• ভাষা:
  • English
  • বাংলা
হোম > বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
মোট লেখা:৩৭৯
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
বিসিএস কমপিউটার শো
তথ্যসূত্র:
রির্পোট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০



কমপিউটার জগৎ প্রতিনিধি -

নতুন প্রজন্মের ডিজিটাল বাংলাদেশ থিম নিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩০ অক্টোবর শুরু হয় বাংলাদেশ কমপিউটার সমিতি তথা বিসিএস আয়োজিত তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শনী ও কমপিউটারের আন্তর্জাতিক মিলনেমলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০’। ২০০৮ সাল থেকে বিসিএস আয়োজিত এ মেলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড’ শিরোনামে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে।

চারদিনব্যাপী এ মেলায় তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্ত্ততকারক ও সরবরাহকারী ৬৬ প্রতিষ্ঠান অংশ নেয়। এতে মূলত কমপিউটার, হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্য, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষাউপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তিপণ্য ইত্যাদির উন্নত ও হালনাগাদ সংস্করণ প্রদর্শিত ও বিক্রি হয়। প্রায় ৫ হাজার বর্গফুটজুড়ে ৬৯ স্টল ও ২৬ প্যাভিলিয়নে এসব প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়। এ মেলা শেষ হয় ২ অক্টোবর ২০১০-এ।

মেলার যত সুযোগ

‘বিসিএসআইসিটি ওয়ার্ল্ড ২০১০’-এ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বাজারজাত করা বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়সহ নানা উপহার বিতরণ করেছে। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠান দিয়েছে তাৎক্ষণিক ক্যাশব্যাক। ক্রেতাদের জন্য প্রতিটি প্যাভিলিয়ন ও স্টলে কেনা পণ্যের ওপর বিশেষ অফার দিয়েছে মেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান।

ফ্লোরা লিমিটেড ৫ শতাংশ ছাড়সহ প্রতিটি এইচপি ল্যাপটপেই ইউএসবি স্পিকার ফ্রি দেয়। কোনো কোনো মডেলে ল্যাপটপের সাথে দেয় বিনামূল্যে ডেস্কজেট প্রিন্টার। ফ্লোরা নিজস্ব ব্র্যান্ড নোটবুকে দেয় মডেলভেদে ২০০০ টাকা পর্যন্ত ছাড়। ডেল ব্র্যান্ডের ল্যাপটপে দেয় মডেলভেদে ৫-৭ শতাংশ ছাড়। ফ্লোরা প্যাভিলিয়নে আরেকটি আকর্ষণীয় পণ্য ছিল নাইকন ও অলিম্পাস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডিজিটাল ক্যামেরা। নাইকন ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরায় মডেলভেদে ১৫০০-৩০০০ টাকা ছাড়সহ ২ গি.বা. মেমরি কার্ড ফ্রি দেয়। আর অলিম্পাস ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরায় ৫০০-২০০০ টাকা ছাড়সহ ২ গি.বা. মেমরি কার্ড ফ্রি দেয়।

মেলায় আসুস প্যাভিলিয়নের আকর্ষণ ছিল বিভিন্ন মডেলের আকর্ষণীয় ল্যাপটপ, ই-পিসি নেটবুক, হাই-এন্ড সার্ভার, গেমিং পিসি, এলইডি মনিটর। মেলায় আসুস ল্যাপটপ ও ই-পিসি নেটবুকে বিশেষ ছাড় হিসেবে অভাবনীয় হারে দাম কমানোসহ আকর্ষণীয় উপহার, ল্যাপটপ ক্লিনিং সামগ্রী, কিউবি ওয়াইম্যাক্স মডেমে ৬৭ শতাংশ ছাড়, টেকনো এজ মডেম মূল্যছাড় এবং আসুস ল্যাপটপে ছিল লাইসেন্সসহ বিনামূল্যে পান্ডা অ্যান্টিভাইসরাস সফটওয়্যার। এছাড়া মেলায় ব্রাদার্স প্যাভিলিয়নে ছিল বিভিন্ন মনোক্রম ও কালার লেজার জেট প্রিন্টার, ইঙ্ক জেট প্রিন্টার, মাল্টিফাংশনাল প্রিন্টার, ফ্যাক্স মেশিন প্রভৃতি।



মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়নে স্যামসাংয়ের কম বা বেশি দামের প্রিন্টার কিনলে যথাক্রমে ৩০০ ও ৬০০ পৃষ্ঠার এফোর সাইজের কাগজ ফ্রি দেয়া হয়। স্যামসাং মনিটর কিনলে আগোরার গিফট ভাউচার দেয়া হয়। ২৩ ইঞ্চি মনিটর কিনলে টিভি কার্ড ফ্রি দেয়া হয়। স্যামসাং আকর্ষণীয় দামে নোটবুক বিক্রি করে। স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ডিজিটাল ক্যামেরায় মেলা উপলক্ষে ৫০০-৭০০ টাকা কমে বিক্রি করা হয়।

মেলায় জেএএন অ্যাসোসিয়েটসের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বখ্যাত ক্যানন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডিজিটাল ক্যামেরা। মেলা উপলক্ষে মডেলভেদে ৫০০-৩০০০ টাকা ছাড় দেয়া হয়। এইচপি মেলা উপলক্ষে তাদের স্টলে এইচপি অফিসজেট ৬৫০০ প্রিন্টারের সাথে ফ্রি দেয় জুম আল্ট্রা মডেম সংযোগ ও এইচপি নোটবুকের সাথে দেয় জুম আল্ট্রা বান্ডেলসহ দুই মাসের ফ্রি গ্রাহকসেবা। এইচপি ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরায় মডেলভেদে ১০০০-৩০০০ টাকা ছাড়ের সুযোগ ছিল। এসার প্রতিটি ল্যাপটপের সাথে দেয় স্ক্র্যাচকার্ড। এ স্ক্র্যাচকার্ড ঘষে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উপহার পাওয়ার সুযোগ ছিল এসার নোটবুক বা স্মার্টফোন ক্রেতাদের। এছাড়া প্রতিটি নেটবুক, ল্যাপটপ মডেলভেদে ২০০০-৪০০০ টাকা কম দামে বিক্রি করে। সাথে ফ্রি দেয়া হয় ইউএসবি ওয়াইম্যাক্স মডেম। মাল্টিলিঙ্ক বিক্রি করে শুধু এইচপির বিভিন্ন মডেল ও কনফিগারেশনের প্রিন্টার স্ক্যানার নোটবুক। মেলা উপলক্ষে এইচপির বিভিন্ন পণ্যের সাথে ফ্রি দেয়া হয় জুম আল্ট্রা কানেকশনসহ মডেম। আইওএম প্যাভিলিয়নের আকর্ষণ ছিল তোশিবার বিভিন্ন মডেলের ল্যাপটপ ও নেটবুক। তোশিবা ব্র্যান্ডের কয়েকটি মডেলে ল্যাপটপের সাথে ফ্রি দেয়া হয় গ্রামীণফোনের ইন্টারনেট মডেম। আবার কিছু কিছু মডেলের সাথে ফ্রি দেয়া হয় ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস।

