কমপিউটার জগৎ-এর নিয়মিত বিভাগ ‘ঘরে বসে আয়’-এর চতুর্থ পর্বে আলোচনা করা হয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি নিয়ে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য I’d Like to Setup an Adsense Account-এ ক্লিক করুন।
এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit-এ ক্লিক করুন। এখন আপনার ই-মেইল চেক করুন এবং দেখবেন গুগল অ্যাডসেন্স থেকে ই-মেইল এসেছে। ই-মেইলটি ওপেন করুন এবং নির্দেশিত হাইপার লিঙ্কে ক্লিক করুন।
অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করার একটি ফরম এবার সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং Continue-তে ক্লিক করুন।
পরবর্তী পেজে এলে আপনার দেয়া তথ্যগুলো চেক করুন। তথ্য সঠিক থাকলে Continue-তে ক্লিক করুন।
এবং পরবর্তী পেজে নির্দেশিত স্থানে টিক চিহ্ন দিন ও Accept-এ ক্লিক করুন।
আপনার অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। এবার দ্রুত অ্যাপ্রোভ হওয়ার জন্য Docstoc-com-এ আপনার আর্টিকেল আপলোড করতে হবে। Docstoc-com-এ লগইন করুন। এরপর Upload®Shane Documents-এ ক্লিক করুন।
পরবর্তী পেজে Select Files-এ ক্লিক করুন। এবার আপনার আর্টিকেলটি সিলেক্ট করে Open-এ ক্লিক করুন।
আর্টিকেলটি আপরোড হয়ে গেলে আরেকটি পেজ আসবে। সেখানে Title®Category® Tags®Description দিন।
ট্যাগ অর্থাৎ কীওয়ার্ডের জন্য Google Adwords Keyword Tool ব্যবহার করুন।
এবার Save and Publish-এ ক্লিক করুন। আপনার ডকুমেন্ট/আর্টিকেল আপলোড হয়ে যাবে। এভাবে ১০-১৫টি আর্টিকেল আপলোড করলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়েছেন কি না, তা বোঝার জন্য ই-মেইল চেক করুন। পরবর্তী সংখ্যায় দেখানো হবে কীভাবে আয় বাড়ানো যায়।
লক্ষণীয়, অনেক সময় সিকিউরিটি ও অপটিমাইজেশনের জন্য সাইটের গঠন পরিবর্তন হয়