দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব মুভির পর কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই সিরিজের দ্বিZxq ce© Ô`¨ µwb‡Kjm Ae নার্নিয়া : wcÖÝ Kvw¯úqvbÕ| w˜¡Zxq পর্বের Kvwnbxi Iপরে ডিজনি নির্মাণ করেছে একই নামের অ্যাকশন ও অ্যাডভেঞ্চারভিত্তিক গেম৷ দ্য ক্রনিকেলস অব নার্নিয়া হচ্ছে সাতটি শিশুতোষ ফ্যান্টাসি উপন্যাসের সমগ্র৷ এটি ঔপন্যাসিক ক্লাইভ স্ট্যাপল লুইসের সবচেয়ে বিখ্যাত কর্ম, যা ১০০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং অনূদিত হয়েছে প্রায় ৪১টি ভাষায়৷ প্রথম দুটির পরে তৃতীয় পর্ব থেকে সপ্তম পর্বগুলো হচ্ছে-দ্য ভয়েজ অব দ্য ডাউন ট্রেডার, দ্য সিলভার চেয়ার, দ্য হর্স অ্যান্ড হিস বয়, দ্য ম্যাজিশিয়ান্স নেপিউ ও দ্য লাস্ট ব্যাটেল৷
নার্নিয়া এমন এক রাজ্য যেখানে সব জীবজন্তু কথা বলতে পারে৷ আমাদের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ এই নার্নিয়া৷ এখানে বিচরণ করে বেড়ায় গ্রিক পৌরাণে বর্ণিত কাল্পনিক কিছু অদ্ভুত প্রাণী৷ জাদুর এই দুনিয়ায় লড়াই চলে ভালো আর মন্দের, সত্য আর মিথ্যার মাঝে৷ কাহিনীর মূল চরিত্র হচ্ছে চার ভাইবোন৷ তারা হচ্ছে পিটার, সুসান, এডমন্ড ও লুসি পেভেনসি৷ তারা তাদের দুনিয়া থেকে ওয়ারড্রোবের ভেতরে লুকিয়ে থাকা জাদুর দরজা দিয়ে এসে পৌঁছায় নার্নিয়ার জাদুর দুনিয়ায়, যেখানে জাদুকরী সাদা ডাইনী রাজত্ব করে৷ তার জাদুতে পুরো নার্নিয়া শতাব্দীর পর শতাব্দী ধরে বরফাচ্ছন্ন হয়ে আছে৷ তারা সিংহ আসলান ও তার বাহিনীর সহায়তায় শয়তান ডাইনীর অভিশাপের হাত থেকে নার্নিয়াকে রক্ষা করে তার রাজ্যভার গ্রহণ করে৷ শেষে তারা ফিরে যায় আপন বাসভূমে৷
এত গেলো প্রথম পর্বের কথা, এখন আসা যাক দ্বিতীয় পর্বে।© পেভেনসি ভাইবোনদের নার্নিয়া ত্যাগের ১৩০০ বছর পরে নার্নিয়ায় শাসনভার কে নেবে তা নিয়ে দ্বন্দ্ব চলে চাচা-ভাতিজার মধ্যে৷ শয়তান রাজা মিরাজের ভাতিজা প্রিন্স কাস্পিয়ান হচ্ছে নার্নিয়ার যোগ্য উত্তরাধিকারী, কিন্তু তার চাচা চায় জোর করে রাজ্যভার নিতে৷ তার জন্য সে খুঁজে বেড়ায় প্রিন্সকে মেরে ফেলার জন্য৷ প্রিন্সের গুরু ডক্টর কর্নেলিয়াস তাকে সুসানের প্রাচীন জাদুকরী শিং দেয় তার সুরক্ষার জন্য এবং তাকে পালিয়ে যেতে বলে৷ প্রিন্স সেই জাদুকরী শিং দিয়ে পেভেনসি ভাইবোনদের নার্নিয়ায় নিয়ে আসে এবং তাকে তার যোগ্য স্থানে পৌঁছে দেয়ার জন্য তাদের সাহায্য কামনা করে৷ রাজা মিরাজের সাথে যুদ্ধে জয়ী হয়ে তারা প্রিন্সকে তার সিংহাসন ও রাজমুকুট এনে দেয়৷
গেমটিতে একই লেভেলে ৪ জনের চরিত্রকে নিয়ে খেলা যায় পছন্দমতো বদল করে উপযুক্ত কাজে ব্যবহারের জন্য৷ প্রায় ২০টির মতো চরিত্র নিয়ে খেলার সুযোগ রয়েছে এতে৷ এর মধ্যে পেভেনসি ভাইবোন, প্রিন্স কাস্পিয়ান, ড. কর্নেলিয়াস, গেমস্টোন, এস্টেরিয়াস, ট্রাম্পকিন উল্লেখযোগ্য৷ এছাড়াও ফন (অর্ধমানব অর্ধছাগল), সেন্টরস (ঘোড়ামানব), বামন, মিনোটরস (ষাঁড়ের মাথা ও মানুষের শরীরবিশিষ্ট প্রাণী), দৈত্য ইত্যাদি চরিত্র নিয়েও খেলতে হবে৷
গেমে অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের পাশাপাশি রয়েছে কিছু পাজল সমাধানের কাজ, যা সমাধানের মধ্য দিয়ে বোনাস জিনিস আনলক হবে৷ বোনাস আনলক করার জন্য নির্র্দিষ্টসংখ্যক চাবি খুঁজে বের করে তালাবদ্ধ বাক্স খুলতে হবে৷ ছয়টি অধ্যায়ে বিভক্ত এই গেমে রয়েছে অনেকগুলো লেভেল, যা গেমের সময়সীমা অনেক বৃদ্ধি করেছে৷ এতে আরো চারটি বোনাস লেভেলও রয়েছে৷ গেমের গ্রাফিক্স অত্যন্ত চমত্কার৷ গেমটি খেলার জন্য লাগবে ২ গিগাহার্টজের পেন্টিয়াম ৪, ৫১২ মেগাবাইট র্যা ম, ১২৮ মে.বা. ভিডিও মেমরি ও ৭.৫ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস৷