উইন্ডোজ ভিসতায় মাল্টিপল অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। যদি উইন্ডোজ ভিসতাকে ডুয়াল বুট হিসেবে এক্সপি সহযোগে ইনস্টল করা হয়, তাহলে বাই ডিফল্ট ভিসতার সেট হবে প্রাইমারি অপারেটিং সিস্টেম হিসেবে। যদি আপনি নিয়মিতভাবে উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন, তাহলে উইন্ডোজ এক্সপিকে ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে সেট করতে পারবেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে -
* Start-এ ক্লিক করে সার্চবক্সে cmd টাইপ করে এন্টার চাপুন।
* কমান্ড প্রম্পটে bcdedit/default {ntldr} টাইপ করে এন্টার চাপুন। এর ফলে উইন্ডোজ এক্সপি ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে সেট হবে।