• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ডগ ফাইটার
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ডগ ফাইটার

ডগ ফাইটার গেমটি একটি অ্যাকশন অ্যারিয়াল কমব্যাট গেম যা শুধু উইন্ডোজের জন্য বানানো হয়েছে। গেমটি ডেভেলপ ও পাবলিশ করেছে মুক্ত গেম ডেভেলপার কোম্পানি ডার্ক ওয়াটার স্টুডিও। উত্তর আয়ারল্যান্ডের এ গেম ডেভেলপার কোম্পানির গেমটি ডিস্ট্রিবিউট করছে ভালভ কোম্পানির স্ট্রিম নামের উইন্ডোজ গেম ক্লায়েন্ট। ডগ ফাইটার প্রথম কমার্শিয়াল গেম, যা ইন্সটিঙ্কট নামের গেম ইঞ্জিন ব্যবহার করে বানানো হয়েছে। প্রায় ২০০ ডেডিকেটেড সার্ভার ও ২০ ডেডিকেটেড ডেমো সার্ভার গেমটি অনলাইনে চালু রেখেছে এবং গেমটি হোস্ট করছে মাল্টিপ্লে নামের প্রতিষ্ঠান।



ডগ ফাইটার আর্কেড অ্যারিয়াল কমব্যাট অ্যারিনা স্টাইল গেম। যাতে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে অন্য প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করতে হবে ঠিক যেমনটা রোমের কলোসিয়ামের মধ্যে গ্রাডিয়েটররা করতো। গেমে বেশ কয়েক ধরনের প্লেন রয়েছে যেগুলোর আলাদা আলাদা ক্ষমতা, গতি ও ডিফেন্স দক্ষতা রয়েছে। সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বীর সাথে বেশ কিছু গেম মোডে গেমটি খেলা যাবে। মোডগুলো হচ্ছে- ডেথম্যাচ, টিম ডেথম্যাচ, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, লোন উলফ ইত্যাদি। গেমটি শুধু লোকাল মাল্টিপ্লেয়ার বা ল্যান কানেকশনে খেলা যাবে। এতে অনলাইন মাল্টিপ্লেয়ার মোড নেই। সিঙ্গেল প্লেয়ার মোডে টুর্নামেন্ট হিসেবে ৭টি আলাদা র্যা ঙ্ক বা ডিফিকাল্টিতে গেমটি খেলা যাবে। নির্দিষ্টসংখ্যক পয়েন্ট অর্জনের মধ্য দিয়ে ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড মেডেল পাওয়া যাবে।

৮টি আলাদা ফাইটার প্লেন এবং ২০টি ভিন্নধর্মী অফেন্সিভ ও ডিফেন্সিভ ওয়াপনের সাহায্যে বিভিন্ন লোকেশনে গেমটি খেলার মজাই আলাদা। প্লেনের সাহায্যে খুব সহজেই ব্যারেল রোল ও ইমমেলমান টার্ন দেয়ার বিষয়টি অসাধারণ।

গেমে ফাইটার প্লেনগুলোর তালিকায় রয়েছে- প্রটোফাইটার, রকওয়েল, স্যামনাইট, সুইফট, ফ্লিটফুট, উইং ব্লেড, দ্য ব্লক ডেথ ও মনগুস। অফেন্সিভ ওয়াপনের মধ্যে রয়েছে- মেশিনগান, ভাল্কান চেইনগান, ভাইপার রেইলগান, ববক্যাট শটগান, হেলফায়ার রকেট, সিকার হোমিং মিসাইল, এনহিলাটর ক্লাস্টার রকেট ইত্যাদি। ডিফেন্সিভ ওয়াপনের তালিকায় রয়েছে- এয়ার মাইন্স, ব্যাকফায়ার হোমিং মিসাইল, শিল্ড, ইনভিজিবিলিটি, রেয়ার ফেসিং ববক্যাট, ইঞ্জিন ডিসরাপ্টর। এছাড়াও আরো কিছু পিকআপ বা ইনস্ট্রা-গ্রাবস রয়েছে যা কিছু বিশেষ সুবিধা দেবে, এগুলো হচ্ছে- ম্যাক্স স্পিড ইনক্রিজ, আনলিমিটেড বুস্ট, ডিসগাইস, রাডার স্ক্রাম্বলার, রিভার্স কন্ট্রোলস, মেগা হেলথ, মিডিয়াম হেলথ ইত্যাদি। গেমটির অ্যারিনা বা ম্যাপগুলোর মধ্যে রয়েছে- ডার্টবক্স, ফারাওস, দ্য রেডমাইনস, শাম্বালা ও ভলকানো। গেমটির আপডেট প্যাকে আরো নতুন কিছু ফাইটার প্লেন, ম্যাপ ও গেম মোড পাওয়া যাবে। ফাইটার প্লেন নিয়ে আগ্নেয়গিরির ওপর দিয়ে, পাহাডের ফাঁকে সুড়ঙ্গের ভেতর দিয়ে, পিরামিডের দেশে যুদ্ধ করার মজা উপভোগ করার জন্য গেমটি একবার খেলে দেখতে ভুলবেন না।

গেমটিতে ইন্সটিঙ্কট টেকনোলজির বানানো ক্রস প্লটফর্ম মিডলওয়্যার সলিউশন টেকনোলজি ব্যবহার করার পাশাপাশি এনভিডিয়ার সাইক্স, স্কেলফর্ম ও এফমোড ব্যবহার করা হয়েছে। এতে আরো রয়েছে ডিফার্ড রেন্ডারিং এবং ল্যান্ডস্কেপ/আউটডোর এনভায়রনমেন্ট টেকনোলজি, যা গেমটির গ্রাফিক্স ও সাউন্ড সিস্টেম আরো বাস্তবসম্মত করে তুলতে সাহায্য করেছে। গেমটি চালাতে তেমন একটা হাই কনফিগারেশনের পিসি লাগবে না। গেমটি চালাতে ২ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ১ গিগাবাইট মেমরি, ২৫৬ মেগাবাইট মেমরির পিক্সেল শেডার ২.০ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড ও ৬০০ মেগাবাইট হার্ডডিস্ক স্পেস। যারা হাই সিস্টেম রিকোয়ারমেন্ট চাওয়া গেমগুলোর প্রতি বিরক্ত এ গেমটি তাদের জন্য আদর্শ।

কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস