বর্তমান সময়ে কমপিউটারের পাশাপাশি মোবাইল ফোনসেট হয়ে উঠেছে তথ্যপ্রযুক্তি অঙ্গনে অন্যতম এক গুরুত্বপূর্ণ ডিভাইস। কমপিউটারে যেসব কাজ করা যায় এর প্রায় সবকিছুই করা সম্ভব এখন মুঠোফোনে। শুধু কল করা এবং কল রিসিভ করার দিন পেরিয়ে মোবাইল হ্যান্ডসেট এখন একটি ডিজিটাল কমিউনিকেশন ডিভাইসে রূপান্তরিত হয়েছে। বিবর্তনের ধারায় বর্তমানে মাল্টিমিডিয়াভিত্তিক ন্যানো টেকনোলজির মরফের মতো হ্যান্ডসেট তৈরি হয়েছে। আর তার পরিপেক্ষিতে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি মোবাইল ফোনের জন্য আরো নতুন নতুন সুবিধা নিয়ে আসছে। এ লেখায় মোবাইল ফোনে চ্যাটিং এবং মেইল করা যায় এমন কয়েকটি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে।
ই-বাডি মোবাইল মেসেঞ্জার
মোবাইলে এমএসএন, ইয়াহু, এআইএম, আইসিকিউ, গুগল টক ও ফেসবুক সব ধরনের চ্যাট করা সম্ভব একটি সফটওয়্যারের মাধ্যমে। আর সেই সফটওয়্যারটি হলো ই-বাডি। এক্ষেত্রে অবশ্যই মোবাইল ইন্টারনেট অ্যাকটিভ থাকতে হবে।
যেকোনো জায়গা থেকে চ্যাট করা
আপনি সব ধরনের চ্যাট করতে পারবেন মাত্র একটি ই-বাডি মোবাইল মেসেঞ্জার ব্যবহারের মাধ্যমে। আপনার এমএসএন বা ইয়াহু বন্ধু আছে কোনো সমস্যা নয়, মাত্র একটি ই-বাডি ব্যবহার করে সব ধরনের মেসেঞ্জারের সাথে চ্যাট করতে পারবেন।
ছবি শেয়ার করা
ই-বাডি মোবাইল মেসেঞ্জারের মাধ্যমে আপনি চাইলে পারসোনাল মেসেজ সেট করতে পারবেন এবং নতুন নতুন ছবি শেয়ার করতে পারবেন আপনার ই-বাডি মোবাইল মেসেঞ্জার ডিসপ্লেতে।
সরাসরি টাইপ করা : আপনি সরাসরি টাইপ করতে পারবেন নাম সিলেক্ট করে একই ডিসপ্লেতে। এ পদ্ধতিতে আপনি খুব দ্রুত টাইপ এবং চ্যাট করতে পারবেন।
প্লাটফর্ম
নকিয়া : 7373, 7390, 7500, 7510 Supernova, 7600, 7610, 7650, 7710, 8600 Luna, 8800, 8800 Sirocco, 8910i, 9210, 9290, 9300, 9300i, 9500, E50, E51, E60, E61, E61i, E62, E65, E66, E70, E71, E90, N-Gage, N-Gage QD, N70, N70-1, N71, N72, N73, N75, N76, N77, N78, N79, N80-1, N81, N81 8GB, N82, N90, N91, N92, N93, N93i, N95, N95 8GB, N96।
ব্ল্যাকবেরি : 6220, 6230, 6280, 6720, 7100, 7100i, 7130, 7130e, 7210, 7230, 7250, 7280, 7290, 7510, 7520, 7730, 8100, 8120, 8130, 8220, 8300, 8310, 8320, 8330, 8700, 8703e, 8707, 8800, 8820, 8830, 8900, Bold 9000, Storm 9500, Storm 9530
Avmym : P525, MyPal A632, MyPal A636, MyPal A639।
কোথায় পাবেন
http://nehadbd.gprs.lt
সফটওয়্যারের সাইজ ২৬১ কে.বি.। কে.বি. হিসেবে ডাউনলোড করতে খরচ হবে ৫-৭ টাকা।
নিমবাজ
