• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সোলার ইমারজেন্সি লাইট
লেখক পরিচিতি
লেখকের নাম: আনোয়ার
মোট লেখা:২
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৩ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সৌর
তথ্যসূত্র:
ইন্টারফেস
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সোলার ইমারজেন্সি লাইট

বিকল্প বিদ্যুৎশক্তির উৎস হিসেবে সৌরবিদ্যুৎ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ইদানী গ্রামে এবং শহরে সৌরবিদ্যুতের ব্যবহার বেড়েছে। এ লেখায় আমরা জেনে নেব কিভাবে একটি সোলার ইমারজেন্সি লাইট তৈরি করা যায়।

সার্কিটটিকে আমরা চারটি অংশে ভাগ করতে পারি।
০১. সোলার প্যানেল,
০২. ব্যাটারি চার্জার,
০৩. ব্যাটারি এবং
০৪. আউটপুট লোড।

সোলার প্যানেল : সার্কিটটির জন্য প্রয়োজন হবে ৪০ থেকে ১২০ ওয়াটের যেকোনো একটি সোলার প্যানেল। বাজারে মনো ক্রিস্টাল ও পলি ক্রিস্টাল এ দুই ধরনের সোলার প্যানেল পাওয়া যায় এবং এগুলোর দাম প্রতিওয়াট ৬৫ থেকে ৮৫ টাকা।

ব্যাটারি চার্জার : সার্কিটটিতে সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করার জন্য একটি ব্যাটারি চার্জার রয়েছে। চার্জিংয়ের মূল কাজটি করছে একটি পিডব্লিউএম আইসি ৩৫২৫। চার্জারটির ইনপুট ভোল্টেজ ১০ থেকে ২৫ ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ ১৩.৮ ভোল্ট। চার্জার সার্কিটটি ১০ অ্যাম্পিয়ার কারেন্ট দিতে সক্ষম।

ব্যাটারি : সোলার ইমারজেন্সি লাইট তৈরি করতে ১২ ভোল্ট ৭ অ্যাম্পিয়ার থেকে শুরু করে ১২ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার ব্যাটারি দরকার।

অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারবেন

ব্যাকআপ টাইম নির্ভর করবে ব্যাটারি এবং সোলার প্যানেলের ক্ষমতার ওপর। ৪০ ওয়াটের প্যানেল এবং ১২ ভোল্ট ৭ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করলে ব্যাপআপ পাবেন ৪ ঘণ্টার মতো।

আউটপুট লোড : সোলার ইমারজেন্সি লাইটের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আউটপুট লোড সার্কিট। এ সার্কিটটি একটি ৭ থেকে ১২ ওয়াটের এনার্জি সেভিং লাইট ও একটি ২০ ওয়াটের ডিসি ফ্যান চালাতে সক্ষম। আউটপুট লোড সার্কিটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যাটারি শেষ হয়ে গেলে লাইট ও ফ্যানকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়া, যাতে ব্যাটারি ডিপ ডিসচার্জ থেকে রক্ষা পায়।

কম্পোনেন্ট লিস্ট

০১. আইসি SG 3525 ১টি।
০২. মসফেট IRFZ44 ২টি।
০৩. ডায়োড IN5408 ১০টি।
০৪. ক্যাপাসিটর 1000 UF 50V ২টি।
০৫. ফিউজ ১৫ অ্যাম্পিয়ার ১টি।
০৬. ফিউজ ১০ অ্যাম্পিয়ার ১টি।
০৭. সোলার প্যানেল ৪০/৬০/৮০/১০০ ওয়াট ১টি।
০৮. ব্যাটারি ১২ ভোল্ট ৭/১৮/২৬/৪০ অ্যাম্পিয়ার ১টি।
০৯. ডিসি সিএফএল লাইট ১টি।
১০. ডিসি ফ্যান ১টি।
১১. জিনাব ডায়োড 9V ১টি।
১২. জিনাব ডায়োড 12 V ১টি।
১৩. রেজিস্টার ছোট ডায়োড, ছোট ক্যাপাসিটর প্রয়োজনমতো।

সার্কিট তৈরিতে কোনো সমস্যা হলে ই-মেইল করতে পারেন।

ফিডব্যাক : anwar1745@yahoo.com

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস