• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ট্রিকস ‍এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ

বুট ডিফ্র্যাগমেন্ট

উইন্ডোজ এক্সপির নতুন ফিচার ‘বুট ডিফ্র্যাগমেন্ট’ অত্যমত্ম সহায়ক এক টুল। এ টুল ব্যবহারের ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বুট ফাইলকে পরস্পরের কাছাকাছি জায়গায় নিয়ে আসে যাতে ডিস্কড্রাইভ দ্রুতগতিতে বুট হতে পারে। বাই ডিফল্ট এ অপশন অ্যানাবল থাকে, তবে কোনো কোনো আপগ্রেড ইউজাররা তাদের সেটআপ-এ টুল না পেলে নিচে বর্ণিত ধাপ অনুযায়ী কাজ করতে হবে :

* Start ¬> Run-এ ক্লিক করে Regedit টাইপ করে এন্টার দিন।

* HKEY_LOCAL_MACHINES\SOFTWARE\Microsoft\Dfrg\BootOptimizeFunction রেজিস্ট্রি কী-তে নেভিগেট করুন।

* ডান দিকের প্যানের লিস্ট থেকে Enable সিলেক্ট করুন।

* এবার সিলেক্ট করুন Modify।

* ভ্যালুকে পরিবর্তন করে Y করুন অ্যানাবল করার জন্য এবং ডিজ্যাবল করার জন্য N করুন।

* কমপিউটারকে রিবুট করুন সংঘটিত পরিবর্তনকে কার্যকর করার জন্য।


সিডি অটোরান ডিজ্যাবল করা

প্রায় দেখা যায়, সিডি অটোরান সব সময় সক্রিয় থাকে। সিডি অটোরান ফিচারকে ডিজ্যাবল করা যায় নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start > Run-এ ক্লিক করে GPEDIT.MSC এন্টার করুন।

* নেভিগেট করুন Computer Configuration > Administation Templates > System-এ।

* এবার Turn autoplay off এন্ট্রিকে লোকেট করুন এবং এবার নিজের মতো করে মডিফাই করুন।


রিসাইল বিনের নাম পরিবর্তন করা

রিসাইল বিন ডেস্কটপ নেম পরিবর্তন করা যেতে পারে নিচে বর্ণিত ধাপ অনুসরণ করে :

* Start > run-এ ক্লিক করুন এবং regedit টাইপ করে এন্টার করুন রেজিস্ট্রি এডিটর ওপেন করার জন্য।

* এবার নেভিগেট করুন
HKEY_CLASSES_ROOT/CLSID/{645FF040-5081-101B-9F0800AA002F954E]

* এবার Recycle Bin-এর নাম পরিবর্তন করে নিজের পছন্দ অনুযায়ী নাম রেখে দিতে পারেন। তবে কোনো রকম কেটে বসানো যাবে না।

ফার্দিন
মনিরামপুর, যশোর

................................................................................

ইন্টারনেট এক্সপ্লোরার-৬-এ টেম্পোরারি ফাইল ডিলিট করা

ইন্টারনেট এক্সপ্লোরার-৬-এ টেম্পোরারি ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়, তবে এর জন্য। এজন্য ব্রাউজার স্টার্ট করুন এবং সিলেক্ট করুন Tools>Enternet Option... and Advanced. এরপর Security এরিয়াতে গিয়ে Empty Temporary Internet Files Folder when brower is closed বক্সকে চেক করুন।

* উইন্ডোজ +Break কী চাপলে সিস্টেম প্রোপার্টিজ ডায়ালগ বক্স আবির্ভূত হবে।

* উইন্ডোজ +D কী চাপলে ডেস্কটপ আসবে।

* উইন্ডোজ +Tab কী চাপলে টাস্কবার জুড়ে মুভ করা যাবে।


স্টোরেজ স্পেস বাড়ানো

দ্রুতগতিতে এবং সহজে স্টোরেজ স্পেস বাড়ানোর জন্য ‘Start>Control Panel-Power Options>Hibernate’-এ ক্লিক করুন। এবার ‘Enable Hibernation’-এর আগে চেক মার্ক অপসরণ করুন।


এক্সপ্লোরারে ড্রাইভ ওপেন করা
ফাংশন কী F4 চাপলে কার্সর জাম্প করে অ্যাড্রেস বারে চলে যাবে এবং ওপেন করবে ড্রপডাউন লিস্ট দ্রুতগতিতে স্বতন্ত্র সিস্টেম ড্রাইভে এক্সেসের জন্য।


দ্রুতগতিতে ফাইল নেম রিনেম করা

F2 ফাংশন কী চাপুন যেকোনো ফাইল নেম পরিবর্তন করার জন্য এবং কাজ শেষে এন্টার চাপতে হবে এ প্রক্রিয়ায় ফাইলের নাম পরিবর্তন করা কনটেক্সট মেনুর চেয়ে দ্রুতগতিতে হয়।

শুভ
কোণাপাড়া, ডেমরা, ঢাকা।
................................................................................

উইন্ডোজ ৭-এর উপর টিপস ও ট্রিক্স

এ স্টার্ট মেনুতে ভিডিও/গেম ফোল্ডার :

উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে ভিডিও/গেম ফোল্ডার যুক্ত বা কোনো ফোল্ডার মেনু হতে মুছার জন্য নিচে ধাপ অনুসরণ করুন।

০১. স্টার্ট এ ডান ক্লিক করুন > প্রোপার্টিজ সিলেক্ট করুন > কাস্টোমাইজে ক্লিক করুন>

০২. কাস্টোমাইজ মেনু লিস্ট থেকে ভিডিও/গেম ফোল্ডারকে এনাবল করুন।

০৩. মিউজিক ফোল্ডার ডিজাবল করতে চাইলে ডিজাবল করতে পারেন।

সেন্ড টু মেনু বড় করা :

Send To মেনুতে কিছু সংখ্যক ফোল্ডার বা ড্রাইভ থাকে। কোনো ফোল্ডারে ডান ক্লিক করার সময় Shift কি চেপে Send To মেনুতে গেলে অনেক গুলো নতুন ফোল্ডার দেখতে পাবেন অর্থাৎ Send To মেনুটি অনেক বড় হয়ে যাবে।

কিবোর্ডের শর্টকাট তৈরি করা :

উইন্ডোজ ৭-এ কোনো প্রোগ্রামের জন্য কি বোর্ডের শর্টকাট কি তৈরি করার জন্য প্রোগ্রামের উপর ডান ক্লিক করুন> প্রোপার্টিজ সিলেক্ট করুন > শর্টকাট ট্যাবে ক্লিক করুন >শর্টকাট কি বক্সে আপনার শর্টকাট কি যুক্ত করে দিন।


নেটওয়ার্ক সংশ্লিষ্ট টিপস

সিস্টেম ট্রে তে নেটওয়ার্ক আইকন যুক্ত করা :

নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে যুক্ত হলে সিস্টেম ট্রে তে দুটি মনিটর যুক্ত একটি আইকন জলা-নিভা শুরু হয়ে থাকে। কিন্তু অনেক সময় নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে যুক্ত হলেও আইকনটি দেখা যায় না। আইকনের অপশন এনাবল করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

স্টার্ট মেনু > কন্ট্রোল প্যানেল > নেটওয়ার্ক কানেকশন > Network Connection এ ডান ক্লিক করে Properties সিলেক্ট করুন > Show icon in notification area when connected অপশনে ক্লিক করুন এবং ওকে বাটনে প্রেস করে বের হয়ে আসুন।


কমান্ড প্রোম্পটে আইপি ডিটেইলস দেখা

অনেক ক্ষেত্রে নিজের আইপি অ্যাড্রেস বা আইপির ডিটেইলস জানার বা দেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা যায়। যেমন : ০১. আপনার কমপিউটারের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ের অ্যাড্রেস জানার জন্য কমান্ড প্রোম্পটে টাইপ করুন : C:\>ipconfig ০২. আইপি ডিটেইলস হিসেবে কমপিউটারের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ের অ্যাড্রেস, সহ ল্যানের ম্যাক অ্যাড্রেস, ডিএনএস অ্যাড্রেস জানার জন্য কমান্ড প্রোম্পটে টাইপ করুন : C:\>ipconfig /all।

আইমান সাজিদ
কুমিল্লা
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
পাঠকের মন্তব্য
২৯ মে ২০১০, ১২:০৫ PM
i have like very much.
০১ জুন ২০১০, ১১:০৬ AM
০৫ জুন ২০১০, ২:০৬ AM
খুবই ভালো আটিকেল। উপোকারী। ধন্যবাদ।
চলতি সংখ্যার হাইলাইটস