লেখক পরিচিতি
লেখকের নাম:
কে এম আলী রেজা
মোট লেখা:১৫৩
লেখা সম্পর্কিত
লেখার ধরণ:
অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন সার্ভিস
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রিমোট ডেস্কটপ অ্যাক্সেস একটি জনপ্রিয় সার্ভিস। উইন্ডোজ সার্ভার ২০১২ ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে এ সার্ভিসটি আরও উন্নত করা হয়েছে। এ লেখায় এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। রিমোট ডেস্কটপ সার্ভিসের নতুন ফিচারগুলো ব্যবহার করে সব এনভায়রনমেন্টেই অ্যাডমিনিস্ট্রেটিভ ও ইউজারের কাজের সুবিধা বাড়ানো যায়।
নববইয়ের শতকের শেষ দিকে উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমে ‘টার্মিনাল সার্ভার’ নামে রিমোট ডেস্কটপ সার্ভিসের পথচলা শুরু হয়। পরবর্তী ভার্সনগুলোতে এর অনেক উন্নয়ন ঘটেছে, যা সবার কাছে ‘রিমোট সার্ভিস’ হিসেবে পরিচিত। উইন্ডোজ সার্ভার ২০১২ ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে যুক্ত রিমোট ডেস্কটপ সার্ভিসের নতুন সব ফাংশন, যা সার্ভিসটিকে ইউজারের মধ্যে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
স্মরণ করা প্রয়োজন, মূল টার্মিনাল সার্ভিস ছিল একেবারেই সাদামাটা। টার্মিনাল সার্ভিসের সাহায্যে ইউজার তার কমপিউটার থেকে সার্ভারে যুক্ত হতে পারতেন এবং সেখানে পুরো ডেস্কটপ সেশনে কাজ করতেন। এজন্য ব্যবহার হতো রিমোট ডেস্কটপ প্রটোকল বা আরডিপি। অপরদিকে রিমোট ডেস্কটপ সার্ভিসে আপনি রিমোট-অ্যাপ ফিচারের মাধ্যমে অ্যাপ্লিকেশন পর্যায়ে স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন। এ ছাড়া ইউজারেরা সার্ভারের আওতায় স্বতন্ত্র ভার্চুয়াল মেশিনে সংযুক্ত হতে পারেন। সিস্টেমের অধিকতর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য আপনি রিমোট ডেস্কটপ গেটওয়ে (আরডিজি) ও রিমোট-এফএক্স সেটআপ করতে পারেন। এসব ফিচারের কারণে টার্মিনাল সার্ভিসের তুলনায় রিমোট ডেস্কটপ সার্ভিসে ইউজার বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। এতে ইউজারেরা পার্থক্য করতে পারবেন না যে, এরা রিমোট সার্ভার না স্থানীয় কমপিউটারে কাজ করছেন।
পিসির পাশাপাশি অনেক ইউজার এখন অপেক্ষাকৃত ছোট আকারের ডিভাইস যেমন : লাপটপ ও ট্যাবে কাজ করতে অভ্যস্ত হয়ে পড়ছেন। এসব ডিভাইস বেশিরভাগ ক্ষেত্রেই টাচ-এনাবলড অর্থাৎ টাচ স্ক্রিনের সাহায্যে এসব ডিভাইসে ইনপুট দেয়া যায়। খুব শিগগিরই এসব ডিভাইসে উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিং সিস্টেম ব্যাপকভাবে দেখা যাবে বলে আশা করা যায়।
উইন্ডোজ সার্ভার ২০১২-র রিমোট ডেস্কটপ প্রটোকলের অভিজ্ঞতা উইন্ডোজ ৮-এ সংযুক্ত করা হয়েছে। সার্ভার ২০১২-র অভিজ্ঞতার আলোকে উইন্ডোজ ৮-এ টাচ-এনাবল্ড রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে, যা খুব সহজেই ব্যবহার করা যায়। অ্যাপ্লিকেশনটি সর্বশেষ রিমোট সংযোগ স্মরণে রাখে এবং প্রয়োজন হলে সহজেই ওইসব সংযোগে আবার যুক্ত হতে পারে।
রিমোট ডেস্কটপ প্রটোকলের সর্বশেষ ভার্সন এবং এর ক্লায়েন্ট সফটওয়্যার উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম কমপিউটারেও ইনস্টল করা যায়। নতুন রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট সফটওয়্যার রিমোট-অ্যাপ উইন্ডোকে সরাতে ও এর আকার পরিবর্তন করতে পারে। এ ছাড়া নতুন রিমোট অ্যাক্সেস সিস্টেমে রিমোট অ্যাপ্লিকেশন ও স্থানীয় অ্যাপ্লিকেশন প্রায় অভিন্নভাবে আচরণ করে। সাধারণ ইউজারের পক্ষে এ দুই ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য করা সম্ভব হয় না।
উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে Remote Desktop Windows Store
App নামে একটি অ্যাপ্লিকেশন, যা ইউজারেরা ফ্রি পেতে পারেন। এটি পাওয়া যাবে উইন্ডোজ স্টোরে। টাচ ফ্রেন্ডলি এ অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই দ্রুত ও সাবলীলভাবে রিমোট ক্লায়েন্ট কমপিউটারের সাথে যুক্ত হওয়া যাবে।
উইন্ডোজ ৮-এর রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনে প্রধান ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো :
অন-স্ক্রিন কীবোর্ড : যেসব ডিভাইসে ফিজিক্যাল কীবোর্ড সংযুক্ত নেই, সেগুলোতে রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন সহজেই কমান্ড বার থেকে টাচ কীবোর্ড স্ক্রিনে মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারে। কীবোর্ডটি সামনে নিয়ে আসার জন্য টাচস্ক্রিনের ওপর বা নিচের কোনায় প্রথমে সুইপ, এরপর স্ক্রিনে ভাসমান কীবোর্ড আইকনে চাপ দিতে হবে (চিত্র-২)।
রিমোট-অ্যাপ ও ডেস্কটপ কানেকশন ব্যবস্থাপনা : সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর মূলত RemoteApp and Desktop Connections-এর মাধ্যমে রিমোট ইউজারকে অ্যাপ্লিকেশন ও ডেস্কটপ ব্যবহারের সুযোগ করে দেয়। উইন্ডোজ ৮-এ RemoteApp and Desktop Connections সুবিধাটি যুক্ত আছে। তবে এটি কার্যকর করতে Control Panel-এর সাহায্য নিতে হয়। অপরদিকে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে Remote Desktop App থেকেই RemoteApp and Desktop Connections-এর পুরো নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কাজগুলো সম্পন্ন করা যায়। অ্যাপ্লিকেশনটিতে কাজ করার জন্য টাচস্ক্রিনের ডান পাশে সুইপ করে সেটিংস বাটনে প্রেস করুন। এরপর স্ক্রিনে দৃশ্যমান Manage RemoteApp and Desktops-এ চাপ দিন।
এবার Manage RemoteApp and Desktops প্যানেলে ইতোপূর্বে ব্যবহার হওয়া সব রিমোট সংযোগের পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে। এ ছাড়া নতুন কোনো সংযোগ অ্যাপ্লিকেশনটিতে যোগ করার জন্য Add a New Connection নামে একটি অপশন দেখা যাবে, যার অবস্থান প্যানেলের নিচে বাম কোনায়। কোনো একটি সংযোগে যুক্ত হলে ওই কমপিউটারের আওতায় কতটি অ্যাপ্লিকেশন ও ডেস্কটপে অ্যাক্সেস পাবেন তার একটি বিবরণ দেখা যাবে সংযোগের নামের নিচে। চিত্র-৪-এ দেখা যাচ্ছে রিমোট ইউজার Work Resources নামের সংযোগে ২১টি অ্যাপ্লিকেশন ও একটি ডেস্কটপে অ্যাক্সেস পাচ্ছেন।
এবার Work Resources-এ প্রেস করলেই ইউআরএল, স্ট্যাটাসসহ রিমোট সংযোগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সামনে চলে আসবে। এ স্ক্রিন থেকেই আপনি সরাসরি কোনো সংযোগ আপডেট বা অপসারণ করতে পারেন।
Remote Desktop App থেকে সরাসরি RemoteApp and Desktop Connections নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য যেসব অপশন রয়েছে, এর বিবরণ মোটামুটি এমন।
ডায়নামিক রেজ্যুলেশন আপডেট : উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের আরেকটি অন্যতম নতুন সংযোজন হলো ডায়নামিক রেজ্যুলেশন আপডেট, যা রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনকে অনুমোদন দেয় স্থানীয় অ্যাপ্লিকেশনে পরিবর্তনগুলো রিমোট সিস্টেমে আপডেট করার। এটি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা যায়। রোটেশন সাপোর্ট করে এমন ট্যাবলেট ডিভাইস একটি রিমোট কমপিউটারের সাথে ইন্টারনেটের সাহায্যে সংযুক্ত করে ঘুরালে দেখতে পাবেন রিমোট সেশনের রেজ্যুলেশন আপনা-আপনি আপডেট হচ্ছে, যা মূলত ডিভাইস রোটেশনের প্রতিফলন। ইন্টারনেট সংযোগের গতি ভালো হলে ডিভাইসে রিমোট সেশনের রেজ্যুলেশন অনেকটা স্থানীয় অ্যাপ্লিকেশনের রেজ্যুলেশনের মতো মনে হবে।
ডায়নামিক রেজ্যুলেশন আপডেট পরীক্ষা করার দ্বিতীয় পদ্ধতি হলো একাধিক মনিটরকে বিভিন্ন রেজ্যুলেশনে সেট করে সেগুলোতে রিমোট ডেস্কটপ সেশন চালিয়ে দেয়া। সেশনে রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিভিন্ন মনিটরে মুভ করা হলে মনিটরে রেজ্যুলেশন নিজ থেকেই আপডেট হতে থাকবে। ডিভাইসে বিভিন্ন অ্যাপ্লিকেশন রিসাইজ করার সময় রেজ্যুলেশন আপডেট হয়ে থাকে। অ্যাপ্লিকেশনে স্ক্রলবার ব্যবহারের জন্য অনেক সময় এগুলোকে রিসাইজ করতে হয়। ধরুন, একটি সিস্টেমে কোনো অ্যাপ্লিকেশন পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০-এ রান করছে। এর পাশাপাশি অপেক্ষাকৃত কম রেজ্যুলেশনের দ্বিতীয় একটি অ্যাপ্লিকেশন যদি রান করে, এর রেজ্যুলেশন আপনা-আপনি ১৩৯০ বাই ১০৮০-এ আপগ্রেড হয়ে যাবে। রিমোট সেশনে কোনো অ্যাপ্লিকেশনের রেজ্যুলেশন ১০২৪-এর নিচে আপডেট হয় না। তার কারণে ১০২৪-এর নিচে রেজ্যুলেশনসম্পন্ন অনেক অ্যাপ্লিকেশন সিস্টেমে যথাযথভাবে রান করে না।
সাপোর্টেড অপারেটিং সিস্টেম : যেসব উইন্ডোজ অপারেটিং সিস্টেম রিমোট ডেস্কটপ উইন্ডোজ স্টোর অ্যাপ্লিকেশন সাপোর্ট করে, সেগুলোর তালিকা নিম্নরূপ :
ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম : উইন্ডোজ এক্সপি (ভার্সন ৩), উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ ৭, ৮ ও ৮.১।
সার্ভার অপারেটিং সিস্টেম : উইন্ডোজ সার্ভার ২০০৩, ২০০৮ ও ২০১২।
উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের জন্য এখনও রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপডেট করা হয়েছে এবং এতে নিত্যনতুন ফিচার যুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উইন্ডোজ স্টোর থেকে কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেগুলো নিজেই পরীক্ষা করে দেখতে পারেন।
ফিডব্যাক : kazisham@yahoo.com