• ভাষা:
  • English
  • বাংলা
হোম > যেমনটি দেখেছি কাদের ভাইকে
লেখক পরিচিতি
লেখকের নাম: গোলাপ মুনীর
মোট লেখা:২৩৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
কমপিউটার জগৎ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
যেমনটি দেখেছি কাদের ভাইকে
যেমনটি দেখেছি কাদের ভাইকে
গোলাপ মুনীর

কমপিউটার জগৎ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল কাদের
আমাদের সবাইকে ছেড়ে না ফেরার জগতে চলে গেছেন আজ
থেকে ১৭ বছর আগে। কিন্তু আমার কাছে মনে হয় যেন এই কিছুদিন
আগেও আমি কমপিউটার জগৎ অফিসে তার সাথে বসে লেখাজোখা
নিয়ে আলাপ করেছি। সে স্মৃতি আজো জায়মান, যা মনের অজান্তেই
মাঝেমধ্যে আমাকে তাড়িত করে। কমপিউটার জগৎ অফিসে এলে
কাদের ভাই সাধারণত নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষীয় চেয়ারে না বসে
বসতেন অতিথিদের জন্য রাখা সাধারণ চেয়ারে, যদিও তিনি ছিলেন
এর কর্ণধার। স্বল্প সময়ে প্রয়োজনীয় কথা সেরে চলে যেতেন। তবে
সবার কাজের প্রতি ছিল তার তীক্ষè নজর, যা ছিল তার প্রশাসনিক
দক্ষতার পরিচায়ক। স্বল্পভাষী কাদের ভাই কথা বলতেন নিচু স্বরে,
মার্জিত শব্দ প্ের য়াগে; ছোট-বড় সবার প্রতি পরম শ্রদ্ধাশীল থেকে। এর
বিনিময়ে তিনি নিজের করে নিতেন তার জন্য অপরের শ্রদ্ধা।
তার জীবদ্দশায়ই আমাকে কমপিউটার জগৎ-এর সম্পাদকের
দায়িত্ব নিতে হয় তারই আগ্রহের সূত্র ধরে। এ দায়িত্ব নেয়ায় আমার
কিছুটা আপত্তি ছিল, কারণ তখন আমি ছিলাম একটি জাতীয় দৈনিকের
সহকারী সম্পাদক। তাই আমার শঙ্কা ছিল, প্রয়োজনীয় সময় দেয়া
হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। তবুও কাদের ভাই বললেন, যতটুকু
পারেন ততটুকু সময় দিলেই চলবে। আর এভাবেই কমপিউটার জগৎ-
এর সাথে প্রাতিষ্ঠানিকভাবে আমার সংশ্লিষ্ট হওয়া।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০২০ - জুলাই সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস