লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - ফেব্রুয়ারী
লেখার ধরণ:
ট্রিকস এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
সফটওয়্যারের কারুকাজ
প্রোগ্রাম ব্লক করা
ইন্টারনেট ব্যাপক বিস্তৃত প্রোগ্রাম দিয়ে পূর্ণ থাকে, যা ডাউনলোড করে ইনস্টল করা যায়। ইন্টারনেটে টিউনআপ ইউটিলিটির মতো প্রোগ্রামও রয়েছে, যা ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করা যায়।
যদি আপনার পিসি মাল্টিপল ইউজার ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে, তাহলে এ ধরনের অ্যাপ্লিকেশন পিসিতে ইনস্টল করা থাকলে আপনার জন্য হুমকিস্বরূপ হবে। এমন অবস্থার সমাধানের জন্য উইন্ডোজ ভিসতায় ব্যবহার করুন বিল্ট-ইন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার। এই ফিচারটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ইনস্টলেশন ও ইউজার অ্যাকাউন্টে এক্সেসকে প্রতিহত করবে। এ ইউটিলিটি ব্যবহারের জন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :
* ‘StartControl Panel’-এ ক্লিক করুন।
* ‘Setup parental controls for any user’ লিঙ্কে ক্লিক করুন।
* পরবর্তী স্ক্রিনে সিলেক্ট করুন ইউজার অ্যাকাউন্ট।
* `On, enforce current settings’ রেডিও বাটনে ক্লিক করুন।
* `Allow and block specific programs’ লিঙ্কে ক্লিক করুন।
* `This account can only use the programs allow’ রেডিও বাটন সিলেক্ট করুন। এর ফলে অ্যাপ্লিকেশনের একটি লিস্ট প্রদর্শিত হবে।
* ব্লক করার জন্য কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন সিলেক্ট করে ওকে করুন।
* যদি লিস্টে প্রোগ্রাম নির্দিষ্ট করা না থাকে, তাহলে Browse-এ ক্লিক করে কাঙ্ক্ষিত প্রোগ্রাম সিলেক্ট করুন।
* লিস্টে প্রোগ্রাম আবির্ভূত হলে তা সিলেক্ট করে ওকে করুন।
..................................................................................................
ওয়েবসাইট ব্লক করা
কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো ম্যালওয়্যার ছড়িয়ে দেয়। এসব ওয়েবসাইটে এক্সেস করার ফলে সিস্টেম হুমকির মুখে পড়ে যায়। উইন্ডোজ ভিসতায় ‘প্যারেন্টাল কন্ট্রোল’ নামে একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটর নির্দিষ্ট কিছু ওয়েবসাইটকে এক্সেসের অস্বীকৃতি জানাতে পারে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটর ফাইল ডাউনলোড ব্লক, ব্যবহারকারীর কার্যকলাপ ভিউ। নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্লক করতে পারে। এ ধরনের আরো অনেক কাজ করতে পারে। এজন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :
* ‘StartControl Panel’-এ ক্লিক করুন।
* ‘Setup parental controls for any user’ লিঙ্কে ক্লিক করুন।
* পরবর্তী স্ক্রিনে একটি ইউজার অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
* ‘On, enforce current settings’ রেডিও বাটনে ক্লিক করুন।
* ‘Windows Vista Web Filter’ লিঙ্কে ক্লিক করুন।
* `Block some websites or content’ রেডিও বাটন সিলেক্ট করা আছে কি না, তা নিশ্চিত করুন।
* ‘Edit the Allows and Block list’ লিঙ্কে ক্লিক করুন।
* ‘Website address’ টেক্সট বক্সে একটি ওয়েবসাইটের নাম এন্টার করুন।
* এবার ‘Block’-এ ক্লিক করুন ওয়েবসাইট ব্লক করার জন্য, যাতে ভিউ করা না যায়।
যেকোনো সংখ্যক ওয়েবসাইট ব্লক করতে পারেন। কাজ শেষে OK-তে ক্লিক করুন।
মাসুদ রেজা
বহদ্দারহাট, চট্টগ্রাম
..................................................................................................
পুরনো ড্রাইভার অপসারণ করা
সম্প্রতি আপনার হার্ডওয়্যারকে আপগ্রেড করে নতুন ড্রাইভার ইনস্টল করে থাকেন, তার পরও যদি সমস্যা হয়, তাহলে আপনাকে পুরনো ড্রাইভার আনইনস্টল করতে হবে সমস্যা এড়ানোর জন্য।
তবে, এক্ষেত্রে সমস্যাটি বড় হলো ড্রাইভারকে Devices Manager উইন্ডোতে দেখা যায় না। নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে পুরনো ড্রাইভারসংশ্লিষ্ট সমস্যা এড়ানো যায় :
* StartAll ProgramsAccessories-এ নেভিগেট করুন।
* কমান্ড প্রম্পটে ডান ক্লিক করে কনটেক্সট মেনু থেকে Run as Administrator অপশন সিলেক্ট করুন।
* কমান্ড প্রম্পটে ‘SET DEVMGR_ SHOW_NONPRESENT_DEVICES = 1’ টাইপ করে এন্টার চাপুন।
* কমান্ড প্রম্পটে ডিভাইস ম্যানেজার ওপেন করার জন্য ‘devmgmt.msc’ টাইপ করে এন্টার চাপুন।
* View মেনু হতে ‘Show hidden devices’ অপশন সিলেক্ট করলে লুকানো সব ড্রাইভার দেখতে পারবেন।
* যে ড্রাইভারটি আপনার দরকার নেই, সেটিতে ডান ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে সিলেক্ট করুন ‘Uninstall’ অপশন।
..................................................................................................
অটোপ্লে ডিজ্যাবল করুন
উইন্ডোজ ভিসতায় অটোপ্লে অপশন আবির্ভূত হয় যখন সিডি/ডিভিডি ড্রাইভে ইনসার্ট করা হয় অথবা এক্সটারনাল ড্রাইভ ইউএসবি পোর্টে প্লাগ করা হয়।
এ ফিচারটি বেশ সহায়ক হলেও কখনো কখনো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য অটোপ্লে ফিচারকে ডিজ্যাবল করা উচিত, যা নিচে বর্ণিত ধাপ অনুসরণ করে করা সম্ভব :
* ‘StartControl Panel’-এ নেভিগেট করুন।
* ‘Hardware and Sound’ সেকশনের অন্তর্গত ‘Play CDs or other media automatically’ লিঙ্কে ক্লিক করুন।
* ‘Use Autoplay for all media and devices’ চেক বক্সকে ডিসিলেক্ট করুন।
* নির্দিষ্ট ডিভাইস এবং সুনির্দিষ্ট মিডিয়া টাইপকে ডিজ্যাবল করার জন্য ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করুন কাঙ্ক্ষিত অপশন। পরিশেষে সেভ বাটনে ক্লিক করুন।
রুহুল কুদ্দুছ
আম্বরখানা, সিলেট
..................................................................................................
কমপিউটারে লুকানো ফাইল দেখুন
কমপিউটার ভাইরাসে আক্রান্ত হলে প্রয়োজনীয় ফাইলগুলো নষ্ট করে দেয়। তবে আক্রান্ত হলে শুরুতেই কমপিউটারের ফোল্ডার অপশনের লুকানো ফাইল দেখার অপশনটি বন্ধ করে দেয়। ফলে লুকিয়ে রাখা অনেক প্রয়োজনীয় ফাইল দেখা যায় না। এজন্য StartRun-এ গিয়ে regedit লিখে এন্টার চেপে HKEY_CURRENT_USER\Software\Microsot\Windows\CurrentVersion\Explorer\ Advanced\Hidden ফাইলটিতে দুইবার ক্লিক করুন এবং Value data-এর বক্সে 1 লিখে Ok করুন। এরপর থেকে আপনার লুকানো সব ফাইল দেখতে পাবেন।
..................................................................................................
উইন্ডোজ এক্সপি পিছিয়ে নিন
উইন্ডোজ এক্সপিকে কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন, এমনকি কয়েক মাস পর্যাপ্ত এগিয়ে নিতে পারেন। অনেক সময় Control Pannel-এর Add or Remove Programs থেকে কোনো সফটওয়্যার রিমুভ করলে বা ভুল করে C:\ ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেমের জরুরি কোনো ফাইল মুছে গেলে ফাইল হারিয়েছে (মিসিং) এমন বার্তা দেখায় এবং অনেক সমস্যার সৃষ্টি হয়। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এক্সপি অপারেটিং সিস্টেমকে কিছুদিন পিছিয়ে দিতে হবে ঠিক আনুমানিক যে সময় আপনার কমপিউটার ভালো ছিল। এর জন্য প্রথমে C:C\Winddows\System 32\Restore-এ গিয়ে rstrui.exeতে দুই ক্লিক করুন। নতুন উইন্ডোজ Restore my computer to an earlier time নির্বাচন করে নেক্সট-এ ক্লিক করুন। এখন একটি ক্যালেন্ডার আসবে ও যে তারিখে আপনার কমপিউটার ভালো ছিল তা বেছে নিয়ে নেক্সট-এ ক্লিক করলে কমপিউটার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হয়ে সফলতার বার্তা আসবে। অর্থাৎ আপনার কমপিউটারের সমস্যা ঠিক হয়ে গেছে। আর যদি ঠিক না হয় তবে অনুরূপভাবে নতুন তারিখ নির্বাচন করুন, তাহলে সমস্যার সমাধান হবে।
মো: আবু তাহের