স্ট্যাটেজি গেমগুলোর মাঝে ডানজেওন সিজ সিরিজের গেমের নামডাক খুব একটা বেশি না থাকলেও গেম সিরিজটি বাজারে ভালো বেচাকেনা হচ্ছে। ডানজেওন সিজ সিরিজের বাকি গেমগুলো হচ্ছে- ডানজেওন সিজ, লিজেন্ডস অব আরান্না, ডানজেওন সিজ ২, ব্রোকেন ওয়ার্ল্ড ও থ্রোন অব অ্যাগোনি (প্লেস্টেশন পোর্টেবলের জন্য)। সিরিজের বেশিরভাগ গেম ডেভেলপ করেছে গ্যাস পাওয়ারড গেম। তবে লিজেন্ডস অব আরান্না ও থ্রোন অব অ্যাগোনি গেম দুটি ডেভেলপ করেছে যথাক্রমে ম্যাড ডক সফটওয়্যার ও সুপারভিলেন স্টুডিও। নতুন গেমটি ডেভেলপ করেছে নতুন আরেকটি কোম্পানি, যার নাম অবসিডিয়ান এন্টারটেইনমেন্ট। অবসিডিয়ান এন্টারটেইনমেন্টের বানানো উল্লেখযোগ্য কিছু গেম হচ্ছে- স্টার ওয়ারস-নাইটস অব দ্য ওল্ড রিপাবলিক ২ দ্য সিথ লর্ডস, নেভার উইন্টার নাইট ২ সিরিজ, আলফা প্রটোকল ও ফলআউট নিউ ভেগাস। গেম সিরিজটির পূর্ব পাবলিশার ছিল মাইক্রোসফট গেমস স্টুডিও, কিন্তু পরে তা টুকে গেমসের অধীনে পাবলিশ হয়। কিন্তু গেম সিরিজটির স্বত্ব কিনে নতুন গেমটি পাবলিশ করেছে স্কয়ার ইনিক্স নামের প্রতিষ্ঠান। ফাইনাল ফ্যান্টাসি, ড্রাগন কোয়েস্ট, কিংডম হার্টস, সাগা, টম্ব রাইডার, হিটম্যান, ডেউস ইএক্স, থিফ ইত্যাদি গেম পাবলিশ করে স্কয়ার ইনিক্স বেশ নাম করেছে। তাই ডানজেওন সিজ সিরিজের গেমেও দেখা যাবে নতুনত্ব। এবারের গেমে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ক্রিস টেইলর, যে কিনা এ সিরিজের প্রথম গেমের স্রষ্টা। তাই গেমে পুরনো গেমের স্বাদ ফিরিয়ে আনা হয়েছে, যা থেকে গেমাররা এতদিন বঞ্চিত হয়েছেন। নির্মাতারা মনে করছেন নতুন এ গেমের মাধ্যমে গেম সিরিজটি আবার তাদের আগের সাফল্যের ধারা ফিরিয়ে আনতে পারবেন। গেম সিরিজটি নিয়ে একটি কমিকসও বের হয়েছে, যার নাম দ্য ব্যাটল ফর আরান্না। জেসন স্ট্যাঠাম অভিনীত ইন দ্য নেম অব দ্য কিং নামের দুই পর্বের মুভির কাহিনী এ গেমের কাহিনীর ওপর নির্মিত। যারা মুভি দুটো দেখেছেন তাদের কাছে গেমের কাহিনী বুঝতে কোনো কষ্ট হবে না।
প্রথম গেমের প্রায় ১৫০ বছর পরের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন এ গেমের কাহিনী। গেমে বেশ কয়েকটি ক্যারেক্টার রয়েছে। গেমারের ক্লাস অনুযায়ী এ ক্যারেক্টারগুলো দেয়া হবে। গেমের উল্লেখযোগ্য কিছু চরিত্রের মধ্যে প্রথমে রয়েছে- লুকাস মন্টব্যারন, যার এক হাতে তলোয়ার ও অপর হাতে ঢাল নিয়ে বা দুই হাতে ভারি এক তলোয়ার নিয়ে খেলা যাবে। দ্বিতীয় চরিত্রটি হচ্ছে আনজালি নামের বহুরূপী নারী চরিত্র, যার হাতে থাকবে বর্শা এবং সে জাদুবিদ্যায় পারদর্শী। তৃতীয় চরিত্রটি হচ্ছে রেইনহার্ট ম্যানক্স নামের জাদুকর, যে দূর থেকে লড়াই করতে পারদর্শী। চতুর্থ চরিত্রটি হচ্ছে ক্যাটারিনা নামের এক আগ্নেয়াস্ত্র চালানোয় পারদর্শী নারী, সে দূরপাল্লার রাইফেল ও শটগান নিয়ে খেলবে। যার যেমন ক্যারেক্টার পছন্দ, তাকে নিয়ে খেলা শুরু করতে হবে। গেমে অন্যান্য কিছু চরিত্রের মধ্যে রয়েছে- ওডো, মার্টিং গুইসকার্ড, জেয়নে ক্যাসিন্ডার, হিউ মন্টব্যারন, রাডিয়ান্ট ইয়োথ ও কুইন রোসলাইন।
গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে ওনিক্স নামের গেম ইঞ্জিন। গেমের গ্রাফিক্স বেশ ভালোমানের, তবে শব্দশৈলী কিছুটা দুর্বল। গেমপ্লে ও অন্যান্য দিক বিবেচনা করে গেমটিকে মোটামুটি মানের বলা চলে। গেমে বেশ কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সঠিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। গেমের ক্যামেরা কন্ট্রোলিং বেশ ঝামেলার, তাই অনেকের কাছে তা বেশ বিরক্তিকর মনে হতে পারে। গেমটি চালাতে লাগবে ২.৫ গিগাহার্টজের কোর টু ডুয়ো প্রসেসর, ১.৫ গিগাবাইট র্যা ম, ৫১২ মেগাবাইট মেমরির পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড ও ৪ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com