• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ট্রিকস ‍এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ

কমপিউটারের গতি বাড়ানো

কমপিউটারের গতি বাড়ানোর জন্য বেশি র্যােমের প্রয়োজন। কিন্তু যাদের অল্প র্যা,ম অথবা বেশ পুরোনো কমপিউটার রয়েছে, তাদের বেশি র্যারমের সাথে সাথে সিস্টেমকে যথাযথভাবে পরিচর্যার সাথে সাথে অপ্রয়োজনীয় প্রোগ্রামসমূহ অপসারণ করা দরকার। সাধারণত নিচের পদ্ধতিতে আপনার কমপিউটারটির গতি বাড়াতে পারবেন :

* স্টার্ট->রান-এ গিয়ে tree লিখে এন্টার দিন।

* এবার Prefetch লিখে এন্টার দিন। একটি নতুন উইন্ডোতে যে ফাইলগুলো আসবে, তার সব ডিলিট করুন।

* স্টাট->রান-এ গিয়ে temp লিখে এন্টার দিন এবং টেম্পোরি ফাইলগুলো ডিলিট করুন।

* স্টার্ট->রান-এ গিয়ে %temp% লিখে এন্টার দিন। যে টেম্পোরারি ফাইলগুলো আসবে, সেগুলো ডিলিট করুন। যে টেম্পোরারি ফাইলটি ডিলিট হচ্ছে না, সেটি বাদ দিয়ে অন্যগুলো ডিলিট করুন।

* স্টার্ট->সার্চ-এ গিয়ে bak লিখে এন্টার দিন। এবার ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করুন।

* স্টার্ট->সার্চ-এ গিয়ে recent লিখে এন্টার দিন। রিসেন্ট ফাইলগুলো ডিলিট করুন।

হার্ডডিস্কের ওপর ডান ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন এবং ডিস্ক ক্লিনআপ অপশনটি ব্যবহার করুন। এভাবে প্রতিটি হার্ডড্রাইভে তা করুন।

মাই কমপিউটার টুলস অপশন ফোল্ডার অপশন ভিউট্যাব শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারস ‘সি ড্রাইভ’ ডকুমেন্ট অ্যান্ড সেটিংস যে নামে কমপিউটারটি আছে সেই ফোল্ডার, লোকাল সেটিংস, টেম্প এবং টেম্পোরারি ইন্টারনেট ফাইলস। এবার এই দুটি ফোল্ডার থেকে ইন্টারনেটের টেম্প ফাইলগুলো ডিলিট করুন।

এছাড়া CCleaner ফ্রি সফটওয়্যারটি www.filehippo.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

উল্লিখিত কৌশলগুলো কাজের ধরন অনুযায়ী সপ্তাহ দুয়েক পর পর নিয়মিত করুন।

ইচ্ছেমতো লক করুন দরকারী ফাইল বা ফোল্ডার

এক কমপিউটার অনেকে ব্যবহার করলে গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। ফোল্ডার পাসওয়ার্ড দিয়ে লক করার বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে, তবে এগুলোর মধ্যে ইজি ফাইল লকার অন্যতম এবং বেশ নির্ভরযোগ্য। মাত্র ২২৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http:/freeandfreeware-blogspot.com/2009/07/easy-file-locker.html থেকে ডাইনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে সিস্টেম মেনু থেকে পাসওয়ার্ড সেট করে নিন। ফোল্ডার লক করতে Edit মেনু থেকে Add Folder-এ ক্লিক করুন এবং Setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান, সেটি নির্বাচন করুন। এবার Accessable, Writeable, Deleteable, Visible থেকে দরকারী অপশনগুলো নির্বাচন করে Ok করুন। আপনি যদি Accessable নির্বাচন না করেন, তাহলে ওই ফোল্ডার কেউ পড়তে পারবে না। এভাবে আপনি ইচ্ছেমতো ফাইল বা ফোল্ডার বিভিন্নভাবে লক করে রাখতে পারবেন। পরে সেট করা ফাইল/ফোল্ডারের এই সেটিংস পরিবর্তন বা মুছতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে, সফটওয়্যারটি পাসওয়ার্ড ছাড়া আনইনস্টল করা যাবে না।

মো: শফিকুজ্জামান ফাহিম

মুসলিমপাড়া, টাঙ্গাইল

...............................................................................................................

এক ক্লিকে ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট

সিস্টেম যাতে চমৎকারভাবে কাজ করে সেজন্য হার্ডডিস্ককে নিয়মিতভাবে ডিফ্র্যাগমেন্ট করা উচিত। যদিও Start মেনু ব্যবহার করে প্রতিবার ডিস্ক ম্যানেজার ওপেন করে ডিফ্র্যাগমেন্ট করা যায়, তবে এটি একটি সময়সাপেক্ষ ও বিরক্তিকর কাজ হবে।

রেজিস্ট্রিতে এক অ্যান্ট্রিসম্পৃক্ত করে আপনি কনটেক্সট মেনুকে সম্প্রসারণ করতে পারেন যাতে ডিস্কড্রাইভ সরাসরি ডিফ্র্যাগমেন্ট কমান্ডকে যুক্ত করতে পারে। এ কাজটি করার জন্য নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

* Start->Run-এ ক্লিক করে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন।

* রেজিস্ট্রি এডিটরে regedit টাইপ করে এন্টার চাপুন।

* রেজিস্ট্রি এডিটরে HKEY_CLASSES_ ROOT - Drive - Shell রেজিস্ট্রি কী-তে নেভিগেট করুন।

* এখানে একটি সাব-কী Defrag তৈরি করুন Edit->New->Key-এর মাধ্যমে। এটি শুধু কনটেক্সট মেনুর অ্যান্ট্রির নাম। এর অন্তর্গত প্রকৃত প্রোগ্রাম কল করার জন্য সাব-কী Command তৈরি করুন।

* Command কী-সিলেক্ট করুন ক্লিক করে।

* এবার ডান দিকের প্যানে Default ক্যারেক্টার স্ট্রিং-এ ডবল ক্লিক করুন।

* পরবর্তী ডায়াগবক্সে Defrag.exe%1 সহযোগে Value data এন্টার করুন। এখানে ভেরিয়েবল %1 টুল defrag.exe-কে প্রদান করে ড্রাইভ লেটার।

* রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন। পিসি রিস্টার্ট না করে তাৎক্ষণিকভাবে এর প্রভাব প্রত্যক্ষ করা যাবে। এর ফলে যেকোনো ড্রাইভে ডান ক্লিক করুন উইন্ডোজ এক্সপ্লোরারে। আপনি নতুন এ কনটেক্সট মেনুতে ডিফ্র্যাগ করতে পারবেন।

মো: জাহাঙ্গীর
ব্যাংক কলোনি, সাভার

...............................................................................................................

এক্সপিতে My Computer-এ লিঙ্ক যুক্ত করা

এক্সপিতে My Computer-এ লিঙ্ক যুক্ত করা যায় নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start->My Computer-এ ক্লিক করুন।

* ডান ক্লিক করুন টুলবারে এবং এরপর Links-এ ক্লিক করুন।

* এর ফলে উইন্ডোজে লিঙ্ক টুলবার পাবেন ইন্টারনেট এক্সপ্লোরারের মতো।

* Lock the Toolbar যাতে চেক করা না থাকে সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। ডিসিলেক্ট করার জন্য এতে ক্লিক করুন।

* লক্ষণীয় বিষয় লিঙ্কস টুলবারকে কাস্টোমাইজ করা যায়। পরীক্ষা করে দেখার জন্য ফেবারিট অ্যাপ্লিকেশন নেভিগেট করুন এবং এর আইকনকে লিঙ্কস টুলবারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখুন।

গ্রুপে ফাইল অর্গানাইজ করা

উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ভিসতায় ফাইলসমূহ গ্রুপ অনুযায়ী অর্গানাইজ করা যায়। এজন্য নিচে বর্ণিত ধাপসমূহ অনুসরণ করতে হবে :

* এমন একটি ফোল্ডার ওপেন করুন, যেখানে রয়েছে কয়েকটি ভিন্ন ধরনের সাবফোল্ডার ও ফাইল।

* উইন্ডোজ কনটেন্ট প্যানের যেকোনো খালি জায়গায় ডান ক্লিক করুন।

* এরপর উইন্ডোজ ভিসতায় Group By-এ নির্দিষ্ট করে ক্লিক করুন। আর উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা Arrange Icons By-এ নির্দিষ্ট করে দিন Shon Groups-এ।

* উইন্ডোজ কনটেন্ট বিন্যাস করার জন্য যেকোনো খালি জায়গায় ডান ক্লিক করে নির্দিষ্ট করুন Arrange Icon By-এ এবং কনটেন্টের ওপর ভিত্তি করে ক্লিক করুন Name, Size, Type বা Modified-এ।

পাভেল


কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
পাঠকের মন্তব্য
০৪ জুলাই ২০১০, ১১:০৭ PM
১৩ জুলাই ২০১০, ৯:০৭ PM
ভাল লেগেছে
চলতি সংখ্যার হাইলাইটস