মেলায় কিউবি তারবিহীন ইন্টারনেট মডেমে ৫০ ভাগ ছাড় দেয়। ফলে তিন হাজার টাকার কিউবি মডেম ১৫০০ টাকায় বিক্রি করে। কমপিউটার সোর্স মেলায় বিভিন্ন মডেলের এইচপি, ডেল, ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ ও নেটবুকে ৫০০-২০০০ টাকা ছাড় দেয়। এছাড়া সোর্সের প্যাভিলিয়নে পাওয়া যায় বিভিন্ন ধরনের ম্যাকবুকপ্রো ও আইম্যাক। বাইনারি লজিক তাদের পণ্যের সাথে দেয় ফ্রি টি-শার্ট। মেলায় তাদের স্টলে পাওয়া যায় লাইসেন্স উইন্ডোজ স্টার্টার। ওরিয়েন্টের স্টলের আকর্ষণ ছিল ভিউসনিক ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রজেক্টর। এতে ৫ শতাংশ মূল্য ছাড়ের সুযোগ ছিল। ইউনিক বিজনেস সিস্টেম আকর্ষণীয় দামে বিক্রি করে হিটাচি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রজেক্টর, মাউস, কিবোর্ড, স্পিকার। প্রজেক্টরের সাথে স্ক্রিন ফ্রি দেয়া হয়। এমএসআই ল্যাপটপ কিনলে পাওয়া যায় ২০০০-৪০০০ টাকা ছাড়। মেলায় লেনোভোর বিভিন্ন ধরনের ল্যাপটপ ও নেটবুকে ৫০০-১০০০ টাকা ছাড় দেয়া হয়। বাংলাদেশের লেনোভো ব্র্যান্ডের মাস্টার রিসেলার খান জাহান আলী কমপিউটারস লিমিটেড এবং রিসেলার রিশিত কমপিউটার। ভায়ো ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ল্যাপটপ ও নেটবুকের সাথে দেয়া হয় বিশেষ উপহার। সনি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডিজিটাল ক্যামেরা আকর্ষণীয় দামে বিক্রি করা হয়।

স্পেকট্রাম ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম মেলা উপলক্ষে প্রদর্শন করে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক পণ্য ও সার্ভার রেক। কমপিউটার ভিলেজ মেলায় নিয়ে আসে ৬৫০ ভিএ থেকে ১২০০ ভিএ পর্যন্ত বিভিন্ন ধরনের ইউপিএস, ভিশন ব্র্যান্ডের কমপিউটার কেস ও এয়ারসন স্মার্ট ল্যাপটপ স্পিকার। স্টার হোস্ট মেলায় ওয়েব হোস্টিংয়ের জন্য বিভিন্ন প্যাকেজ অফার করে আকর্ষণীয় মূল্যে। বিজনেসল্যান্ড মেলা উপলক্ষে উপস্থাপন করে তাদের বিজনেস প্রমোশন অ্যাক্টিভিটি। তুলে ধরে ফক্সকন মাদারবোর্ডের বিভিন্ন ফিচারসহ ট্রান্সসেন্ডের বিভিন্ন ধরনের পেনড্রাইভ ও পোর্টেবল হার্ডড্রাইভের ফিচার। এছাড়া মেলায় বিক্রি করে আকর্ষণীয় দামে তাদের নিজস্ব ব্র্যান্ডের পিসি এবং এসার ও এইচপি ব্র্যান্ডের নোটবুক। ড্যাফোডিল গ্রুপের প্যাভিলিয়নে উপস্থাপন করা হয় তাদের দেয়া বিভিন্ন অফার। ইনডেক্স আইটি লিমিটেড মেলায় বিভিন্ন মডেলের স্যামসাং ল্যাপটপ, নেটবুকে দেয় ১০০০-১৫০০ টাকা ছাড়। স্যামসাং এলসিডি মনিটরের সাথে দেয় গিফট ভাউচার। আর ইনডেক্স পিসি বিভিন্ন মডেল ও কনফিগারেশনের ওপর ভিত্তি করে বিশেষ ছাড়। স্পিড টেকনোলজি মেলা উপলক্ষে অফার করে বেলকিন ওয়্যারলেস রাউটারসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক পণ্য। ল্যাপটপ কুলিং হাব, ল্যাপটপ কুলিং প্যাড, ল্যাপটপ অ্যাক্সেসরিজ, ল্যাপটপ ও মোবাইলের জন্য স্পিকার। মেলায় টেকভ্যালি ডিস্ট্রিবিউশনস লিমিটেড আকর্ষণীয় দামে অফার করে হিউন্দাই ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মনিটর, টেকভ্যালী পিসি, কেস্টার ইউপিএস ইত্যাদি।

কজ ওয়েব

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস