• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ইন্টারনেটে অর্থ উপার্জনের কৌশল
লেখক পরিচিতি
লেখকের নাম: নাহিদ মিথুন
মোট লেখা:২২
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৪ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ফ্রিল্যান্স
তথ্যসূত্র:
আউটসোর্সিং
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ইন্টারনেটে অর্থ উপার্জনের কৌশল
ইন্টারনেটে অর্থ উপার্জনের কৌশল পর্ব-৫

কমপিউটার জগৎ-এর নিয়মিত বিভাগ ‘ঘরে বসে আয়’-এর পঞ্চম পর্বে আলোচনা করা হয়েছে হাবপেজ ডটকম (hubpage.com) সম্পর্কে।
আপনার আয় বাড়ানোর জন্য hubpage.com-এ কাজ করতে পারেন।
hubpage.com-এ প্রতিদিন অসংখ্য ভিজিটর আসে এবং বিভিন্ন বিষয়ে তথ্য খুঁজে থাকে। আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিয়মিত আর্টিকেল প্রকাশ করলে আপনার আয় অনেক বেড়ে যাবে। hubage.com-এ প্রতিদিন লাখ লাখ ভিজিটর আসে। ফলে এখানে আপনি আর্টিকেল লিখে আপনার নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক দিলে ওয়েবসাইটের ভিজিটর অনেক বেড়ে যাবে।
আর্টিকেল মার্কেটিংয়ের জন্য hubage.com-এ অনেক বেশি সুবিধা পাওয়া যায়। এখানে আর্টিকেল পাবলিশ করলে যে সুবিধাগুলো পাবেন তা হলো :
০১. আপনার নিজের ওয়েবসাইটে ভিজিটর অনেক বাড়বে। যার ফলে আপনার আয় অনেক বেড়ে যাবে।
০২. এখান থেকে গুগল অ্যাডসেন্সে আবেদন করে অ্যাকাউন্ট পাবেন অথবা আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন।
০৩. এখান থেকে অ্যামাজন ও ই-বে থেকেও আয় করতে পারবেন।
০৪. হাবপেজ থেকে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি হবে।
আপনার ব্রাউজার থেকে hubpages.com-এ অ্যাক্সেস করে ওপরের ডান থেকে join now-এ ক্লিক করলে একটি ফরম আসবে।
ফরমটি পূরণ করে সাইনআপে ক্লিক করুন। এর পরের পেজে আপনার সম্পর্কে কিছু লিখুন এবং submit-এ ক্লিক করুন ।
এর পরের পেজটি পূরণ করে continue-তে ক্লিক করুন। ফলে একটি ওয়েলকাম মেসেজ আসবে। এবার Start a new hub-এ ক্লিক করলে আপনার সামনে আরেকটি ফরম আসবে।
এখানে টাইটেল, ক্যাটাগরি, লেআউট, ট্যাগ সিলেক্ট করুন।
ফলে আরেকটি পেজ আসবে। সেখানে captcha দিন এবং continue-তে ক্লিক করুন। এই পেজে আপনার আর্টিকেলের পেজটি সেটআপ করুন। এবার আর্টিকেল টাইটেল, ইমেজ, ভিডিও, আরএসএস, অ্যামাজন, ই-বেসহ আপনার আর্টিকেল পাবলিশ করুন।
এবার হাবপেজে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সংযুক্ত করুন

ফিডব্যাক : mentorsystms@gmail.com


পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০১৪ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস