হোম > বিসিএস সিটিআইটি মেলা শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি
লেখক পরিচিতি
লেখকের নাম:
নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আইটিসি জে খবর,
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
বিসিএস সিটিআইটি মেলা শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি
কমপিউটার জগৎ রিপোর্ট - রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কমপিউটার বাজার বিসিএস কমপিউটার সিটিতে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিটিআইটি মেলা ২০০৯। মেলা চলবে ৬ মার্চ পর্যন্ত। মেলায় থাকবে সর্বশেষ প্রযুক্তির পণ্যের সমাহার। প্রতিটি প্রতিষ্ঠান দেবে বিশেষ অফার। মেলা উপলক্ষে ২ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিএস কমপিউটার সিটির সভাপতি মজিবুর রহমান স্বপন, সিটিআইটি ২০০৯-এর আহবায়ক এস এম আব্দুল মুক্তাদির, ওয়েব ও মিডিয়া উপকমিটির আহবায়ক এমএইচ খান টিটু।
আয়োজকরা বলেন, প্রতিবারের মতো এবারও মেলায় প্রতিদিন থাকবে বিতর্ক, ক্যুইজসহ নানা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্গন ইত্যাদি। তথ্যপ্রযুক্তি ও বিসিএস কমপিউটার সিটির উন্নয়নে অবদানের ন্য আজবিন সম্মাননা এবং একজন ভাষাসৈনিক ও একজন সেক্টর কমান্ডারকে সংবর্ধনা দেয়া হবে।
মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আসুস, এসার, স্যামসাং ও ট্রান্সসেন্ড।