• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগৎ-এর ২৫ বছর পূর্তি
লেখক পরিচিতি
লেখকের নাম: সম্পাদক
মোট লেখা:৩১৭
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৬ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সম্পাদক
তথ্যসূত্র:
সম্পাদকীয়
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগৎ-এর ২৫ বছর পূর্তি
কমপিউটার জগৎ। এ দেশের প্রথম বাংলা তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক পত্রিকা। শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের প্রথম বাংলা তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক। চলতি সংখ্যাটি এর ২৫ বছর পূর্তি সংখ্যা। আজ থেকে ২৫ বছর আগে যে কমপিউটার জগৎ-এর প্রকাশনা অভিযান শুরু করেছিল, তা হাঁটি হাঁটি পা পা করে এর ২৫ বছরের নিয়মিত প্রকাশনার পথ পেরিয়ে আজ পালন করছে এর ২৫ বছর পূর্তি উৎসব। আমাদের এই আনন্দ-উৎসবে স্বাগত সবাইকে- বিশেষ করে আমাদের লেখক, পাঠক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষকও শুভানুধ্যায়ীদেরকে। কেননা, এই ২৫ বছরের পথ-পরিক্রমায় আমরা তাদেও পেয়েছি আমাদের সক্রিয় সহায়ক শক্তি হিসেবে। ব্যক্তিগতভাবে আমরা অনেকের কাছ থেকে পেয়েছি বিশেষ সহায়তা। তাদের নাম উল্লেখ করে তাদের এই অবদানকে আমরা খাটো করতে চাইনা। তবে আজকের এই ২৫ বছর পূর্তির দিনে তাদের কাছ থেকে কামনা করি সমধিক সহায়তা।
আমরা একটা বিশ্বাসের ওপর ভর করে এই পত্রিকা প্রকাশনার কাজটি শুরু করেছিলাম। আমাদেও সুদৃঢ় বিশ্বাস ছিল- একটি পত্রিকাও হতে পারে একটি আন্দোলন, যদি সে পত্রিকা সঠিক দিক-নির্দেশনা নিয়ে জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে এর প্রকাশনা অভিযান অব্যাহত রাখতে পারে। পাশাপাশি আমাদের অতিরিক্ত বিশ্বাস ছিল- একটি পত্রিকাকে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইলে পত্রিকাটি প্রচলিত সাংবাদিকতার মাঝে নিজেকে সীমাবদ্ধ রেখে শুধু নির্দিষ্ট সময় পরপর রেখায়-লেখায় ও অঙ্গসৌষ্ঠবে সমৃদ্ধ হয়ে একটি পত্রিকা প্রকাশ করে গেলেই চলবেনা। বরং প্রচলিত সাংবাদিকতার অর্গল ভেঙে বেরিয়ে আসতে হবে সময়ের প্রয়োজন মেটানোর জন্য।
আমাদের পাঠকমাত্রই জানেন, এই ২৫ বছর আমরা নিয়মিতভাবে কমপিউটার জগৎ-এর প্রতিটি সংখ্যা প্রকাশ করতে সক্ষম হয়েছি। এটি হচ্ছে আমাদেও প্রচলিত সাংবাদিকতার অপরিহার্য অঙ্গ। কিন্তু আমরা কমপিউটার জগৎকে আন্দোলনের মোক্ষম হাতিয়ার হিসেবে সফলতার সাথে ব্যবহারের খাতিরে যেখানে যেটা প্রয়োজন, সেটা করেছি- প্রচলিত সাংবাদিকতার বৃত্ত থেকে বের হয়ে এসেছি। আপনারা নিশ্চয় লক্ষ করেছেন- তথ্যপ্রযুক্তি খাতের আন্দোলনকে এগিয়ে নেয়ার স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন, সমস্যা-সম্ভাবনা জাতির সামনে তুলে ধরার পাশাপাশি বিভিন্নধর্মী তৎপরতা চালিয়েছি। এরই অংশ হিসেবে আমরা কমপিউটার মেলা আয়োজন, কমপিউটার সম্পর্কিত পুস্তিকা প্রকাশকরে বিনামূল্যে বিতরণ, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সংবাদ সম্মেলন-সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, স্কুলের শিক্ষার্থীদের কমপিউটার সম্পর্কে পরিচিত করার কর্মসূচি চালু-ইত্যাদি কর্মকা- পরিচালনা করেছি। সাথে সাথে সংশ্লিষ্ট নীতি-নির্ধারকদেও কাছে প্রয়োজনের সময়ে গেছি বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের প্রত্যাশায়, তাদের কাছে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছি। কখনও কখনও কোনো কোনো মহলের চরম অবহেলায় আমরা ক্ষক্ষাভ প্রকাশ করেছি। কিন্তু কখনও আমরা পক্ষপাতদুষ্ট বা নেতিবাচক সাংবাদিকতাকে প্রশ্রয় দিইনি।
কমপিউটার জগৎ কোনো মহল বিশেষের পত্রিকা নয়। কমপিউটার জগৎ পুরো জাতির। অতীতের মতো আসছে দিনেও কমপিউটার জগৎ পুরো জাতির মুখপত্র হয়ে কাজ করবে। জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দেবে। সে উপলব্ধি নিয়েই আগামীর সড়কে হাঁটবে- এই প্রতিশ্রুতি রইল সবার কাছে আজকের এই সিকি শতাব্দীর পূর্তির দিনে। আল্লাহ আমাদের সবার সহায় হোন।

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৬ - এপ্রিল সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস
অনুরূপ লেখা