মোবাইল ফোনে চ্যাট করার জন্য আরেকটি সফটওয়্যার হলো নিমবাজ। এর সাহায্যে শুধু মোবাইল চ্যাটিং নয়, সাথে সাথে করতে পারবেন এসএমএস বা চ্যাট করতে পারবেন লাইভ মেসেঞ্জার, জি-টক, এইম, স্কাইপি। ফ্রি চ্যাট করার সুবিধা রয়েছে এতে। আপনি চাইলে পাবলিক রুমে চ্যাট করতে পারবেন বা নিজে রুম খুলে চ্যাট করতে পারবেন। ফ্রি এসএমএস সেন্ড করতে পারবেন যেকোনো নিমবাজ নেটওয়ার্কের মাধ্যমে।
যেকোনো সময় যেকোনো জায়গা থেকে এসএমএস করতে পারবেন। তাই সবসময় যোগাযোগ রাখা সম্ভব।
খুব সহজেই আপনার ফোনবুক থেকে নাম্বার যুক্ত করতে পারবেন এবং আপনার চ্যাটিং কন্টাক্টগুলো ফোনবুকে ব্যাকআপ রাখতে পারবেন।
মোবাইল ফোন থেকে MSN, Yahoo, AIM, ICQ, Google Talk চ্যাটিং করতে পারবেন। এছাড়াও আছে মেইল করার সুবিধা। গ্রুপ চ্যাটিং করার সুবিধা রয়েছে এতে।
প্লাটফর্ম
নকিয়া : 7373, 7390, 7500, 7510 Supernova, 7600, 7610, 7650, 7710, 8600 Luna, 8800, 8800 Sirocco, 8910i, 9210, 9290, 9300, 9300i, 9500, E50, E51, E60, E61, E61i, E62, E65, E66, E70, E71, E90, N-Gage, N-Gage QD, N70, N70-1, N71, N72, N73, N75, N76, N77, N78, N79, N80-1, N81, N81 8GB, N82, N90, N91, N92, N93, N93i, N95, N95 8GB, N96।
মটোরোলা : V365, V3c, V3i, V3m, V3r, V3t, V3v, V3x-Vodafone, V400, V500, V505, V525, V525M, V535, V545, V547, V550, V551, V555, V557, V600, V600i, V620, V635, V690, V80, V975, V980, V980M, W220, W315, W375, W490, W510, Z3, TETRA PDA।
এলজি : LG KE500, LG-KE600, LG550, LX550, LX570, M4410, MG100a, MG105, MG220, MX510, P7200, S5200, T5100, Trax CU575, TU500, TU515, TU575, TU915, U310, U8210, U8290, U8330, U8500, U880, V9000, VX9400, VX9900।
আইমেট: Smartphone2, SP Jas, SP3, SP3i, SP5, SP5m, SPL, PDA-N, PDAL, SP6।
কোথায় পাবেন
http://nehadbd.gprs.lt
সফটওয়্যারের সাইজ ৩৭৯ কে.বি.। কে.বি. হিসেবে ডাউনলোড করতে খরচ হবে ৮-১০ টাকা।
মিগ৩৩ বেটা ৪.০৪
মোবাইলে চ্যাট করা যায় এমন একটি সফটওয়্যার হলো মিগ৩৩ বেটা। এই সফটওয়্যারটির নতুন একটি সংস্করণ আপডেট করা হয়েছে। জনপ্রিয় মিগ৩৩ নতুন ভার্সন হলো মিগ৩৩ বেটা ৪.০৪। এতে যুক্ত হয়েছে নতুন নতুন সুবিধা, যেমন- নিজের যাবতীয় তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করা যাবে, রয়েছে বিভিন্ন্ ধরনের থিম, এসএমএস এবং মেইল করার সুবিধা ছাড়াও আরো অনেক সুবিধা এতে সমৃক্ত করা হয়েছে।
মিগ৩৩ বেটা ব্যবহার করে চ্যাট রুম তৈরি করে চ্যাট করতে পারেন। পাশাপাশি এখানে বিভিন্ন দেশের আলাদা আলাদা চ্যাট রুমও আছে। শুধু বাংলাদেশ নয়, বাইরের দেশের মানুষের সাথেও চ্যাট করতে পারবেন।
মিগ৩৩ বেটা ব্যবহারের জন্য মোবাইল মেনু থেকে মিগ৩৩ বেটা সিলেক্ট করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নাম, পাসওয়ার্ড ও ফোন নম্বর প্রয়োজন হবে। নাম, পাসওয়ার্ড ও ফোন নম্বর দিয়ে লগইন করলে আপনার ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে একটি অ্যাকটিভ কোড আসবে। অ্যাকটিভ কোড দিয়ে ওকে করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং সাথে সাথে আপনি পেয়ে যাবেন ১ ডলার, যার মাধ্যমে আপনি কল এবং এসএমএস করতে পারবেন।
কোথায় পাবেন:
http://nehadbd.gprs.lt
www.nehad-aiub.co.nr
সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করা যাবে। সফটওয়্যারের সাইজ ১১৩ কে.বি.। কে.বি. হিসেবে ডাউনলোড করতে খরচ হবে ৩-৬ টাকা।
প্লাটফর্ম
নকিয়া : 1680c, 2355, 2600 classic, 2610, 2626, 2630, 2650, 2660, 2680, 2760, 2855, 2855i, 2865, 2865i, 3100, 3105, 3109 classic, 3110c, 3120, 3120 classic, 3125, 3152, 3155, 3155i, 3200, 3220, 3230, 3250, 3300, 3410, 3500, 3510, 3510i, 3530, 3555, 3586i, 3587, 3595, 3600, 3600 slide, 3620, 3650, 3660, 5000, 5070, 5100, 5140, 5140i, 5200, 5220 XpressMusic, 5300, 5310 XpressMusic, 5320, 5500, 5610, 5700, 5800 XpressMusic, 6010, 6015, 6020, 6021, 6030, 6060, 6060v, 6061, 6070, 6080, 6085, 6086, 6100, 6101, 6102, 6102i, 6103, 6108, 6110 Navigator, 6111, 6120, 6120c, 6121 classic, 6125, 6126, 6131, 6133, 6151, 6152, 6155, 6165।
স্যামসাং : SGH X610, SGH X620, SGH X620C, SGH X630, SGH X636, SGH X640, SGH X640C, SGH X648, SGH Z630, SGH Z720, SGH ZV10, SGH ZV40, SGH ZV50, SGH-i607, SGH-L700, SGH-P520, SGH-V820L, SPH A580, SPH A640, SPH A660, SPH A680, SPH A740, SPH A900, SPH A900P, SPH A920, SPH A940, SPH A960, SPH M500, SPH M510, SPH M610, SPH M620, Z130, Z150
সানিও : S750, SCP-6600।
সনি-এরিকসন : K310i, K320i, K500i, K508, K508c, K508i, K510a, K510i, K530i, K550i, K600, K600i, K608i, K610, K610i, K618i, K630, K660i, K700, K700c, K700i, K750, K750i, K770, K790a, K790i, K800i, K800iv, K810i, K850i, M600i, P1i, P800, P900, P910, P910a, P910i, P990i, S302, S500i, S700, S700i, S710a, T226, T230, T250i, T290a, T290i, T610, T616, T630, T637, T650i, T68, V600, V600i, V630i, W200a, W200i, W300, W300i, W350, W380, W550c, W550i, W580i, W600c, W600i, W610i, W660i, W700i, W710i, W760, W800c, W800i, W810i, W810iv, W830i, W850i, W850iv, W880i।
জার ফাইল ইনস্টল করা যায় সব ধরনের মোবাইলে।
কজ ওয়েব
ফিডব্যাক : nehad_aiub@yahoo.com