আমাদের প্রাত্যহিক কমপিউটিং জীবনে প্রয়োজনীয় বিভিন্ন কাজ সম্পাদনের জন্য নির্ভর করতে হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ইউটিলিটি টুলের ওপর। এসব ইউটিলিটি টুল বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সবই যে কিনতে হয় তা নয়। আমাদের দৈনন্দিন কমপিউটিংয়ের চাহিদা মেটাতে পারে এমন ইউটিলিটি টুল বা অ্যাপ্লিকেশন ইন্টারনেটে অসংখ্য রয়েছে যেগুলো ফ্রি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করা যায়। এবারের সফটওয়্যার বিভাগে এমন কিছু ফ্রি ইউটিলিটি টুল নিয়ে আলোচনা করা হয়েছে।
নিরো ৯ লাইট
কমপিউটার ব্যবহারকারীদের কার্যপরিধি বাড়ার সাথে সাথে বেড়ে গেছে তথ্য সংরক্ষণ বা ধারণ করার ধরন প্রকৃতি। তথ্য সংরক্ষণ করার অন্যতম জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে একটি হলো সিডি বা ডিভিডি। সিডি বা ডিভিডিতে তথ্য ধারণ করার জন্য দরকার হয় ভালো মানের সিডি বা ডিভিডি বার্নিং টুল। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের বার্নিং টুল থাকলেও ফ্রিওয়্যার নিরো ৯ লাইট বেশ জনপ্রিয়তা পেয়েছে।
নিরো ৯ লাইট এক ব্যাপক বিস্তৃত সমন্বিত টুল। এই টুল ব্যবহার করা যায় অডিও সিডি রিপিং, ক্যাসেট ও LPs কে সিডিতে রূপান্তর করা, অডিও ফাইল এডিট, ভিডিও ফাইল এডিট, ফটো স্লাইড শো তৈরি ও ফটো এডিট প্রভৃতি কাজে। যদি স্যুটের পুরো সেট পেতে চান, তাহলে সিডি, ডিভিডি ও ব্লু-রে ডিস্ক কপি ও বার্নিংয়ের জন্য স্ট্যান্ডার্ড সেটসহ অন্যান্য সুবিধাসম্বলিত ফিচারসহ সেট সংগ্রহ করতে হবে। নিরো ফ্রিওয়্যার প্যাকেজে অফার করে শুধু বেসিক বার্নিং এবং ডাটাডিস্ক কপি করার ফিচার, যা নিরো লাইট হিসেবে পরিচিত। এই সফটওয়্যারে একমাত্র উপস্থিত কম্পোনেন্ট হলো স্টার্টস্মার্ট, যার রয়েছে বিভিন্ন টাস্কের জন্য ট্যাব ফিচার। এই ট্যাবগুলো রিপিং ও অডিও সিডি বার্নিং, মিডিয়া ফাইল এডিট, মিডিয়া প্লে ও ডাটা ব্যাকআপ করার জন্য। প্রতিটি সেকশনের অন্তর্গত ফাংশন প্রদর্শিত হয় যখন ক্লিক করা হয়। বার্নিং ও ডিস্ক কপি খুব সহজেই করা যায়। এর অ্যাড বাটনে ক্লিক করে বা ফাইল ও ফোল্ডারকে কাজের এরিয়াতে ড্র্যাগ করে নিয়ে আসলেই ডাটা অ্যাড হয়ে যাবে। সিডি বার্নিং স্পিডকে মেইন মেনু থেকে কনফিগার করা যায় এবং নিরো লোগোর বাটনে ক্লিক করে সহজে অ্যাক্সেস করা যায়। এ ফ্রি টুল পাবেন www.nero.com সাইট থেকে।
ডাউনলোড ম্যানেজার
ভালো ও কার্যকর ডাউনলোড ম্যানেজার জনপ্রিয় ব্রাউজার থেকে ডাউনলোড লিঙ্ককে ধরতে পারে এবং সাপোর্ট করে কিউ ম্যানেজমেন্ট, ব্যান্ডউইডথ অ্যাকশন ও সিডিউলিং। এ কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে পারে অরবিট ডানউলোডার নামে এক ফ্রি ডাউনলোড ম্যানেজার। অরবিট ডাউনলোডার এমন এক ব্রাউজার যা ইন্ট্রিগ্রেট হতে পারে ফায়ারফক্স, আপেরা ক্রোম, নেটস্কেপ ও ম্যাক্সথনের সাথে। এটি ইন্টারনেট এক্সপ্লোরারের সাথেও ইন্টিগ্রেট হতে পারে। এর ইউজার ইন্টারফেস অনেকটা ফ্ল্যাশগেটের মতো। যদি আপনি ফ্ল্যাশগেটে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে অরবিট ডাউনলোডারে সাবলীলভাবে কাজ করতে তেমন অসুবিধা হবে না। যদি আপনি এ টুল ব্যবহার না করে থাকেন, তাহলে এ ফ্রি টুল ব্যবহার করে দেখতে পারেন এর কার্যকরী ক্ষমতা যা মাত্র ১ মে. বা. মেমরি ব্যবহার করে। এ টুলের ফিচারগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি।
এটি সিস্টেম ট্রেতে অবস্থান করে এবং ওয়েবপেজের ডাউনলোড বাটনে ক্লিক করলে সেই মুহূর্তে পপ-আপ করে। আপনি ক্লিপবোর্ডকে মনিটর করার নির্দেশ দিতে পারেন। সুতরাং যে মুহূর্তে ডাউনলোড লিঙ্ক কপি করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে প্রম্পট করবে যে আপনি ডাউনলোড লিস্টকে যুক্ত করবেন কি না। অরবিট ডাউনলোডারকে কনফিগার করা যেতে পারে প্রেফারেন্স সেকশনের মাধ্যমে, যেখানে ডাউনলোড লোকেশন স্পিড লিমিট, ব্রাউজার ইন্টিগ্রেশন, ভাইরাস স্ক্যান পোস্ট ডাউনলোডিং প্রক্সি সেটিং এবং সিডিউলিং সেট করতে পারবেন। অরবিট টুলের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোডিং ক্ষমতা। ভিডিওতে মাউস পয়েন্টার নিয়ে গেলে আপনি তা সেভ করার অপশন পাবেন। এ টুল টরেন্ট ম্যানেজারকে সাপোর্ট করে না যদিও এটি খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করা যায় না। এই ফ্রিওয়্যারের ওয়েবসাইট হলো www.orbitdowntoader.com।
কজ ওয়েব
ফিডব্যাক : swapan52002@yahoo.com