• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ই-বাডি মেসেঞ্জারে ফেসবুক
লেখক পরিচিতি
লেখকের নাম: জাভেদ চৌধুরী
মোট লেখা:১৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
মোবাইল
তথ্যসূত্র:
মোবাইলপ্রযুক্তি
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ই-বাডি মেসেঞ্জারে ফেসবুক

ইন্টারনেটে যোগাযোগের মাধ্যম হিসেবে প্রথমদিকেই আবিষ্কার হয় ই-মেইলের। একসময় ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করার প্রধান উপায় ছিল ই-মেইল। এই ই-মেইলকে কেন্দ্র করে যোগাযোগের আরো নতুন নতুন উপায় বের হয়। তার মধ্যে মেসেঞ্জার, ফেসবুকের মতো সোস্যাল কমিউনিকেশন ইউটিলিটি ইত্যাদির নাম বলা যায়। তবে এতকিছুর পরেও তৎক্ষণাৎ যোগাযোগের জন্য মেসেঞ্জার খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যে কারণে এখন অন্যান্য নানা রকমের যোগাযোগের মাধ্যমকে সব একই মেসেঞ্জারের অন্তর্ভুক্ত করার জন্য সবাই এখন উঠেপড়ে লেগেছে। যার ফল দেখতে পাওয়া যায় ফেসবুকের মতো সোস্যাল ইউটিলিটিও মেসেঞ্জারে ঢুকে গেছে।

এখনকার মেসেঞ্জারগুলো বেশ আধুনিক। শুধু মেসেঞ্জারের মাধ্যমে ভয়েস কল, চ্যাট বা ভিডিও কনফারেন্সিং সব করা যাচ্ছে। কম খরচে যোগাযোগের মাধ্যম হিসেবে এই সেকশনে মেসেঞ্জারের দিকে আলোকপাত করা হয়েছে। মোবাইল সেকশনের এই সংখ্যায় মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকের মেসেঞ্জার মোবাইল ফোনে চালানো এবং যোগাযোগ রক্ষা করার উপায় বলা হয়েছে।

চ্যাটিংয়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার দিয়ে সাধারণত যোগাযোগ রক্ষা করা হয়। মেসেঞ্জার হচ্ছে একটি জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক তাৎক্ষণিক বার্তা প্রেরক (instant messaging) সফ্টওয়্যার। মোবাইল ফোনেও এখন এর ব্যবহার বেশ লক্ষণীয়। মোবাইল ফোনে অনেক ধরনের মেসেঞ্জার জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে ই-বাডি সবচেয়ে আলোচিত এক নাম। ই-বাডি মেসেঞ্জার মোবাইল ফোনে চালানোর জন্য মোবাইল ফোনে জাভা সাপোর্ট থাকতে হবে। এই মেসেঞ্জার উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, ইয়াহু, এইম, গুগল টক, আইসিকিউ, ফেসবুক, মাইস্পেস ইত্যাদি সাপোর্ট করে।

এই মেসেঞ্জার তার যাত্রা শুরু করে ২০০৩ সালের ওয়েব ব্রাউজারভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস চালু করে। এটাই সর্বপ্রথম স্বাধীন ওয়েব মেসেঞ্জার হিসেবে নিজেদের যাত্রা চালু করে। প্রথমদিকে এর নাম ছিল ই-মেসেঞ্জার। ২০০৬ সালে নতুন করে এরা নিজেদের যাত্রা শুরু করে এবং নতুন নাম হয় ই-বাডি মেসেঞ্জার। এর সুবিধাগুলো হচ্ছে ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই, স্ক্রিনেই চ্যাটের লিস্ট, মাল্টিনেটওয়ার্ক, চ্যাট হিস্টোরি, অফলাইন মেসেজ পাবার সুবিধা, বিভিন্ন ভাষায় চ্যাটের সুবিধা, ভয়েস চ্যাটের পাশাপাশি ভিডিও চ্যাট ও উন্নত ইউজার চ্যাট ইত্যাদি।



এর মোবাইল ভার্সনে কম পাওয়ার কনজাম্পশন, কম ডাটা নিয়েই কাজ করার সুবিধাসহ সাউন্ড ও ভাইব্রেশনের সুবিধাও আছে। তবে এতে ভিডিও চ্যাটের সুবিধা এখনও যোগ করা হয়নি। অচিরেই ই-বাডি মেসেঞ্জারের মোবাইল ভার্সনে এর ব্যবহার দেখতে পাওয়া যাবে। ই-বাডি মেসেঞ্জারের মোবাইল ভার্সন ব্যবহার করার জন্য www.ebuddy.com/ সাইট থেকে মোবাইল ফোনের উপযুক্ত ব্যবহার্য ভার্সন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তা মোবাইল ফোনে ইনস্টল করতে হবে। সাধারণত ইনস্টল করার পর তা অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে চালু করতে হয়। এটা মোবাইল ফোনের ভিন্নতা অনুযায়ী আলাদা আলাদা হয়। এটাকে মোবাইল ফোনের মেমরিতে বা মেমরি কার্ডেও ইনস্টল করা যাবে।

ই-মেইলভিত্তিক মেসেঞ্জার বলে ই-বাডি মেসেঞ্জারের মোবাইল ভার্সন অন্যান্য মেসেঞ্জার থেকে একটু আলাদা। এখানে প্রথমে একটি আইডি খুলতে হয়। যেটি সরাসরি ই-বাডি মেসেঞ্জারের ওয়েবসাইটেও খোলা সম্ভব। একবার একটি আইডি খোলা হয়ে গেলে তা ই-বাডি মেসেঞ্জারের মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সনেও চালানো যায়। সুতরাং এখানে আইডি খোলাটাই মূল কথা। এই আইডি খোলার জন্য একটি ই-মেইল আইডির প্রয়োজন পড়বে। এই ই-মেইল আইডি লাগবে ই-বাডি মেসেঞ্জারের আইডি সংশি­ষ্ট অথেনটিকেশনের জন্য। অথেনটিকেশন শুধু পাসওয়ার্ড পরিবর্তনের জন্যই কাজে লাগে। পাসওয়ার্ড ভুলে গেলেও তা উদ্ধারের জন্য মূল ই-মেইল আইডি লাগবে।

এই মেসেঞ্জারে একটি আইডি দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তাতে অন্যান্য অনেক ই-মেইল আইডি যুক্ত করা যাবে। এর সাহায্যে মেসেঞ্জারে লগ ইন অবস্থায় থাকতে পারবেন। আর যে অ্যাকাউন্ট দিয়ে আইডি খোলা হয়েছে ই-বাডি মেসেঞ্জারে সেই অ্যাকাউন্টও লগ ইন করা যায়। আর মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করার সুবিধা তো রয়েছেই।

তবে এতে শুধুই ই-মেইলের মেসেঞ্জারই নয়। অন্যান্য কমিউনিকেশন মেসেঞ্জারও যেমন ফেসবুক, মাইস্পেস ইত্যাদিও যোগ করা যায় এবং একই সাথে লগ ইন বা লগ আউট বা ম্যানেজ করা যায়। সেই সাথে অফলাইন মেসেজ দেখার বা দেবার মতো অনেক সুবিধা তো থাকছেই। আর ই-বাডি মেসেঞ্জারের একই সাথে মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন থাকায় যখন মোবাইল ফোনে সুবিধা তখন মোবাইল ফোনে আর যখন ডেস্কটপে সুবিধা তখন ডেস্কটপে ব্যবহার করা যায়। অন্তত কমিউনিকেশনের জন্য আর অন্য কোনো মেসেঞ্জার ব্যবহারের প্রয়োজন নেই।

দিনকে দিন প্রযুক্তির কল্যাণে অনেক কাজ সহজ হয়ে গেছে। যেমন আজকাল ইন্টারনেটে ওয়েব সার্ফিং বা ই-মেইল চেক করে দেখার জন্য কমপিউটার অবশ্যই প্রয়োজন তা বলা যাবে না। অনেক কিছুই এখন মোবাইল ফোনের মাধ্যমে করা যাচ্ছে। হয়তো নিকট ভবিষ্যতে কমপিউটারের সব কাজ মোবাইল ফোনের মাধ্যমেই করা যাবে। ইন্টারনেটে আমাদের সবচেয়ে জরুরি কাজগুলোর মধ্যে আছে ওয়েব সার্ফিং, ডাউনলোড, ই-মেইল চেক ইত্যাদি। এগুলোর চেয়ে একটি বড় কাজ আমাদের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়িয়ে চলেছে। সেটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ রক্ষা করা। অনেকেই যোগাযোগের জন্য প্রধান মাধ্যম হিসেবে ইদানীং ইন্টারনেটকে বেছে নিচ্ছেন। আর সেই তালিকার প্রথমদিকেই আছে ফেসবুক। তাই ই-বাডি মেসেঞ্জারে এখন ফেসবুক যুক্ত হওয়ায় ফেসবুক চ্যাটিংয়ে থাকা যাবে সবসময়।

এই মডেলগুলোর পাশাপাশি আইফোন, অ্যান্ড্রয়িড, পিএসপি বা নিনটেন্ডোর জন্য আলাদা ভার্সন আছে।

সাধারণত জাভা সাপোর্টেড যেকোনো মোবাইল ফোনেই এই সফটওয়্যার চালানো যাবে। এমনকি চীনের তৈরি ননব্র্যান্ড মোবাইল ফোনেও যদি জাভার সাপোর্ট থাকে, তাহলে এই মেসেঞ্জার তাতে চালানো যাবে। তারপরেও কোন কোন মোবাইল ফোনে ই-বাডি মোবাইল ফোনের মেসেঞ্জার অফিসিয়ালি সাপোর্ট করবে তা একটু দেখে নেয়া যাক :

নোকিয়া : 6610, 6800, 6810, 6820, 6822, 7200, 7210, 7250, 7250i, 7260, 5300, 6126, 6131, 6133, 6233, 6234, 6265, 6270, 6275, 6280, 6282, 6288, 6300, 7373, 7390, 8600 Luna, 2855, 3152, 3155, 6060, 6061, 6070, 6080, 6102, 6102i, 6103, 6152, 6155, 6170, 6255, 6650, 6651, 7270, 7360, 7600, 3230, 3250, 3600, 3620, 3650, 3660, 6260, 6600, 6620, 6630, 6670, 6680, 6681, 6682, 7610, 7650, N-Gage, N-Gage QD, N70, N72, N91

সনি এরিকসন : J200, J210, J220, J230, J300, K200, K300, Z300, C510, C702, C901, C902, C903, F100 Jalou, G502, G700, G705, G900, J105 Naite, K660, K770, K790, K800, K810, K818, K850, K858, M600, M608, M610, P200 (Paris), P700, P990, S500, TM506, TM717 Equinox, U100 Yari, W508, W518a, W580, W595, T616, T618, T628, T630, T637, W205, W300, W395, Z250, Z310, Z320, Z500, Z520, Z530, Z600, D750, F305, K550, K600, K608, K610, K618, K630, K700, K750, K758, S302, S312, V600, V630, V640, V800, W200, W302, W350, W380, W550, W600, Z558, Z610, Z710, Z800Samsung, D500, D600, D900, E530 E720 E620

মোটোরোলা : যেকোনো RAZR, যেকোনো KRAZR, যেকোনো SLVR, যেকোনো ROKR, যেকোনো RIZR, C168, C380, C381, C385, C390, C650, C651, V180, V186, V188, V220, W220, W233 Renew, A835, A840, A845, A860, C975, C980, E398, E550, E770


কজ ওয়েব

ফিডব্যাক : javedcse1982@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস