লেখক পরিচিতি
লেখকের নাম:
কামাল আরসালান
মোট লেখা:৫৩
লেখা সম্পর্কিত
আটলাণ্টা অলিম্পিক গেমস
জুলাই মাসে যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুরু হচ্ছে শতবর্ষপূর্তী অলিম্পিক গেমস৷ অলিম্পিক মশাল হাতে দৌঁড়বিদ ছুটে চলেছেন আটলান্টা অভিমুখে৷ হাজার হাজার পিসি, অসংখ্য সার্ভার ও নোটবুক কমপিউটার ব্যবহার করা হচ্ছে অলিম্পিক গেমস ও মশাল বহনের অনুষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য৷ এই শতাব্দীর সবচেয়ে বড় হাইটেক প্রজেক্ট হিসাবে আখ্যায়িত আটলান্টা অলিম্পিক গেমসে তথ্য-প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখেছেন কামাল আরসালান৷