• ভাষা:
  • English
  • বাংলা
হোম > অনলাইন বুকমার্কিংয়ের জন্য ব্যবহার করুন ডেলিশাস
লেখক পরিচিতি
লেখকের নাম: এস.এম. গোলাম রাব্বি
মোট লেখা:৭২
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ইনটারনেট
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
অনলাইন বুকমার্কিংয়ের জন্য ব্যবহার করুন ডেলিশাস
ধরুন, কোনো একটি বিষয়ে তথ্য খোঁজার জন্য ইন্টারনেটে ঘোরাঘুরি করছেন। হঠাৎ কোনো একটি সাইটে বেশ উপকারী কিছু তথ্য পেলেন। এমন অবস্থায় আপনি চাচ্ছেন ওই সাইটটির লিঙ্ক ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে। এ কাজটি করার জন্য হয় সাইটটির লিঙ্ক ব্রাউজারে বুকমার্ক করে রাখতে হবে অথবা কোনো টেক্সট এডিটরে সেভ করে রাখতে হবে। কিন্তু কোনো কারণে ব্রাউজারটি আন-ইনস্টল করলে তখনই হারিয়ে যাবে আপনার বুকমার্ক লিস্টের সব ওয়েব লিঙ্ক। আবার কোনো না কোনো কারণে আপনার টেক্সট এডিটরে সেভ করা ওয়েব লিঙ্কের নামটি মুছে যেতে পারে। আর এসব কারণে হারিয়ে ফেলতে পারেন পছন্দের ওয়েব ঠিকানাগুলো।



জরুরি কোনো ওয়েব লিঙ্ক স্থায়ী ও নিরাপদভাবে সেভ করার জন্য অনলাইন বুকমার্কিং একটি আধুনিক ব্যবস্থা। ডেলিশাস হচ্ছে এমনই একটি পদ্ধতি। আজকাল অনেক ওয়েব ব্যবহারকারীই অনলাইন বুকমার্কিংয়ের জন্য ডেলিশাস ব্যবহার করে থাকেন। এ লেখায় ডেলিশাসের উপযোগিতা ও ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

* ডেলিশাস কী :

ডেলিশাস হচ্ছে একটি অনলাইন বুকমার্কিং সার্ভিস, যার মাধ্যমে একটি জায়গায় সব ওয়েব পেজের লিঙ্কসমূহ ট্যাগ করতে পারবেন, সেভ করতে পারবেন, সেগুলো ব্যবস্থাপনা করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।

* ডেলিশাস দিয়ে যা করা যাবে :

ডেলিশাসের মাধ্যমে ইন্টারনেটে যেকোনো সাইট বুকমার্ক করা যাবে এবং যেকোনো জায়গা থেকে সেটি অ্যাক্সেস করা যাবে। ডেলিশাস প্রতিটি কমপিউটারের ব্রাউজারে আলাদা আলাদাভাবে বিভিন্ন বুকমার্ক রাখার পরিবর্তে ইন্টারনেটে একটি নির্দিষ্ট জায়গায় একাধিক সাইটকে একটি সেটে বুকমার্ক করে রাখে, যাতে বিভিন্ন কমপিউটার (ইন্টারনেট সংযোগ আছে এমন) থেকে সেগুলো অ্যাক্সেস করা যায়। এমনকি আপনার কোনো কমপিউটার না থাকলেও আপনি বুকমার্কগুলো অন্য যেকোনো কমপিউটার থেকে ডেলিশাসের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন।

ডেলিশাস ব্যবহারের আরেকটি সুবিধা হলো বুকমার্কগুলোর শেয়ারিং। যদি কোনো বন্ধু ডেলিশাস ব্যবহার করে তাহলে আপনি তাকে মজাদার বা জরুরি বুকমার্কগুলো পাঠাতে পারেন, যাতে পরে সে যখন লগ-ইন করবে তখন সেগুলো চেক করতে পারে। আপনি যে কাজটি বন্ধুর জন্য করবেন, বন্ধুও সেই কাজটি আপনার জন্য করতে পারবে।

ডেলিশাসের মাধ্যমে ওয়েবের সবচেয়ে মজাদার ও উপকারী লিঙ্কগুলো আবিষ্কার করা যায়। ডেলিশাসের হোমপেজেই রয়েছে ডেলিশাসের সরবরাহ করা বেশ কিছু বুকমার্ক। এখানে অন্তর্ভুক্ত রয়েছে সবচেয়ে সাম্প্রতিক, জনপ্রিয় ও উপযোগী কিছু সাইটের বুকমার্ক। এগুলো প্রতিনিয়ত আপডেট হয়।

* বুকমার্ক সেভ করা :

সাধারণত যে পদ্ধতিতে ব্রাউজারে বুকমার্ক সেভ করা হয়, ডেলিশাসে বুকমার্ক সেভ করা তার চেয়ে কিছুটা ভিন্নতর। ভয়ের কিছু নেই, কারণ ডেলিশাস বুকমার্ক সেভ করা এবং সেগুলোর ব্যবস্থাপনা খুব সহজ। এখানে ব্যবহার হওয়া ট্যাগ এবং নোট আপনার বুকমার্ক ব্যবস্থাপনা খুব সহজ করে তুলবে।

আপনি ব্রাউজারে কোন বাটনগুলো যোগ করেছেন, তার ওপর ভিত্তি করে একটি নতুন বুকমার্ক সেভ করার জন্য ‘Tag’ অথবা ‘Bookmark this on Delicious’ বাটন ক্লিক করতে হবে। যে বাটনই আপনি পছন্দ করুন না কেনো একটি বুকমার্ক সেভ করার সময় নিম্নলিখিত বিষয়গুলো দেখতে পাবেন।

০১. ইউআরএল :

ইউআরএল হলো ওই সাইটের ঠিকানা, যে সাইটটি বুকমার্ক করতে চাচ্ছেন। এই ইউআরএল ফিল্ডটিই হচ্ছে বুক মার্কিংয়ের চাবিকাঠি। এটি পরিবর্তন করার আগে নিশ্চিতভাবে জেনে নিন, পরিবর্তন করে নতুন যে ঠিকানাটি লিখছেন তা আদৌ কাজ করে কি না।

০২. টাইটেল :

সাধারণত এই ফিল্ডটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যায়। কোনো ওয়েব ঠিকানা ইউআরএল ফিল্ডে লেখার পরে সেই ওয়েব ঠিকানার টাইটেল দিয়ে এই ফিল্ডটি পূরণ হয়ে যায়। তবে ইচ্ছে করলে এটি এডিট করতে পারেন।

০৩. নোটস :

এটি একটি বর্ণনামূলক ফিল্ড। সাধারণত পরে নিজেকে বোঝানোর জন্য বা অন্যের কাছে স্পষ্ট করার জন্য যে ইউআরএলটি আপনি বুকমার্ক করছেন, সেটি সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য বা কেনো আপনি এ বুকমার্কটি সেভ করছেন, সে বিষয়ে কিছু তথ্য এখানে যোগ করা হয়।

০৪. ট্যাগস্ :

ট্যাগস্ ফিল্ডে স্পেস দিয়ে এক বা একাধিক ট্যাগ যোগ করা যায়। সাধারণত এগুলো অপশনাল (Optional)। কিন্তু ট্যাগ ব্যবহার করা ভালো। কারণ এগুলো আপনার বুকমার্ক ব্যবস্থাপনা সহজ করে তুলে এবং বুকমার্কগুলো সাজাতে ও নেভিগেট করতে সাহায্য করে।

০৫. সেন্ড :

এটি হচ্ছে সেই ফিল্ড, যার মাধ্যমে আপনি অন্য কারো সাথে বা অন্য কোনো জায়গায় বুকমার্ক সেভ করতে পারবেন। এ ফিল্ডে সাধারণত কোনো সোস্যাল নেটওয়ার্কের নাম, কোনো ই-মেইল অ্যাড্রেস অথবা ডেলিশাস ইউজারের নাম লেখা হয়। ধরুন, আপনি সোস্যাল নেটওয়ার্ক টুইটারে আপনার বুকমার্কটি শেয়ার করতে চান, তাহলে ‘সেন্ড’ ফিল্ডের মধ্যে আপনাকে লিখতে হবে @twitter. আপনার কোনো বন্ধুর ই-মেইল অ্যাড্রেসে এ বুকমার্কটি পাঠাতে চান, এজন্য আপনাকে ‘সেন্ড’ ফিল্ডে আপনার বন্ধুর ই-মেইল অ্যাড্রেস লিখতে হবে। আর ডেলিশাসে অ্যাকাউন্ট আছে এমন কারো সাথে যদি শেয়ার করতে চান, তাহলে এ ফিল্ডে ওই ব্যক্তির ডেলিশাস ইউজার নেম টাইপ করতে হবে।

০৬. মেসেজ :

যে নেটওয়ার্কে ই-মেইল অ্যাড্রেসে বা ডেলিশাস অ্যাকাউন্টে আপনার বুকমার্কগুলো শেয়ার করতে চান, সেখানে সর্বোচ্চ ১১৬ বর্ণের কোনো মেসেজ পাঠাতে পারবেন এ ফিল্ডটি ব্যবহার করে।

* ডেলিশাস ব্যবহারে করণীয় :

ডেলিশাস হচ্ছে বিশ্বখ্যাত ইয়াহু ইনকরপোরেশনের একটি সার্ভিস। এটি সম্পূর্ণ ফ্রি। ডেলিশাস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই একটি ডেলিশাস অ্যাকাউন্ট খুলতে হবে। www.delicious.com সাইটে গিয়ে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর যেকোনো সময় ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে ব্যবহার করতে পারবেন এ অনলাইন বুকমার্কিং সার্ভিস।

কজ ওয়েব

ফিডব্যাক : rabbi1982@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
পাঠকের মন্তব্য
২৬ সেপ্টেম্বর ২০১০, ২:০৯ PM
Many thanks to Rabbi for your posting. This is very useful service indeed. Thanks again.
২৭ সেপ্টেম্বর ২০১০, ৩:০৯ AM
চলতি সংখ্যার হাইলাইটস