• ভাষা:
  • English
  • বাংলা
হোম > পিএইচপি টিউটোরিয়াল পর্ব-৮
লেখক পরিচিতি
লেখকের নাম: আনোয়ার হোসেন
মোট লেখা:৭৭
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৭ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
পিএইচপি
তথ্যসূত্র:
প্রোগ্রামিং
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
পিএইচপি টিউটোরিয়াল পর্ব-৮
অ্যারে অপারেটর
উদাহরণ অপারেটরের নাম ব্যাখ্যা
$x + $y Union $x ও $y দুটি অ্যারে যোগ করা হয়েছে।
$x == $y Equality TRUE হবে যদি $x ও $y অ্যারে দুটির একই key/value থাকে।
$x === $y Identity TRUE হবে যদি $x ও $y অ্যারে দুটির key/value একই ক্রমানুসারে থাকে এবং তাদের typeও একই হয়।
$x != $y Inequality TRUE হবে যদি $x অ্যারেটি $y-এর সমান না হয়।
$x <> $y Inequality TRUE হবে যদি $x ও $y সমান না হয়।
যেমন-
01. 02. I$x = array(1 => "Dhaka", 2=> "Rangpur");
03. $y = array("two" => "Chittagong", 3 => "Sylhet", 4 => "Khulna");
04. echo '
';
05. print_r($x + $y).'
';
06. print_r($y + $x);
07. ?>
আউটপুট
Array
(
[1] => Dhaka
[2] => Rangpur
[two] => Chittagong
[3] => Sylhet
[4] => Khulna
)
Array
(
[two] => Chittagong
[3] => Sylhet
[4] => Khulna
[1] => Dhaka
[2] => Rangpur
)
** + দিয়ে বাম দিকের অ্যারের সাথে ডান দিকের অ্যারে যোগ হয়ে যায়। তাই উদাহরণেও দেখুন আগে বাম দিকের সব আসছে, এরপর ডান দিকেরগুলো বসছে। (আরও বিসত্মারিত দেখতে চাইলে var_dump($x+$y) দিয়ে দেখতে পারেন)।
01. 02. $x = array(0 => "Dhaka", 1 => "Rangpur");
03. $y = array("Dhaka", "Rangpur");
04. var_dump($x == $y);
05. ?>
আউটপুট
true আসবে। কারণ, দুটি অ্যারেরই key/value সমান। যদিও দ্বিতীয় অ্যারেটির শুরম্ন দেয়া নেই, পিএইচপি অটোমেটিকালি সেটা সেট করে নেয়। এই অ্যারে দুটি identicalও হবে। কেননা, এদের key/value-এর typeও একই। var_dump($x === $y) দিয়ে দেখুন true আসবে।
** যেকোনো একটি key কিংবা value-তে পরিবর্তন করে দিন, তাহলে আর identical হবে না। যেমন-
01. 02. $x = array(0 => 6, 1 => "Rangpur");
03. $y = array(0 => "6", 1 => "Rangpur");
04. var_dump($x === $y);
05. ?>
আউটপুট
false আসবে। তবে var_dump($x == $y) আবার true আসবে। কারণ, দুটিরই key/value একই, শুধু type আলাদা।
ক্যালকুলেশনের সময় অপারেটরগুলোর অগ্রগণ্যতা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হয়। তা না হলে সঠিক আউটপুট বলতে পারবেন না। যেমন- 5 + 6  5-এর আউটপুট কত? 35 হবে, 55 হবে না। কারণ, আগে গুণনের কাজ হবে, এরপর যোগের কাজ হবে। যেহেতু যোগ (+) অপারেটররের চেয়ে গুণনের () অগ্রগণ্যতা বেশি। এভাবে যে অপারেটরের অগ্রগণ্যতা বেশি, ক্যালকুলেশনের সময় সেটার কাজ করতে হবে আগে (সরল অঙ্কের মতো)। যাই হোক, আপনি চাইলে প্রথম বন্ধনী ব্যবহার করে অগ্রগণ্যতা রম্নখে দিয়ে প্রয়োজনীয়টির আগে অপারেশন করে নিতে পারেন। যেমন- 5 + 6  5-এর আউটপুট 55 পেতে চাইলে (5 + 6)  5 এভাবে দিয়ে করতে পারেন।
পিএইচপি ম্যানুয়ালে অপারেটর অগ্রগণ্যতার একটা তালিকা আছে। সবচেয়ে উপরেরটির অগ্রগণ্যতা সবচেয়ে বেশি। এভাবে এক এক করে নিচে যাবে। এই তালিকাটি মনে রাখা খুব জরম্নরি। যেকোনো পরীক্ষা দিতে গেলে বিশেষ করে ওডেস্ক বা জেন্ড সার্টিফিকেশন ইত্যাদিতে এগুলো থাকে।
increment/decrement অপারেটর
++$x Pre-increment $x এক বাড়ে, এরপর $x রিটার্ন হবে।
$x++ Post-increment আগে $x রিটার্ন হবে, এরপর $x এক বাড়বে।
--$x Pre-decrement $x এক কমবে, এরপর $x রিটার্ন করবে।
$x-- Post-decrement আগে $x রিটার্ন করবে, এরপর $x এক করে কমবে।
যেমন-
01. 02. $x = 2;
03. echo $x++.'
';
04. echo $x;
05. ?>
আউটপুট
2
3
দেখুন, $x++ করাতে এক বাড়ছে, তবে echo $x++;-এর আউটপুট 2 আসছে এবং এর পরের বার $x-এর মান 3 আসছে। অর্থাৎ পরে এক (1) বাড়ছে। এর নাম হচ্ছে post-increment।
01. 02. $x = 2;
03. echo ++$x.'
';
04. echo $x;
05. ?>
আউটপুট
3
3
এটাতে দেখুন, প্রথমবারেই আউটপুট 3 আসছে। এটা হলো pre-increment।
এভাবে pre/post decrement-এর পরীক্ষা করে দেখতে পারেন।
টেনারি অপারেটর দিয়ে সংক্ষেপে if...else-এর কাজ করা যায়। যেমন- নিচে একটি সাধারণ if..else-এর উদাহরণটি দেখুন।
01. 02. $x = 2;
03. $y = 5;
04. if($x < $y){
05. echo '$x is small than $y';
06. }else{
07. echo '$x is small than $y';
08. }
09. ?>
এই কোডটুকুই টেনারি অপারেটর দিয়ে দেখাতে পারেন এভাবে-
01. 02. $x = 2;
03. $y = 5;
04. echo ($x < $y) ? '$x is small than $y' : '$x is small than $y';
05. ?>
if-এর ভেতরের অংশটুকু দেয়ার পর প্রশ্নবোধক চিহ্ন (?), এরপর কোডবস্নক এবং এরপর কোলন (:) দিয়ে else-এর মধ্যে যে কোডবস্নক থাকে সেই কোড।
ফিডব্যাক : hossain.anower009@gmail.com

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৭ - মে সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস