো আসবে, সেখানে আপনি কাক্সিক্ষত ফোল্ডারে ব্রাউজ করতে পারবেন।

তৃতীয় সেকশন সিলেক্ট করা আপডেট লিস্টের সাথে সম্পর্কযুক্ত আপডেট প্রদর্শন করে, যখন শেষ সেকশন অপশন বাটনের মাধ্যমে দেখা যায়। এতে আছে প্রক্সি সেটিং, গ্র“প ডেসক্রিপশন ও অন্যান্য কাস্টোমাইজ অপশন। যদি প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হন, তাহলে এখানেই আপনাকে প্রক্সি সার্ভারের অ্যাড্রেস, পোর্ট নম্বর, অথেনটিকেশনের রিকোয়ারমেন্ট যেমন ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি এন্টার করতে হবে। আপডেট ফাইল ডাউনলোড হয়ে ডিফল্ট ডাউনলোড ফোল্ডারে সেভ হবে। এগুলো অর্গানাইজ করা যাবে Product as subfolder এবং Category as subfolder চেকবক্স ব্যবহারের মাধ্যমে। এখানে তিনটি মোড আছে, যেখানে আপনি Check for updates, Check for updates including beta versions এবং Do not check for updates ইত্যাদি অ্যাপ্লিকেশন অপারেট করতে পারবেন। যদি অ্যাপ্লিকেশনকে ব্যাকগ্রাউন্ডে অবিরতভাবে চালাতে চান, তাহলে Minimize to tray অপশন চেক করে দেখুন, যা প্রোগ্রামের জন্য তৈরি করবে সিস্টেম ট্রে আইকন।

প্রক্রিয়া

উইন্ডোজ আপডেট ডাউনলোড করার জন্য পিসিকে সেটআপ করুন নিচে বর্ণিত নির্দেশনাবলীর ধাপগুলো অনুসরণ করে :

ধাপ-১ :

প্রথমে পিসিতে প্রোগ্রাম ইনস্টল করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট wud.jcarle.com থেকে ইনস্টলেশন ফাইল ডাউনলোড করে নিন। ইনস্টলেশন প্রসেস সম্পন্ন হবার পর ডেস্কটপে শর্টকাট আইকনে ডবল ক্লিক করে প্রোগ্রাম ওপেন করুন।

ধাপ-২ :

অ্যাপ্লিকেশনে কোনো ইন-বিল্ট Download Update লিস্ট থাকে না। তাই প্রাথমিকভাবে Update List খালি থাকবে। অফিসিয়াল ওয়েবসাইট wud.jcarle.com থেকে এই লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। আপনার ওয়েব ব্রাউজারের ওয়েবসাইটে ব্রাউজ করুন। Add বাটনে ক্লিক করলে ডিফল্ট ওয়েব ব্রাউজারে পেজ লোড হতে শুরু করবে। ওয়েবসাইটে গিয়ে আপনাকে বাম নেভিগেশন প্যানেলে Update List (ULS) লিঙ্কে ক্লিক করতে হবে। এগুলো সংশ্লিষ্ট সব ওএস ভার্সনের আপডেটসহ ডাউনলোডেবল আপডেট লিস্ট ফাইল। এখানে আপনার কাক্সিক্ষত ডাউনলোড ফাইল সিলেক্ট করুন। এক্ষেত্রে Windows XP x 86 নিয়ে আলোচনা করা হয়েছে। এবার ডাউনলোড বক্সে save to Disc অপশন চেক করে দেখুন এবং ওকেতে প্রেস করুন। এটি আপনার ডেস্কটপে ইউএলএস ফাইল ডাউনলোড করবে। এই লোকেশনে ব্রাউজ করুন এবং ফাইলে ডবল ক্লিক করে রান করুন। এর ফলে Compressed UL File installed মেসেজ ডায়ালগবক্স আসবে। যদি এই ডায়াল বক্স না দেখায়, তাহলে আবার আপডেট লিস্ট রি-ইনস্টল করতে হবে।

ধাপ-৩ :

বর্তমানে ইনস্টল করা ইউএলএস ফাইল দেখার জন্য উইন্ডোজ আপডেট ডাউনলোডারে রিফ্রেশ বাটনে ক্লিক করুন। ডাউনলোড ফোল্ডারের নতুন পাথ সিলেক্ট করার জন্য সিলেক্ট করুন চেঞ্জ-এ। এবার আপনার কাক্সিক্ষত লোকাল ড্রাইভে ব্রাউজ করুন এবং Make New Folder বাটনে ক্লিক করে এর নাম দিন WUD । এ কাজটি করা হয়েছে ডাউনলোড ফোল্ডারকে সহজে নেভিগেট করার জন্য, যা ডিরেক্টরির খুব গভীরে থাকে না। আপনার ফোল্ডার পাথ হলো C:/WUD।

ধাপ-৪ :

যদি প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হন, তাহলে অপশন্স সেকশনে এন্টার করতে পারবেন প্রক্সি অ্যাড্রেসবার, পোর্ট, ইউজারনেম এবং পাসওয়ার্ড। এবার ড্রপডাউন লিস্ট থেকে চেক ফর আপডেটস অপশন সিলেক্ট করুন। বেটা ভার্সনসহ ডিফল্ট অপশন হলো চেক ফর আপডেটস, তবে বেটা ভার্সন ব্যবহার না করাই ভালো।

ধাপ-৫ :

এবার আপডেটগুলো পরীক্ষা করে দেখতে পারেন। জটিল আপডেটগুলো একান্তভাবে পিসির জন্য নির্দিষ্ট করা। তাই বক্স চেক করে প্রোগ্রামকে ওই লিস্টের সব আপডেট ডাউনলোড করতে দিন। অন্যান্য ধরনের আপডেটের জন্য উদাহরণস্বরূপ Other লিস্টকে সম্প্রসারিত করে আমাদের প্রয়োজনীয় আপডেটগুলো সিলেক্ট করা যায়। সুতরাং সংশ্লিষ্ট বক্স চেক করার মাধ্যমে ডাউনলোডের জন্য কয়েকটি আপডেট সিলেক্ট করুন এবং ডাউনলোডে ক্লিক করুন ও কিছুক্ষণ অপেক্ষা করুন আপডেট ডাউনলোড হওয়ার জন্য।

ধাপ-৬ :

ডাউনলোড সম্পন্ন হবার পর দেখতে পাবেন যে, সংশ্লিষ্ট বক্সগুলো সবুজ হয়ে যাবে। এবার উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করুন এবং ডাউনলোড ফোল্ডারে ব্রাউজ করুন। ইনস্টলেশন ফাইলগুলো সংশ্লিষ্ট ক্যাটাগরির ফোল্ডারে রয়েছে। যদি জটিল ধরনের আপডেট ডাউনলোড করতেন, তাহলে আপনাকে Critical Updates সাবফোল্ডারে ইনস্টলেশন ফাইল খুঁজে দেখতে হতো। এগুলোর সেলফ এক্সট্রাকটিং CAB ফাইল যেগুলোর আপডেট, ইনস্টল ও রান করানোর জন্য ডবল ক্লিক করতে হয়।

যদি উইন্ডোজ আপডেট প্রসেসের ইনস্টলেশন ও ডাউনলোডকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে উপরে উল্লিখিত ধাপগুলো যথাযথভাবে সম্পন্ন করতে হবে। ডাউনলোডের জন্য এক্সচেঞ্জ ২০০৩, অফিস ২০০৩, উইন্ডোজ ২০০০ প্রফেশনাল, উইন্ডোজ ২০০৩ সার্ভার এবং উইন্ডোজ ভিসতার ৩২ বিট ও ৬৪ বিট প্লাটফরমের আপডেট রয়েছে। সুতরাং, আর দেরি না করে বসে পড়–ন প্রয়োজনীয় আপডেটকে ডাউনলোড করার জন্য।

টুকরো তথ্য :

উইন্ডোজের Automatic Updates-কে নিষ্ক্রিয় করতে পারেন Start-Settings-Control Panel-Automatic Updates -এ নেভিগেট করে। সিলেক্ট করুন Notify me but dont automatically download or install them । এই অপশন সিলেক্ট করার মাধ্যমে অবহিত হতে পারবেন যদি কোনো আপডেট রিলিজ পায়। তবে সেগুলো ডাউনলোড করতে পারবেন Windows Update Downloader ব্যবহারের মাধ্যমে।
কজ ওয়েব


ফিডব্যাক : mahmood_sw@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
চলতি সংখ্যার হাইলাইটস