• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ইন্টারনেটে আয়ের অনেক পথ
লেখক পরিচিতি
লেখকের নাম: নাহিদ মিথুন
মোট লেখা:২২
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৬ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আউটসোর্সিং
তথ্যসূত্র:
আউটসোর্সিং
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ইন্টারনেটে আয়ের অনেক পথ
আউটসোর্সিং কাজ করে আয় করার ওপর প্রশিক্ষণভিত্তিক এই ধারাবাহিক লেখার ৯ম পর্বে ড্রিমওয়েভার দিয়ে সহজে ওয়েবসাইট তৈরি করার কৌশল দেখানো হয়েছে।
আমরা যেহেতুআন্তর্জাতিকব্যবসায়করতেযাচ্ছি, সেহেতুআমাদেরজানতেহবেসহজেকীভাবেএকটিওয়েবসাইট তৈরিকরাযায়। কারণ,আমাদেরনিজেরএকটি ই-কমার্সসাইটলাগবে। মনেরাখবেন, ই-কমার্সসাইট তৈরিকরাকঠিনকিছুনয়। আমরা যেকাজগুলোর দক্ষতাঅর্জনকরছি,তাআমাদেরনিজেদেরইবিক্রি করতেহবেএবংশিখবকীভাবে খুব দ্রুত ক্রেতাপাওয়াযায় ও ওয়েবসাইট তৈরিকরাযাবেএবং সেইসাইটকে বিনসার্ভারেআপলোডকরেতাবিশ্ববাসীরসামনেতুলেধরবেন।
এখানেধাপগুলোঅনুসরণকরেযান।আপনিনিজেইএকটি সুন্দরওয়েবসাইট তৈরিকরতেপারবেন।ওয়েবসাইট তৈরিকরতেআপনারকমপিউটারেযা দরকারতাহলো-ড্রিমওয়েভারসফটওয়্যার,উইনরারসফটওয়্যার, ইন্টারনেটকানেকশন, মজিলাফায়ারফক্স ব্রাউজার ও ফাইলজিলাসফটওয়্যার।
ধরাযাক, আপনারকমপিউটারের ডেস্কটপেএকটি ফোল্ডার তৈরিকরুনwwwনামে।এবারমজিলাফায়ারফক্স ওপেনকরেgoogle.com-এ গিয়েfree css templateলিখেসার্চদিন। অথবাfreecsstemplates.org/csstemplates-এ যানএবং যে টেম্পলেটটিপছন্দ হয়, সেটিডাউনলোডকরুন।
এবার ওইজিপফাইলটিকেwww ফোল্ডারে এ নিয়েডানমাউসবাটনেক্লিককরেExtract Here-এক্লিককরুন।
জিপফাইলটিআনজিপহয়ে একই নামেএকটি ফোল্ডারহবে। ফোল্ডারটিওপেনকরে ভেতরেরফাইলগুলোকেকাটকরেwww ফোল্ডারের ভেতর পেস্টকরুন। এবারজিপফাইলএবং ফোল্ডারটিডিলেটকরেদিন। www ফোল্ডারের ভেতরindex.htmlফাইলটিমজিলাফায়ারফক্স দিয়েওপেনকরুন। এটিইওয়েবসাইটেরপ্রথমফাইল। এই একটিফাইল থেকেই পুরোওয়েবসাইট তৈরিকরতেপারবেন।
এবারড্রিমওয়েভারসফটওয়্যারটিরানকরেFileOpen-এক্লিককরুনএবংwww ফোল্ডার থেকে index.htmlফাইলটিওপেনকরুন।
আমরাফ্রি টেম্পলেটথেকে শুধুpage structure নেব,বাকি সব অর্থাৎtext, image, videos, header, title, navigation bar সব কিছুআমাদেরপ্রয়োজনঅনুযায়ীপরিবর্তনকরে নেব।
টেক্সট পরিবর্তন
ড্রিমওয়েভারেindex.html-এর টেক্সটগুলোসিলেক্টকরুনএবংকিবোর্ড থেকেডিলেটবাটনচাপলেসিলেক্ট করা লেখাগুলোমুছেযাবে। এবারফাঁকা স্থানেআপনারপ্রয়োজনীয় লেখাটাইপ করুন।
হাইপারলিঙ্ক দেয়া
যেকোনোলেখাসিলেক্ট করে লিঙ্ক বক্সেhttp://www.mentorbd.net/লিখুন।এরফলে ওই লেখাটি হাইপারলিঙ্কহয়েযাবে।
টেক্সট মডিফাইকরা
ওয়েবপেজের লেখামডিফাইকরা অর্থাৎfont size, bold, italic, font color, bullet, numbering, paragraph, hyperlinkকরারজন্যড্রিমওয়েভারেরনিচেরদিকের প্রোপার্টিজ অংশ ব্যবহারকরুন।
মনেরাখবেন, লেখার যে অংশটুকুপরিবর্তনকরতেচান, সেইঅংশটুকুসিলেক্ট করেনিতেহবে।
ওয়েবপেজেইমেজব্যবহার
যেইমেজটিওয়েবপেজেব্যবহারকরতেচান, প্রথমে সেইইমেজটিকেwww-এর ভেতরেইমেজনামের ফোল্ডারেরাখুন। এবারআপনারওয়েবপেজের যেখানেইমেজদিতেচান, সেখানেকার্সরটিরাখুন। এবারড্রিমওয়েভারেরওপরেরদিকেinsert  image-এক্লিককরেইমেজ ফোল্ডার থেকে নির্দিষ্টইমেজসিলেক্ট করেOkবাটনেক্লিককরুন।
এবারইমেজটিসাইজ, লিঙ্কইত্যাদি পরিবর্তনকরতেচাইলেইমেজটিসিলেক্ট করলে সাথে সাথেইমেজপরিবর্তনের প্রোপার্টিজনিচেরদিকেচলেআসবে। এখান থেকে ইচ্ছেমতোইমেজটিকেপরিবর্তনকরতেপারবেন।
ওয়েবপেজেভিডিও দেয়া
আপনারওয়েবসাইটেভিডিও দেয়ারজন্য যেকোনোভিডিওসাইটে, যেমনyoutube.comএ গিয়েনির্দিষ্টভিডিওসিলেক্ট করে শেয়ারবাটনেক্লিককরেembedবাটনেক্লিককরুন। যে embed codeপাওয়াযাবে সেটিকপিকরুন।
এবারড্রিমওয়েভারেআপনারওয়েবপেজের যেখানেআপনিভিডিওদিতেচান, সেখানেকার্সর রেখেলিখুনvideos here (যেকোনোকিছুলিখতেপারেনজায়গাটিচিহ্নিতকরারজন্য)। এবার ওই লেখাটিকেসিলেক্ট করেsplitট্যাবেক্লিককরলেউপরেওয়েবপেজটিরcode view দেখতে পাবেন। কোডঅংশেvideos here লেখাটিমুছেদিয়েembed codeটি পেস্টকরুন।
পেজটি সেভকরেF12চাপুন। ড্রিমওয়েভারে যেওয়েবপেজটিএডিটকরছিলেন সেটিমজিলাফায়ারফক্সে ওপেনহবে।আপনার তৈরিকরাওয়েবপেজটিভিডিওসহ দেখতে পারবেন।
নেভিগেশনবারও পেজবাড়ানো
wwwফোল্ডারটিওপেনকরুন।index.html fileটিকপিকরেএকাধিকবার পেস্টকরে ইচ্ছেমতোনামদিন, নামেরমধ্যে কোনো স্পেস থাকাযাবেনা।
এবারড্রিমওয়েভারসফটওয়্যারটিরানকরুন। FileOpen-এক্লিককরেwww ফোল্ডার থেকে index.htmlফাইলটিওপেনকরুন। এবারsite navigationবাটনHome-কে সিলেক্ট করেনিচেLink Box-এ index.htmlলিখুন। ছবিঅনুযায়ীBlogবাটনসিলেক্ট করেনিচেLink box-এ blog.htmlলিখুন (ফাইলেরনামঅনুযায়ী)।
এভাবেপ্রতিটিওয়েবপেজকেড্রিমওয়েভারদিয়েওপেনকরে নেভিগেশন লিঙ্কের সাথে নির্দিষ্ট ফাইলকে লিঙ্ক করুন। এবার যে পেজে যে তথ্য দিতেচান, সেই পেজটিকেড্রিমওয়েভারদিয়েওপেনকরেওপরেরনিয়মঅনুযায়ীমডিফাইকরুন। আপনারওয়েবসাইটটি তৈরিহয়ে গেল।
ওয়েবসাইট হোস্ট করা
আপনারওয়েবসাইটটি বিনসার্ভারে হোস্টকরতেহবে। এজন্য যে বিষয়গুলো দরকারতাহলো- ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং কেনা, এফটিপি/ক্যাপনেলডিটেইলস- ক. হোস্ট আইপি/হোস্ট নেম, খ. ইউজার নেম, গ. পাসওয়ার্ড ও ঘ. পোর্ট নাম্বার (বাইডিফল্ট ২১)।
এবারমজিলাসফটওয়্যারটিরানকরুন।Host ip/Host Name, Username, Password, Port Number (by default 21)দিয়েQuick Connectবাটনেক্লিককরুন।
বামপাশেরউইন্ডোটিআপনারকমপিউটারেরফাইলদেখাবেএবংডানপাশেরউইন্ডোটিওয়েবসার্ভারেরফাইল দেখাবে।
মজিলাসফটওয়্যারেরবামপাশ থেকে www ফোল্ডারটিওপেনকরুনএবং সব ফাইলসিলেক্ট করেএরওপরডানবাটনক্লিককরুনএবংআপলোডেক্লিককরলেআপনারকমপিউটার থেকে আপনার তৈরিকরাওয়েবসাইটটিওয়েবসার্ভারেআপলোডহয়েযাবে। এবার যেমজিলাফায়ারফক্সওপেনকরেছিলেনএবং যে ডোমেইনটিআপনি রেজিস্ট্রেশনকরেছিলেন সেইনামটিদিয়েব্রাউজকরলেআপনারওয়েবসাইটটি দেখতে পারবেন। (চলবে)
ফিডব্যাক :mentorsystms@gmail.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৬ - মার্চ সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস